ঢাকা ০৫:১০ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জুনের মধ্যে দেশে ঋণ সহায়তা আসছে সাড়ে ৩ বিলিয়ন Logo হাইকোর্টে জামিন পেলেন জোবাইদা রহমান Logo ঢাবি ছাত্রদল নেতা সাম্য হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩ Logo জবি শিক্ষক-শিক্ষার্থীদের লং মার্চে পুলিশের টিয়ারগ্যাস লাঠি চার্জ আহত অর্ধ শত Logo আন্তঃনগর ট্রেন চলাচল নিশ্চিতের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে রেল অবরোধ Logo মুরাদনগরে মব লিঞ্চিং: যুবককে পিটিয়ে হত্যা, আটক ৩ Logo জামায়াতের নিবন্ধন ও প্রতীক ফেরত চেয়ে আপিলের রায় ১ জুন Logo ওয়েবসাইট–ফেসবুক–ইউটিউবসহ আ. লীগ–অঙ্গসংগঠনের বিভিন্ন প্ল্যাটফর্ম বন্ধে বিটিআরসিকে চিঠি Logo ঢাবি ভিসির ওপর দায় চাপিয়ে সত্যকে আড়াল করার পাঁয়তারা: সারজিস Logo চট্টগ্রাম বন্দর নেপাল-ভুটান, সেভেন সিস্টার্সের হৃৎপিণ্ড : প্রধান উপদেষ্টা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে গড়তে চাই: বেরোবি উপাচার্য

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে গড়তে চাই: বেরোবি উপাচার্য

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে (বেরোবি) একটি শিক্ষাবান্ধব ক্যাম্পাসে রূপান্তরের লক্ষ্যে কাজ করে যাচ্ছে বর্তমান প্রশাসন— এমন মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। তিনি বলেন, “শিক্ষার্থীদের একাডেমিক পরিবেশ উন্নত করতে শিক্ষক ও ক্লাসরুম সংকট নিরসনে ইতোমধ্যে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে।”

তিনি বলেন, গুনগত উচ্চশিক্ষা ও সমৃদ্ধ গবেষণার মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে দেশ সেরা বিদ্যাপীঠে পরিণত করা সম্ভব। এজন্য তিনি শিক্ষার্থীদের সময় নষ্ট না করে পড়ালেখা ও সৃজনশীল কাজে মনোনিবেশ করার আহবান জানান।

আজ বুধবার (২৩ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে ২০২৪ সালের স্নাতক ও স্নাতকোত্তর সমমান পরীক্ষায় সর্বোচ্চ ফলাফল অর্জন করা শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তির চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য বিভিন্ন অবকাঠামো উন্নয়নে কাজ করা হচ্ছে। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়কে ইতিবাচক উপস্থাপন করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।

বিশ্ববিদ্যালয়ের ২২টি বিভাগের ৪০৮ জন শিক্ষার্থীকে ২০২৪ সালের মেধাবৃত্তি প্রদান করা হয়। অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ শাহজামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ এমদাদুল হক, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক, প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমান, সেন্ট্রাল লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সেন্টারের গ্রন্থাগারিক ড. মোঃ মনিরুজ্জামান, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মোঃ সিদ্দিকুর রহমান, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

জুনের মধ্যে দেশে ঋণ সহায়তা আসছে সাড়ে ৩ বিলিয়ন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে গড়তে চাই: বেরোবি উপাচার্য

আপডেট সময় ০৭:৪৫:৫২ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে (বেরোবি) একটি শিক্ষাবান্ধব ক্যাম্পাসে রূপান্তরের লক্ষ্যে কাজ করে যাচ্ছে বর্তমান প্রশাসন— এমন মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। তিনি বলেন, “শিক্ষার্থীদের একাডেমিক পরিবেশ উন্নত করতে শিক্ষক ও ক্লাসরুম সংকট নিরসনে ইতোমধ্যে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে।”

তিনি বলেন, গুনগত উচ্চশিক্ষা ও সমৃদ্ধ গবেষণার মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে দেশ সেরা বিদ্যাপীঠে পরিণত করা সম্ভব। এজন্য তিনি শিক্ষার্থীদের সময় নষ্ট না করে পড়ালেখা ও সৃজনশীল কাজে মনোনিবেশ করার আহবান জানান।

আজ বুধবার (২৩ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে ২০২৪ সালের স্নাতক ও স্নাতকোত্তর সমমান পরীক্ষায় সর্বোচ্চ ফলাফল অর্জন করা শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তির চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য বিভিন্ন অবকাঠামো উন্নয়নে কাজ করা হচ্ছে। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়কে ইতিবাচক উপস্থাপন করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।

বিশ্ববিদ্যালয়ের ২২টি বিভাগের ৪০৮ জন শিক্ষার্থীকে ২০২৪ সালের মেধাবৃত্তি প্রদান করা হয়। অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ শাহজামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ এমদাদুল হক, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক, প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমান, সেন্ট্রাল লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সেন্টারের গ্রন্থাগারিক ড. মোঃ মনিরুজ্জামান, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মোঃ সিদ্দিকুর রহমান, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।