ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তাসহ সকলে অস্থায়ী শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা ও উপ-উপাচার্য অধ্যাপক ড. গৌর গোবিন্দ গোস্বামী নেতৃত্বে একটি ফুলের ডালি দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।ভাষা শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সবাই কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
এছাড়া, বাংলা বিভাগ ও অফিস অব স্টুডেন্ট অ্যাফেয়ার্স পক্ষ থেকে আলাদা আলাদা ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।
বাংলা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে ভাষা শহিদদের স্মরণে একটি দেয়ালিকা প্রদর্শিত হয়। মাতৃভাষা বাংলার মর্যাদা সমুন্নত রাখতে ও ভাষা শহিদদের সর্বোচ্চ আত্মত্যাগকে মর্যাদা দেয়ার আহবান জানান অতিথিরা।