রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে (বেরোবি) একটি শিক্ষাবান্ধব ক্যাম্পাসে রূপান্তরের লক্ষ্যে কাজ করে যাচ্ছে বর্তমান প্রশাসন— এমন মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। তিনি বলেন, “শিক্ষার্থীদের একাডেমিক পরিবেশ উন্নত করতে শিক্ষক ও ক্লাসরুম সংকট নিরসনে ইতোমধ্যে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে।”
তিনি বলেন, গুনগত উচ্চশিক্ষা ও সমৃদ্ধ গবেষণার মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে দেশ সেরা বিদ্যাপীঠে পরিণত করা সম্ভব। এজন্য তিনি শিক্ষার্থীদের সময় নষ্ট না করে পড়ালেখা ও সৃজনশীল কাজে মনোনিবেশ করার আহবান জানান।
আজ বুধবার (২৩ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে ২০২৪ সালের স্নাতক ও স্নাতকোত্তর সমমান পরীক্ষায় সর্বোচ্চ ফলাফল অর্জন করা শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তির চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য বিভিন্ন অবকাঠামো উন্নয়নে কাজ করা হচ্ছে। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়কে ইতিবাচক উপস্থাপন করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।
বিশ্ববিদ্যালয়ের ২২টি বিভাগের ৪০৮ জন শিক্ষার্থীকে ২০২৪ সালের মেধাবৃত্তি প্রদান করা হয়। অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ শাহজামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ এমদাদুল হক, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক, প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমান, সেন্ট্রাল লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সেন্টারের গ্রন্থাগারিক ড. মোঃ মনিরুজ্জামান, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মোঃ সিদ্দিকুর রহমান, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।