ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

রাজনৈতিক দল করতে হলে রাজপথে আসতে হবে: ফজলুর রহমান

রাজনৈতিক দল করতে হলে রাজপথে আসতে হবে: ফজলুর রহমান

রাজনৈতিক দল করতে হলে রাজপথে আন্দোলন গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান।

তিনি বলেন, “রাজনৈতিক দল করতে চাও? তাহলে রাজপথে আসো, সরকারে থেকে স্বপ্ন দেখবে না।”

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহীতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলা-সহ বিভিন্ন দাবিতে অনুষ্ঠিত এক সমাবেশে এ কথা বলেন তিনি।

জামায়াতের উদ্দেশে ফজলুর রহমান বলেন, ‘একটা গোষ্ঠী বিনা নির্বাচনে ক্ষমতায় থাকতে চায়। আমরা চাই, জাতীয় নির্বাচন আর তারা চায় স্থানীয় নির্বাচন।

বিএনপির বিরুদ্ধে দাঁড়িয়ে ১০ শতাংশ ভোটও জামায়াত পাবে না। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচন দিতে হবে। স্থানীয় নির্বাচন করবে নির্বাচিত সরকার। বিএনপির এই নেতা আরো বলেন, ‘পৃথিবীতে শেখ হাসিনার মতো বড় কোনো স্বৈরাচার ছিল না।

এখন আওয়ামী লীগের সোনার ময়না পাখিরা কোথায়? তাদের সেই ক্ষমতা গেল কোথায়? রাজশাহী জেলা বিএনপি আয়োজিত নগরীর বাটার মোড়ে এ সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা বিএনপি আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, বিশেষ অতিথি ছিলেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী বিভাগ সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত।

এ ছাড়া জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাংলাদেশের বিদায়

রাজনৈতিক দল করতে হলে রাজপথে আসতে হবে: ফজলুর রহমান

আপডেট সময় ১০:৩৫:১৬ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫

রাজনৈতিক দল করতে হলে রাজপথে আন্দোলন গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান।

তিনি বলেন, “রাজনৈতিক দল করতে চাও? তাহলে রাজপথে আসো, সরকারে থেকে স্বপ্ন দেখবে না।”

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহীতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলা-সহ বিভিন্ন দাবিতে অনুষ্ঠিত এক সমাবেশে এ কথা বলেন তিনি।

জামায়াতের উদ্দেশে ফজলুর রহমান বলেন, ‘একটা গোষ্ঠী বিনা নির্বাচনে ক্ষমতায় থাকতে চায়। আমরা চাই, জাতীয় নির্বাচন আর তারা চায় স্থানীয় নির্বাচন।

বিএনপির বিরুদ্ধে দাঁড়িয়ে ১০ শতাংশ ভোটও জামায়াত পাবে না। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচন দিতে হবে। স্থানীয় নির্বাচন করবে নির্বাচিত সরকার। বিএনপির এই নেতা আরো বলেন, ‘পৃথিবীতে শেখ হাসিনার মতো বড় কোনো স্বৈরাচার ছিল না।

এখন আওয়ামী লীগের সোনার ময়না পাখিরা কোথায়? তাদের সেই ক্ষমতা গেল কোথায়? রাজশাহী জেলা বিএনপি আয়োজিত নগরীর বাটার মোড়ে এ সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা বিএনপি আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, বিশেষ অতিথি ছিলেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী বিভাগ সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত।

এ ছাড়া জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।