“সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ, দক্ষ ও যোগ্য দেশপ্রেমিক নাগরিক তৈরি” এই প্রতিপাদ্যে আজ দিনাজপুর শহর শাখার উদ্যোগে এক ছাত্র সমাবেশ আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
উক্ত ছাত্র সমাবেশে এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম । আরো উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুল ইসলাম পলাশ,উপস্থিত রংপুর মহানগর শাখার সম্মানিত সভাপতি, দিনাজপুর শহর শাখার সভাপতি,সাবেক সভাপতি ও সদস্যরা।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহিদুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের শুধুমাত্র দক্ষতা ও যোগ্যতা অর্জনের দিকে নজর না দিয়ে, জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা ও ন্যায়ের পথে চলার পরামর্শ দেন। তাঁর বক্তব্যে তিনি ন্যায়বিচার (ইনসাফ) প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বলেন, “একজন প্রকৃত দেশপ্রেমিক নাগরিক হতে হলে চরিত্রের দৃঢ়তা এবং মূল্যবোধের ওপর অটল থাকতে হবে।”
সমাবেশে উপস্থিত শিক্ষার্থীরা বিভিন্ন প্রশ্ন করলে জাহিদুল ইসলাম তাৎক্ষণিকভাবে সেগুলোর উত্তর দেন এবং শিক্ষাজীবন শেষে ক্যারিয়ার গঠনে কীভাবে প্রস্তুতি নিতে হবে, সে বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন।