ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ‘একটি দল নির্বাচন করে আ. লীগকে পুনর্বাসন করে যাচ্ছে’ Logo বিএনপি কখনো কারচুপির নির্বাচন সমর্থন করে না: রুমিন ফারহানা Logo পিরোজপুরে জামায়াতের সদস্য ফরম পূরণ করলেন ৪ হিন্দু ধর্মাবলম্বী Logo ক্ষমতায় গেলে নারী আসন ১০০ করবে বিএনপি: তারেক রহমান Logo নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন প্রত্যাখ্যান জামায়াতের মহিলা বিভাগের Logo ছাত্রদলে যোগ দিলেন বৈষম্য বিরোধী কমিটির ৩ নেতা Logo নারায়ণগঞ্জে ছাত্রদল নেতার ক্লাব থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার Logo পারভেজ হত্যার প্রধান আসামি গাইবান্ধা থেকে গ্রেফতার Logo ভারত তোষণ আর সহ্য করা হবে না, আধিপত্যবাদের টুঁটি চেপে ধরুন: মামুনুল হক Logo শিগগিরই নতুন দল নিয়ে রাজনীতিতে আসছেন ইলিয়াস কাঞ্চন

৫ আগস্ট আটকা পড়েছিলেন পলক, উদ্ধার করে সেনাবাহিনী

সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে বলেছেন, ৫ আগস্ট ঘটে যাওয়া কোনো হত্যাকাণ্ডের সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। তিনি জানান, ওইদিন তিনি জাতীয় সংসদ ভবনে অবস্থান করছিলেন। দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে সেনাবাহিনী তাকেসহ ১২ জনকে উদ্ধার করে নিয়ে যায়।

বুধবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিতে আদালতে পুলিশের পক্ষ থেকে বলা হয়, গত বছরের ৫ আগস্ট রাজধানীর বাড্ডায় রংমিস্ত্রি আবদুল জব্বার হত্যাকাণ্ডের শিকার হন। এই হত্যা মামলায় জুনাইদ আহ্‌মেদ পলকের নাম রয়েছে। হত্যার রহস্য উদ্‌ঘাটনের জন্য তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসা করা জরুরি।
পলক আদালতকে আরও বলেন, যেখানে আমি সারা দিন সংসদে অবস্থান করেছিলাম, সেখানে ৫ আগস্ট কোনো হত্যাকাণ্ডের সঙ্গে আমার কোনো দায় নেই। ইতোমধ্যে আমার ৮৬ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। যদি জিজ্ঞাসাবাদের প্রয়োজন হয়, তাহলে আমাকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেওয়া হোক।’

জুনাইদ আহ্‌মেদ পলকের বক্তব্যের তীব্র বিরোধিতা করেন ঢাকার মহানগর দায়রা জজ আদালতের প্রধান পিপি ওমর ফারুক ফারুকী। তিনি আদালতকে বলেন, আমরা শুনেছিলাম, ৫ আগস্ট সংসদে স্পিকারসহ বেশ কয়েকজন লুকিয়ে ছিলেন। আজ জুনাইদ আহ্‌মেদ পলক সেই ঘটনা বললেন। এখনো স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে বিচারের মুখোমুখি করা হয়নি।’

ফারুক ফারুকী আরও বলেন, ‘আমরা বারবারই বলছি, বৈষম্যবিরোধী ছাত্র-জনতাকে যারা সরাসরি গুলি করে হত্যা করেছে, তাদের যে শাস্তি, একই শাস্তি, যারা এসব হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন। জুনাইদ আহ্‌মেদ পলক এসব হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের সঙ্গে জড়িত। ছাত্র-জনতার আন্দোলনের সময় যে কয়েকজন ফ্যাসিস্ট শেখ হাসিনার সঙ্গে মিটিং করেছেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন এই জুনাইদ আহ্‌মেদ পলক।’

আদালত উভয় পক্ষের শুনানি নিয়ে জুনাইদ আহ্‌মেদ পলকে এই মামলায় তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।

জনপ্রিয় সংবাদ

‘একটি দল নির্বাচন করে আ. লীগকে পুনর্বাসন করে যাচ্ছে’

৫ আগস্ট আটকা পড়েছিলেন পলক, উদ্ধার করে সেনাবাহিনী

আপডেট সময় ০৬:৪১:২৫ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে বলেছেন, ৫ আগস্ট ঘটে যাওয়া কোনো হত্যাকাণ্ডের সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। তিনি জানান, ওইদিন তিনি জাতীয় সংসদ ভবনে অবস্থান করছিলেন। দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে সেনাবাহিনী তাকেসহ ১২ জনকে উদ্ধার করে নিয়ে যায়।

বুধবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিতে আদালতে পুলিশের পক্ষ থেকে বলা হয়, গত বছরের ৫ আগস্ট রাজধানীর বাড্ডায় রংমিস্ত্রি আবদুল জব্বার হত্যাকাণ্ডের শিকার হন। এই হত্যা মামলায় জুনাইদ আহ্‌মেদ পলকের নাম রয়েছে। হত্যার রহস্য উদ্‌ঘাটনের জন্য তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসা করা জরুরি।
পলক আদালতকে আরও বলেন, যেখানে আমি সারা দিন সংসদে অবস্থান করেছিলাম, সেখানে ৫ আগস্ট কোনো হত্যাকাণ্ডের সঙ্গে আমার কোনো দায় নেই। ইতোমধ্যে আমার ৮৬ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। যদি জিজ্ঞাসাবাদের প্রয়োজন হয়, তাহলে আমাকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেওয়া হোক।’

জুনাইদ আহ্‌মেদ পলকের বক্তব্যের তীব্র বিরোধিতা করেন ঢাকার মহানগর দায়রা জজ আদালতের প্রধান পিপি ওমর ফারুক ফারুকী। তিনি আদালতকে বলেন, আমরা শুনেছিলাম, ৫ আগস্ট সংসদে স্পিকারসহ বেশ কয়েকজন লুকিয়ে ছিলেন। আজ জুনাইদ আহ্‌মেদ পলক সেই ঘটনা বললেন। এখনো স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে বিচারের মুখোমুখি করা হয়নি।’

ফারুক ফারুকী আরও বলেন, ‘আমরা বারবারই বলছি, বৈষম্যবিরোধী ছাত্র-জনতাকে যারা সরাসরি গুলি করে হত্যা করেছে, তাদের যে শাস্তি, একই শাস্তি, যারা এসব হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন। জুনাইদ আহ্‌মেদ পলক এসব হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের সঙ্গে জড়িত। ছাত্র-জনতার আন্দোলনের সময় যে কয়েকজন ফ্যাসিস্ট শেখ হাসিনার সঙ্গে মিটিং করেছেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন এই জুনাইদ আহ্‌মেদ পলক।’

আদালত উভয় পক্ষের শুনানি নিয়ে জুনাইদ আহ্‌মেদ পলকে এই মামলায় তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।