ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গুজরাটে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ১৮ জনের মৃত্যু Logo চীনে সেভেন সিস্টার্স নিয়ে যা বলেছিলেন ড. ইউনূস? যেজন্য হতভম্ব ভারত Logo জামায়াতের ঈদ উপলক্ষে প্রীতি ভোজের ঘটনায় বিএনপি – যুবলীগের হামলা Logo শহীদ নাসিব হাসান রিহান-এর পরিবারের সদস্যদের সাথে আমীরে জামায়াতের ঈদ কুশল বিনিময় Logo ড. ইউনূসকে শেহবাজের ফোন, পাকিস্তান সফরের আমন্ত্রণ Logo মিয়ানমারে ভূমিকম্প: ২ হাজার ছাড়াল নিহতের সংখ্যা Logo গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: খালেদা জিয়া Logo ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের পদত্যাগ Logo ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’স্লোগান, বিএনপির সাথে সংঘর্ষ গুলিবিদ্ধ ১ Logo আইপিএলসহ টিভিতে যা দেকবেন আজ

অবসরের সিদ্ধান্ত ক্রিকেটারদেরই নেওয়া উচিত: আকরাম খান

চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যাট হাতে চরম ব্যর্থতার পর থেকেই মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের অবসর নিয়ে জোর গুঞ্জন চলছে। টুর্নামেন্টে তাদের হতাশাজনক পারফরম্যান্সের পর অনেকে মনে করছেন, শীঘ্রই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে পারেন এই দুই অভিজ্ঞ ক্রিকেটার। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আকরাম খান মনে করেন, অবসরের সিদ্ধান্ত সম্পূর্ণ ক্রিকেটারদের ওপরই ছেড়ে দেওয়া উচিত।

সাম্প্রতিক ফর্ম ভালো নয় মুশফিকের। ওয়ানডেতে সর্বশেষ ১৫ ইনিংসে মাত্র একটি হাফ সেঞ্চুরি এসেছে তার ব্যাট থেকে। চ্যাম্পিয়নস ট্রফিতেও তার ব্যাট নীরব। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে শূন্য রানে আউট হওয়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষে করেছেন মাত্র ২ রান। অন্যদিকে, মাহমুদউল্লাহ ভারতের বিপক্ষে চোটের কারণে খেলতে পারেননি। কিউইদের বিপক্ষে সুযোগ পেলেও ব্যর্থ হন, ফিরে যান মাত্র ৪ রানে।

তাদের পারফরম্যান্স নিয়ে যখন সমালোচনা তুঙ্গে, তখন অভিজ্ঞদের পক্ষেই কথা বললেন আকরাম খান। তিনি বলেন, ‘আমি মনে করি সিনিয়র ক্রিকেটারদের সম্মান করা উচিত। একজন খেলোয়াড় নিজেই সবচেয়ে ভালো বুঝতে পারে তার শারীরিক অবস্থা, মানসিক চাপ নেওয়ার সক্ষমতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা। তাই অবসরের সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সম্পূর্ণ তারই থাকা উচিত।’

বাইরের আলোচনা নিয়েও কথা বলেন তিনি। তার মতে, ‘যদি কোনো সমস্যা হয়, তাহলে টিম ম্যানেজমেন্ট ও সংশ্লিষ্টরা বসে সিদ্ধান্ত নেবে। তবে এসব বিষয়ে বাইরে আলোচনা করা সম্মানজনক নয়। অবসর নিয়ে গুঞ্জন থাকলেও, বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে রাখা হচ্ছে এই দুই ক্রিকেটারকে। তবে তারা কতদিন আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে যাবেন, সেই সিদ্ধান্ত এখনও পুরোপুরি তাদের হাতেই।

জনপ্রিয় সংবাদ

গুজরাটে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ১৮ জনের মৃত্যু

অবসরের সিদ্ধান্ত ক্রিকেটারদেরই নেওয়া উচিত: আকরাম খান

আপডেট সময় ০৮:২৩:২০ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫

চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যাট হাতে চরম ব্যর্থতার পর থেকেই মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের অবসর নিয়ে জোর গুঞ্জন চলছে। টুর্নামেন্টে তাদের হতাশাজনক পারফরম্যান্সের পর অনেকে মনে করছেন, শীঘ্রই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে পারেন এই দুই অভিজ্ঞ ক্রিকেটার। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আকরাম খান মনে করেন, অবসরের সিদ্ধান্ত সম্পূর্ণ ক্রিকেটারদের ওপরই ছেড়ে দেওয়া উচিত।

সাম্প্রতিক ফর্ম ভালো নয় মুশফিকের। ওয়ানডেতে সর্বশেষ ১৫ ইনিংসে মাত্র একটি হাফ সেঞ্চুরি এসেছে তার ব্যাট থেকে। চ্যাম্পিয়নস ট্রফিতেও তার ব্যাট নীরব। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে শূন্য রানে আউট হওয়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষে করেছেন মাত্র ২ রান। অন্যদিকে, মাহমুদউল্লাহ ভারতের বিপক্ষে চোটের কারণে খেলতে পারেননি। কিউইদের বিপক্ষে সুযোগ পেলেও ব্যর্থ হন, ফিরে যান মাত্র ৪ রানে।

তাদের পারফরম্যান্স নিয়ে যখন সমালোচনা তুঙ্গে, তখন অভিজ্ঞদের পক্ষেই কথা বললেন আকরাম খান। তিনি বলেন, ‘আমি মনে করি সিনিয়র ক্রিকেটারদের সম্মান করা উচিত। একজন খেলোয়াড় নিজেই সবচেয়ে ভালো বুঝতে পারে তার শারীরিক অবস্থা, মানসিক চাপ নেওয়ার সক্ষমতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা। তাই অবসরের সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সম্পূর্ণ তারই থাকা উচিত।’

বাইরের আলোচনা নিয়েও কথা বলেন তিনি। তার মতে, ‘যদি কোনো সমস্যা হয়, তাহলে টিম ম্যানেজমেন্ট ও সংশ্লিষ্টরা বসে সিদ্ধান্ত নেবে। তবে এসব বিষয়ে বাইরে আলোচনা করা সম্মানজনক নয়। অবসর নিয়ে গুঞ্জন থাকলেও, বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে রাখা হচ্ছে এই দুই ক্রিকেটারকে। তবে তারা কতদিন আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে যাবেন, সেই সিদ্ধান্ত এখনও পুরোপুরি তাদের হাতেই।