চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যাট হাতে চরম ব্যর্থতার পর থেকেই মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের অবসর নিয়ে জোর গুঞ্জন চলছে। টুর্নামেন্টে তাদের হতাশাজনক পারফরম্যান্সের পর অনেকে মনে করছেন, শীঘ্রই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে পারেন এই দুই অভিজ্ঞ ক্রিকেটার। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আকরাম খান মনে করেন, অবসরের সিদ্ধান্ত সম্পূর্ণ ক্রিকেটারদের ওপরই ছেড়ে দেওয়া উচিত।
সাম্প্রতিক ফর্ম ভালো নয় মুশফিকের। ওয়ানডেতে সর্বশেষ ১৫ ইনিংসে মাত্র একটি হাফ সেঞ্চুরি এসেছে তার ব্যাট থেকে। চ্যাম্পিয়নস ট্রফিতেও তার ব্যাট নীরব। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে শূন্য রানে আউট হওয়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষে করেছেন মাত্র ২ রান। অন্যদিকে, মাহমুদউল্লাহ ভারতের বিপক্ষে চোটের কারণে খেলতে পারেননি। কিউইদের বিপক্ষে সুযোগ পেলেও ব্যর্থ হন, ফিরে যান মাত্র ৪ রানে।
তাদের পারফরম্যান্স নিয়ে যখন সমালোচনা তুঙ্গে, তখন অভিজ্ঞদের পক্ষেই কথা বললেন আকরাম খান। তিনি বলেন, ‘আমি মনে করি সিনিয়র ক্রিকেটারদের সম্মান করা উচিত। একজন খেলোয়াড় নিজেই সবচেয়ে ভালো বুঝতে পারে তার শারীরিক অবস্থা, মানসিক চাপ নেওয়ার সক্ষমতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা। তাই অবসরের সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সম্পূর্ণ তারই থাকা উচিত।’
বাইরের আলোচনা নিয়েও কথা বলেন তিনি। তার মতে, ‘যদি কোনো সমস্যা হয়, তাহলে টিম ম্যানেজমেন্ট ও সংশ্লিষ্টরা বসে সিদ্ধান্ত নেবে। তবে এসব বিষয়ে বাইরে আলোচনা করা সম্মানজনক নয়। অবসর নিয়ে গুঞ্জন থাকলেও, বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে রাখা হচ্ছে এই দুই ক্রিকেটারকে। তবে তারা কতদিন আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে যাবেন, সেই সিদ্ধান্ত এখনও পুরোপুরি তাদের হাতেই।