ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আগামী সপ্তাহের মধ্যে গাজায় যুদ্ধবিরতি চুক্তি হতে পারে: ট্রাম্প Logo ঢাবিতে দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু, বিপ্লবী ছাত্র পরিষদের শোক Logo দৈনিক জীবনকথা পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণিল আয়োজনে উদযাপন Logo ঢাকায় এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার Logo বাঁশখালীতে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন Logo আগে বিচার, তারপর নির্বাচন -নাহিদ ইসলাম Logo কলেজছাত্রীকে যৌন নিপীড়নের মামলায় ‘মুনিরীয়া যুব তাবলীগ’ নেতা আটক Logo যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্যায় নিহত ২৪,নিখোঁজ আরো ২৫ শিশু Logo ভুল পেরিয়ে ঢাবিতে সিরাজগঞ্জের মাহফুজ Logo ৫ জুলাই২০২৪: ছুটির দিনেও উত্তাল ছিল সমগ্র দেশ

চাঁদপুরে বৈষম্যবিরোধী কমিটির ২১৩ সদস্যের মধ্যে ১৭০ জনেরই পদত্যাগ

  • মোশারফ হোসেন
  • আপডেট সময় ০৩:৩৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
  • 105

চাঁদপুরে বৈষম্যবিরোধী কমিটির ২১৩ সদস্যের মধ্যে ১৭০ জনেরই পদত্যাগ

চাঁদপুর জেলায় ২১৩ সদস্যবিশিষ্ট একটি কমিটি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বুধবার বিকেলে এই কমিটি ঘোষণা করে কেন্দ্র। তবে রাতে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন কমিটিতে থাকা ১৭০ সদস্য।

তাদের অভিযোগ, জুলাই আন্দোলনকারীদের অবমূল্যায়ন ও কমিটি ঘোষণায় অনিয়ম হয়েছে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন রাখেন মুজাহিদ, সাকিব এবং শাহাদাত। তারা সবাই ওই কমিটিতে পদ পেয়েছিলেন।

তারা বলেন, কোনো ধরনের যোগাযোগ ছাড়াই কেন্দ্র ২১৩ সদস্যবিশিষ্ট একটি কমিটি ঘোষণা করে। যেখানে জুলাই বিপ্লবে চাঁদপুরে যারা আন্দোলন সংগ্রামে ছিল।

তাদের মতামতকে উপেক্ষা করা হয়েছে। শুধু তাই নয়, এমন অনেকের নাম তালিকায় এসেছে। যাদেরকে অনেকেই চেনে না এবং তাদের সম্পর্কে জানে না। তাদের নাম কি করে আসল? এমন প্রশ্ন রাখেন বক্তারা।
এসব বিষয়ে কেন্দ্রের কাছে ব্যাখ্যা চাওয়া হলেও তারা সঠিক জবাব দিতে পারেননি বলেও অভিযোগ করেছেন সংবাদ সম্মেলনে উপস্থিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তাই গঠন করা কমিটি বিলুপ্ত ঘোষণা করে সবার মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠনের দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে ঘোষিত কমিটির যুগ্ম আহ্বায়ক মুজাহিদ শিহাব বলেন, ‘কমিটির বেশিরভাগই জানে না কেন তাদের নাম রাখা হয়েছে। বর্তমান কমিটি লবিংয়ের মাধ্যমে অথবা অন্য কোনোভাবে দেওয়া হয়েছে। আন্দোলনকারীদের মতামতকে সম্পূর্ণভাবে অবজ্ঞা করা হয়েছে।

এই কমিটিতে স্থান পাওয়া বেশিরভাগই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্পিরিটকে ধারণ করে না। এ কমিটিকে বয়কট ঘোষণা করলাম। বুধবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২১৩ সদস্য বিশিষ্ট চাঁদপুর কমিটি ঘোষণা করা হয়। কমিটির আহ্বায়ক করা হয় সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাদিম পাটওয়ারীকে। এ ছাড়া চাঁদপুর সরকারি কলেজের রাকিব ভূঁইয়াকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়। যুগ্ম আহ্বায়ক পদে রাখা হয় ২৩ জনকে।

জনপ্রিয় সংবাদ

আগামী সপ্তাহের মধ্যে গাজায় যুদ্ধবিরতি চুক্তি হতে পারে: ট্রাম্প

চাঁদপুরে বৈষম্যবিরোধী কমিটির ২১৩ সদস্যের মধ্যে ১৭০ জনেরই পদত্যাগ

আপডেট সময় ০৩:৩৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫

চাঁদপুর জেলায় ২১৩ সদস্যবিশিষ্ট একটি কমিটি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বুধবার বিকেলে এই কমিটি ঘোষণা করে কেন্দ্র। তবে রাতে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন কমিটিতে থাকা ১৭০ সদস্য।

তাদের অভিযোগ, জুলাই আন্দোলনকারীদের অবমূল্যায়ন ও কমিটি ঘোষণায় অনিয়ম হয়েছে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন রাখেন মুজাহিদ, সাকিব এবং শাহাদাত। তারা সবাই ওই কমিটিতে পদ পেয়েছিলেন।

তারা বলেন, কোনো ধরনের যোগাযোগ ছাড়াই কেন্দ্র ২১৩ সদস্যবিশিষ্ট একটি কমিটি ঘোষণা করে। যেখানে জুলাই বিপ্লবে চাঁদপুরে যারা আন্দোলন সংগ্রামে ছিল।

তাদের মতামতকে উপেক্ষা করা হয়েছে। শুধু তাই নয়, এমন অনেকের নাম তালিকায় এসেছে। যাদেরকে অনেকেই চেনে না এবং তাদের সম্পর্কে জানে না। তাদের নাম কি করে আসল? এমন প্রশ্ন রাখেন বক্তারা।
এসব বিষয়ে কেন্দ্রের কাছে ব্যাখ্যা চাওয়া হলেও তারা সঠিক জবাব দিতে পারেননি বলেও অভিযোগ করেছেন সংবাদ সম্মেলনে উপস্থিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তাই গঠন করা কমিটি বিলুপ্ত ঘোষণা করে সবার মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠনের দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে ঘোষিত কমিটির যুগ্ম আহ্বায়ক মুজাহিদ শিহাব বলেন, ‘কমিটির বেশিরভাগই জানে না কেন তাদের নাম রাখা হয়েছে। বর্তমান কমিটি লবিংয়ের মাধ্যমে অথবা অন্য কোনোভাবে দেওয়া হয়েছে। আন্দোলনকারীদের মতামতকে সম্পূর্ণভাবে অবজ্ঞা করা হয়েছে।

এই কমিটিতে স্থান পাওয়া বেশিরভাগই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্পিরিটকে ধারণ করে না। এ কমিটিকে বয়কট ঘোষণা করলাম। বুধবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২১৩ সদস্য বিশিষ্ট চাঁদপুর কমিটি ঘোষণা করা হয়। কমিটির আহ্বায়ক করা হয় সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাদিম পাটওয়ারীকে। এ ছাড়া চাঁদপুর সরকারি কলেজের রাকিব ভূঁইয়াকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়। যুগ্ম আহ্বায়ক পদে রাখা হয় ২৩ জনকে।