ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

নাশকতা মামলায় যুবলীগ নেতা সুজন গ্রেপ্তার

সুনামগঞ্জের তাহিরপুরে পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ নেতা গোলাম কাদির সুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (২২ এপ্রিল) রাত ১০টায় সদর ইউনিয়নের জয়নগর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সুজন তাহিরপুর উপজেলা যুবলীগ নেতা ও সুনামগঞ্জ জেলা মৎস্যজীবী লীগ সদস্য। সে উপজেলার সদর ইউনিয়নের জয়নগর গ্রামের কালা মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৬ ডিসেম্বর রাতে উপজেলা ছাত্রলীগ সভাপতিসহ কয়েকজনের নামে দায়ের নাশকতার মামলার তালিকাভুক্ত আসামি গোলাম কাদির সুজনকে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। তাছাড়া ঘটনাস্থলে সুজনের উপস্থিতি ও সম্পৃক্ততার প্রমাণ রয়েছে পুলিশের কাছে।

তাহিরপুর থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, নাশকতা মামলার তালিকাভুক্ত আসামি সুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালে তাকে জেলহাজতে পাঠানো হবে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেপ্তারে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ভর্তিচ্ছু সহস্রাধিক শিক্ষার্থীর জন্য আবাসন ও খাবারের ব্যবস্থা করেছে ছাত্রদল

নাশকতা মামলায় যুবলীগ নেতা সুজন গ্রেপ্তার

আপডেট সময় ০৯:২৮:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

সুনামগঞ্জের তাহিরপুরে পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ নেতা গোলাম কাদির সুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (২২ এপ্রিল) রাত ১০টায় সদর ইউনিয়নের জয়নগর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সুজন তাহিরপুর উপজেলা যুবলীগ নেতা ও সুনামগঞ্জ জেলা মৎস্যজীবী লীগ সদস্য। সে উপজেলার সদর ইউনিয়নের জয়নগর গ্রামের কালা মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৬ ডিসেম্বর রাতে উপজেলা ছাত্রলীগ সভাপতিসহ কয়েকজনের নামে দায়ের নাশকতার মামলার তালিকাভুক্ত আসামি গোলাম কাদির সুজনকে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। তাছাড়া ঘটনাস্থলে সুজনের উপস্থিতি ও সম্পৃক্ততার প্রমাণ রয়েছে পুলিশের কাছে।

তাহিরপুর থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, নাশকতা মামলার তালিকাভুক্ত আসামি সুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালে তাকে জেলহাজতে পাঠানো হবে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেপ্তারে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।