রাজধানীর বনশ্রী এলাকায় মো. আনোয়ার নামের এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ২০০ ভরি স্বর্ণালংকার ছিনতাই হয়েছে বলে অভিযোগ করে ভুক্তভুগি।
রোববার রাতে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, দোকান থেকে বাসায় ফেরার পথে তার ওপর হামলা হয়।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ বলেন, ওই ব্যবসায়ীর দোকান বনশ্রী ডি ব্লকে। প্রতিদিন তিনি দোকান থেকে রাতে বাসায় ফেরেন। রোববার বাসায় যাওয়ার সময় তাকে তিনটি মোটরসাইকেলে করে আসা ছিনতাইকারীরা ঘিরে ধরে। এ সময় তার কাছে থাকা স্বর্ণালংকার লুট করা হয়।
তিনি আরও বলেন, মো. আনোয়ারকে লক্ষ্য করে ছিনতাইকারীরা গুলি ছোড়ে এবং ছুরিকাঘাত করে। তার শরীরে গুলি ও কোপের চিহ্ন রয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক বা চিহ্নিত করা যায়নি। তবে পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থলে গিয়ে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে। ছিনতাইকারীদের শনাক্ত করে তাদের দ্রুত গ্রেপ্তারের জন্য কাজ করছে পুলিশ।
রামপুর থানা-পুলিশ সূত্র জানিয়েছে, হামলা ও ছিনতাইয়ের ঘটনা ভুক্তভোগীর বাসার সামনেই ঘটেছে। ওই ব্যবসায়ী পুলিশের কাছে দাবি করেছেন, ছিনতাইকারীরা তার কাছ থেকে ‘২০০ ভরি স্বর্ণালংকার’ ছিনিয়ে নিয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানিয়েছে, আহত অবস্থায় মো. আনোয়ারকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে তার চিকিৎসা চলছে। আনোয়ারের শরীরে চারটি গুলি লেগেছে।