রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ি চেকপোস্টে ট্রাক-অ্যাম্বুল্যান্স মুখোমুখি সংঘর্ষে রোগী ও চালকসহ তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ সোমবার (৩ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে রাজাবাড়ি যুব উন্নয়ন প্রশিক্ষণকেন্দ্রের সামনে রাজশাহী-চাঁপাই মহাসড়কে রাজাবাড়ি চেকপোস্টের কাছে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ট্রাক-অ্যাম্বুল্যান্স মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন মারা যান এবং গুরুতর আহত হন চারজন। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন— হোসেনীগঞ্জ বলিয়া এলাকার মৃত আব্দুল মাসুদের ছেলে অ্যাম্বুল্যান্সচালক জাফর ইকবাল, ঠাকুরযৌবনপাড়ার মুনির স্ত্রী সুন্দরী (৬০), একই এলাকার আদরি। আহতরা হলেন- সুমি রানী (৪০), সুভেন (৪২), ওয়াসিম (৩৫)।
গোদাগাড়ী থানার ওসি রুহুল আমিন বলেন, ‘আজ সোমবার ভোরের দিকে অ্যাম্বুল্যান্সটি অসুস্থ সুন্দরীকে নিয়ে গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে যাচ্ছিল।
পথে রাজাবাড়ী চেকপোস্ট ও যুব উন্নয়ন প্রশিক্ষণকেন্দ্রের সামনে পৌঁছলে ট্রাকের সঙ্গে অ্যাম্বুল্যান্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত এবং চারজন আহত হন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।’
তিনি আরো বলেন, ‘চালক ট্রাকটি নিয়ে পালিয়ে গেছে। ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হবে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে স্থানান্তর করা হবে।’