চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পিএবি সড়কের পাশ থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী এক অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ মার্চ) সকাল ১০টার দিকে আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের ঝিওরী এলাকা থেকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ এই নারীর লাশ উদ্ধার করে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বিষয়টি জানিয়েছেন।
পুলিশ জানায়, আনোয়ারা বাঁশখালী পিএবি সড়কের পাশে নারীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে আনুমানিক ৩৫ বছর বয়সী এই নারীর লাশ উদ্ধার করে।
পুলিশের ধারণা, রাতে কেউ এই নারীকে হত্যা করে লাশ রাস্তার পাশে ফেলে দিয়ে গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। ওসি মো. মনির হোসেন বলেন, “লাশের পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে। এই ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।”