ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মোহাম্মদপুরে বিএনপির দুই নেতা বহিষ্কার Logo সুপার ফোরে উঠতে পারে বাংলাদেশ, আশাবাদী শোয়েব মালিক Logo চিরনিদ্রায় শায়িত জাবি শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস Logo বিশ্ববিদ্যালয় নির্বাচন জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না: দুলু Logo জাকসু: অব্যবস্থাপনা ও ফলাফল প্রকাশে বিলম্বের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ Logo লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি, সরে দাঁড়ালেন জাকসু নির্বাচন কমিশনার Logo অবশেষে নেপালের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন সুশীলা কার্কি, রাতেই শপথ Logo চাঁদা না দেওয়ায় ইমামকে হত্যাচেষ্টা, থানায় অভিযোগ Logo ম্যানুয়াল পদ্ধতিতেই চলবে ভোট গণনা, ফলাফল আজকের মধ্যেই Logo জামায়াতে যোগ দিলেন বিএনপি ও জাতীয় পার্টির ৫০ নেতাকর্মী

ময়মনসিংহে যৌথ তল্লাশি: বাস থেকে মাথার খুলি-হাড় উদ্ধার, গ্রেপ্তার ৩

ময়মনসিংহে যৌথ তল্লাশি: বাস থেকে মাথার খুলি-হাড় উদ্ধার, গ্রেপ্তার ৩

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার হবিরবাড়ী সিডস্টোর বাজার এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ তল্লাশিতে যাত্রীবাহী বাসে একটি ব্যাগের ভিতরে থাকা মানুষের মাথার খুলি ও বিভিন্ন হাড় উদ্ধার করা হয়েছে। এ সময় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, ময়মনসিংহ সদরের চরকালিবাড়ী এলাকার মো. সাইফুল (৪৫), সুতিয়াখালী গ্রামের ফারুক হোসেন ওরফে শাহিন (৪৮) ও শেরপুরের শ্রীবর্দী উপজেলার মাটিয়াকুড়া গ্রামের আলমগীর হোসেন (২৪)।

সোমবার (২১ এপ্রিল) দুপুরে ভালুকার ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রবিবার (২০ এপ্রিল) দিবাগত রাতে শেরপুর থেকে ঢাকাগামী একটি বাসে নিয়মিত তল্লাশি চালায় পুলিশ ও সেনাবাহিনীর টিম। ওই বাসে তিনজনের সঙ্গে থাকা একটি ব্যাগে তল্লাশি করে মাথার খুলি ও হাড় উদ্ধার করা হয়। মানবদেহের তিনটি মাথার খুলি, ২৮টি হাড় এবং প্রায় ৫০টি হাড়ের টুকরো উদ্ধার করা হয়। তল্লাশি কার্যক্রমের সময় তাদের তিন জনকে আটক করা হয় এবং বাসটি জব্দ করা হয়।

এ বিষয়ে ওসি আরো জানান, তিনজন শেরপুর থেকে এ সব হাড় ও খুলি ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা কঙ্কাল পাচারকারী চক্রের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে ভরাডোবা হাইওয়ে থানায় মামলা করা হয়েছে। তাদের আদালতে পাঠানোসহ যথাযথ আইনানুগ পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মোহাম্মদপুরে বিএনপির দুই নেতা বহিষ্কার

ময়মনসিংহে যৌথ তল্লাশি: বাস থেকে মাথার খুলি-হাড় উদ্ধার, গ্রেপ্তার ৩

আপডেট সময় ০৮:১৫:১৫ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার হবিরবাড়ী সিডস্টোর বাজার এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ তল্লাশিতে যাত্রীবাহী বাসে একটি ব্যাগের ভিতরে থাকা মানুষের মাথার খুলি ও বিভিন্ন হাড় উদ্ধার করা হয়েছে। এ সময় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, ময়মনসিংহ সদরের চরকালিবাড়ী এলাকার মো. সাইফুল (৪৫), সুতিয়াখালী গ্রামের ফারুক হোসেন ওরফে শাহিন (৪৮) ও শেরপুরের শ্রীবর্দী উপজেলার মাটিয়াকুড়া গ্রামের আলমগীর হোসেন (২৪)।

সোমবার (২১ এপ্রিল) দুপুরে ভালুকার ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রবিবার (২০ এপ্রিল) দিবাগত রাতে শেরপুর থেকে ঢাকাগামী একটি বাসে নিয়মিত তল্লাশি চালায় পুলিশ ও সেনাবাহিনীর টিম। ওই বাসে তিনজনের সঙ্গে থাকা একটি ব্যাগে তল্লাশি করে মাথার খুলি ও হাড় উদ্ধার করা হয়। মানবদেহের তিনটি মাথার খুলি, ২৮টি হাড় এবং প্রায় ৫০টি হাড়ের টুকরো উদ্ধার করা হয়। তল্লাশি কার্যক্রমের সময় তাদের তিন জনকে আটক করা হয় এবং বাসটি জব্দ করা হয়।

এ বিষয়ে ওসি আরো জানান, তিনজন শেরপুর থেকে এ সব হাড় ও খুলি ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা কঙ্কাল পাচারকারী চক্রের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে ভরাডোবা হাইওয়ে থানায় মামলা করা হয়েছে। তাদের আদালতে পাঠানোসহ যথাযথ আইনানুগ পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।