ঢাকা ০৬:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নাফ নদীতে আরাকান আর্মির গুলিতে আহত ২ জেলে Logo ঈদে ২০০ টাকা অতিরিক্ত ভাড়া দাবি বাস মালিকদের Logo আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত: ইসি সচিব Logo অবশেষে চলতি মাসেই ব্রাজিলের দায়িত্ব নিচ্ছেন আনচেলত্তি Logo এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণ, দ্রুত বিচার দাবি Logo লক্ষ্মীপুরে ১২ দেশের বিদেশি মুদ্রা উদ্ধার, মানি লন্ডারিংয়ের অভিযোগে আটক ২ Logo “মুন্সীগঞ্জ ছাত্র আন্দোলন হত্যাকাণ্ড সহ ১৪ মামলার আসামী চাক্কু মিলন গ্রেফতার” Logo পাবনায় নার্সিং শিক্ষার্থীদের ১ দফা দাবি এবং আন্তর্জাতিক নার্সেস দিবস বয়কটের ডাক Logo রাজপথের চাপে কোনো বিচার করা সম্ভব নয়: চিফ প্রসিকিউটর Logo র‍্যাব পুনর্গঠনে কমিটি গঠন করা হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

জামায়াত প্রার্থীর উপর বিএনপির হামলা, নির্বাচন নিয়ে জনমনে আতঙ্ক

জামায়াত প্রার্থীর উপর বিএনপির হামলা, নির্বাচন নিয়ে জনমনে আতঙ্ক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ঢাকা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ তৌফিক হাসান এবং তার সঙ্গে থাকা জামায়াত নেতাকর্মীদের ওপর বিএনপি নেতাকর্মীরা অতর্কিত সন্ত্রাসী হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় নির্বাচনী এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং সাধারণ ভোটারদের মধ্যে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিয়ে গভীর উদ্বেগ ও প্রশ্ন দেখা দিয়েছে।

জানাযায়, গত ১৫ এপ্রিল মঙ্গলবার বাদ আছর কেন্দ্র ঘোষিত গণসংযোগ পক্ষের কর্মসূচিতে অংশগ্রহণের জন্য ঢাকা-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ তৌফিক হাসান তার গাড়ি বহরসহ আক্সাইল থেকে বেলনা বাজারে পৌঁছলে স্থানীয় বিএনপির একদল সন্ত্রাসী তার গাড়ি বহরে হামলা চালায়।

অতর্কিত হামলায় ৩ জামায়াত কর্মী আহত হন। এদের মধ্যে ১ জনের অবস্থা গুরুতর।

হামলার ঘটনায় ইঞ্জিনিয়ার মোঃ তৌফিক হাসান এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশে আল্লাহর প্রদত্ত আইন প্রতিষ্ঠার মাধ্যমে সাধারণ জনগনকে জুলুম নির্যাতন ও রাজনৈতিক শোষণের হাত থেকে রক্ষায় আন্দোলন চালিয়ে যাচ্ছে। তাই ফ্যাসিবাদী গোষ্ঠীরা নানান অজুহাতে আমাদের এই দ্বীনের কাজ কে হামলা মামলা ও হত্যার মাধ্যমে বন্ধ করে দিতে চায়। এটা আমাদের জন্য নতুন কোন ঘটনা নয়। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তবে এই ঘটনায় পদক্ষেপ নেয়ার জন্য কেন্দ্রে অভিহিত করেছি বাকি বিচার আল্লাহর কাছে ছেড়ে দিলাম। তিনিই উত্তম বিচারক।

এই ঘটনায় এক যৌথ বিবৃতিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা জেলা শাখার আমীর মাওলানা দেলোয়ার হোসাইন এবং সেক্রেটারি অধ্যক্ষ আফজাল হোসাইন।

ইঞ্জিনিয়ার মোহাম্মদ তৌফিক হাসান আরো বলেন, হযরতপুর ইউনিয়নের জামায়াত কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে জামায়াত ছেড়ে দেয়ার জন্য হুমকি প্রদান করা হয়েছে। বিশেষ করে হযরতপুর ইউনিয়ন বিএনপির একজন শীর্ষ নেতা হযরতপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোয়াজ্জেম হোসেনকে তার বাড়ি থেকে ডেকে এনে হুমকি দিয়ে জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দেওয়ার জন্য চাপ প্রদান করেছেন। যা অগ্রহণযোগ্য ও অগণতান্ত্রিক।

তিনি আরো বলেন, স্থানীয় বিএনপির এ সমস্ত কর্মকান্ড আমাদেরকে ফ্যাসিবাদের কথাই স্মরণ করিয়ে দেয়। জেলা জামায়াত নেতৃদ্বয় স্থানীয় বিএনপির সন্ত্রাসীদের এমন ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং হামলার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

 

জনপ্রিয় সংবাদ

নাফ নদীতে আরাকান আর্মির গুলিতে আহত ২ জেলে

জামায়াত প্রার্থীর উপর বিএনপির হামলা, নির্বাচন নিয়ে জনমনে আতঙ্ক

আপডেট সময় ০৭:২০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ঢাকা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ তৌফিক হাসান এবং তার সঙ্গে থাকা জামায়াত নেতাকর্মীদের ওপর বিএনপি নেতাকর্মীরা অতর্কিত সন্ত্রাসী হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় নির্বাচনী এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং সাধারণ ভোটারদের মধ্যে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিয়ে গভীর উদ্বেগ ও প্রশ্ন দেখা দিয়েছে।

জানাযায়, গত ১৫ এপ্রিল মঙ্গলবার বাদ আছর কেন্দ্র ঘোষিত গণসংযোগ পক্ষের কর্মসূচিতে অংশগ্রহণের জন্য ঢাকা-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ তৌফিক হাসান তার গাড়ি বহরসহ আক্সাইল থেকে বেলনা বাজারে পৌঁছলে স্থানীয় বিএনপির একদল সন্ত্রাসী তার গাড়ি বহরে হামলা চালায়।

অতর্কিত হামলায় ৩ জামায়াত কর্মী আহত হন। এদের মধ্যে ১ জনের অবস্থা গুরুতর।

হামলার ঘটনায় ইঞ্জিনিয়ার মোঃ তৌফিক হাসান এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশে আল্লাহর প্রদত্ত আইন প্রতিষ্ঠার মাধ্যমে সাধারণ জনগনকে জুলুম নির্যাতন ও রাজনৈতিক শোষণের হাত থেকে রক্ষায় আন্দোলন চালিয়ে যাচ্ছে। তাই ফ্যাসিবাদী গোষ্ঠীরা নানান অজুহাতে আমাদের এই দ্বীনের কাজ কে হামলা মামলা ও হত্যার মাধ্যমে বন্ধ করে দিতে চায়। এটা আমাদের জন্য নতুন কোন ঘটনা নয়। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তবে এই ঘটনায় পদক্ষেপ নেয়ার জন্য কেন্দ্রে অভিহিত করেছি বাকি বিচার আল্লাহর কাছে ছেড়ে দিলাম। তিনিই উত্তম বিচারক।

এই ঘটনায় এক যৌথ বিবৃতিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা জেলা শাখার আমীর মাওলানা দেলোয়ার হোসাইন এবং সেক্রেটারি অধ্যক্ষ আফজাল হোসাইন।

ইঞ্জিনিয়ার মোহাম্মদ তৌফিক হাসান আরো বলেন, হযরতপুর ইউনিয়নের জামায়াত কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে জামায়াত ছেড়ে দেয়ার জন্য হুমকি প্রদান করা হয়েছে। বিশেষ করে হযরতপুর ইউনিয়ন বিএনপির একজন শীর্ষ নেতা হযরতপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোয়াজ্জেম হোসেনকে তার বাড়ি থেকে ডেকে এনে হুমকি দিয়ে জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দেওয়ার জন্য চাপ প্রদান করেছেন। যা অগ্রহণযোগ্য ও অগণতান্ত্রিক।

তিনি আরো বলেন, স্থানীয় বিএনপির এ সমস্ত কর্মকান্ড আমাদেরকে ফ্যাসিবাদের কথাই স্মরণ করিয়ে দেয়। জেলা জামায়াত নেতৃদ্বয় স্থানীয় বিএনপির সন্ত্রাসীদের এমন ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং হামলার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।