ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo উত্তরা ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস ২০২৫ পালিত Logo পাবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo একুশে বইমেলায় আহমেদ বায়েজীদের ‘মহাকাশে দুঃস্বপ্ন’ Logo ১ মার্চ রোজা হলে ৩৩ বছর পর দেখা মিলবে ‘বিরল’ দিনের Logo এনবিআরের আইভাসে নতুন ১৭২৩ প্রতিষ্ঠানের নিবন্ধন Logo মাছ-মুরগি-চালের দাম কিছুটা কমেছে, কাটেনি সয়াবিন তেল সংকট Logo শহীদ মিনারে বিএনপি নেতার হামলার শিকার কালবেলার সাংবাদিক Logo নিষিদ্ধ ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক হলেন ছাত্রদলের সভাপতি Logo নিষিদ্ধ ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক হলেন ছাত্রদলের সভাপতি Logo ছাত্রদলের ইতিবাচক রাজনীতিকে বিতর্কিত করার হীনচেষ্টা চলছে-রাকিব

ঝিনাইদহে টাকা হারানোয় শিক্ষার্থীদের চালপড়া খাওয়ালেন শিক্ষিকা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:২০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
  • 52

ঝিনাইদহের সদরের পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকার ব্যাগ থেকে টাকা হারানোর ঘটনায় শিক্ষার্থীদের চালপড়া খাওয়ানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে সমালোচনা শুরু হয়েছে।

গত সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে বিদ্যালয়ের শিক্ষিকা ইমরানা খাতুন তৃপ্তি শিক্ষার্থীদের চালপড়া খাওয়ান।

জানা যায়, সোমবার দুপুরে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ইমরানা খাতুন তৃপ্তির ব্যাগ থেকে দুই হাজার টাকা হারিয়ে যায়। তিনি বিদ্যালয়ের বিভিন্ন জায়াগায় টাকা খুঁজতে থাকেন। পরে টাকা না পেয়ে তিনি কোনো এক কবিরাজের কাছ থেকে চালপড়া এনেছেন বলে শিক্ষার্থীদের খাওয়ান।

বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কয়েকজন শিক্ষার্থী বলেন, ওই শিক্ষিকা তাদের বলেন, তার ব্যাগ থেকে কে টাকা নিয়েছে? তিনি চুরির বিষয়টি স্বীকার করার জন্য চাপ সৃষ্টি করেন। শিক্ষার্থীরা জানায়, এর কিছুক্ষণ পর ম্যাডাম এসে আমাদের বলে, কবিরাজের কাছ থেকে চালপড়া নিয়ে এসেছি এগুলো সবাই খাও। তাহলে কে টাকা নিয়েছে বেরিয়ে আসবে। তিনি জোর করে আমাদের চাল খাওয়ান।

স্থানীয় বাসিন্দা বলেন, সোমবার ওই বিদ্যালয়ের শিক্ষিকার টাকা হারিয়ে গেলে শিক্ষিকা কোথা থেকে চালপড়া নিয়ে এসে শিক্ষার্থীদের জোরপূর্বক খাইয়ে দেয়, এতে স্কুলের শিক্ষার্থীরা অনেক নার্ভাস হয়ে যায়। পরে ঘটনাটি জানাজানি হলে অভিভাবকরা স্কুলে গেলে ওই শিক্ষিকাকে আর পাওয়া যায়নি।

শিক্ষিকা ইমরানা খাতুন তৃপ্তি বলেন, আমার টাকা চুরি হয়েছে। অন্য সহকর্মীদের পরামর্শে শিক্ষার্থীদের চাল খাওয়ানো হয়েছে। তবে চাল কবিরাজের পড়া চাল ছিল না। এটা নিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ফজিলা পারভীনের নিকট মোবাইলে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

ঝিনাইদহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনন্দ কিশোর সাহা বলেন, বিষয়টি আমি জানতে পেরেছি। ইতোমধ্যে আমি সংশ্লিষ্ট ক্লাস্টারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হামিদুল ইসলামকে বিষয়টি খতিয়ে দেখার জন্য বলেছি। তদন্ত প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

জনপ্রিয় সংবাদ

উত্তরা ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস ২০২৫ পালিত

ঝিনাইদহে টাকা হারানোয় শিক্ষার্থীদের চালপড়া খাওয়ালেন শিক্ষিকা

আপডেট সময় ০৩:২০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫

ঝিনাইদহের সদরের পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকার ব্যাগ থেকে টাকা হারানোর ঘটনায় শিক্ষার্থীদের চালপড়া খাওয়ানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে সমালোচনা শুরু হয়েছে।

গত সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে বিদ্যালয়ের শিক্ষিকা ইমরানা খাতুন তৃপ্তি শিক্ষার্থীদের চালপড়া খাওয়ান।

জানা যায়, সোমবার দুপুরে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ইমরানা খাতুন তৃপ্তির ব্যাগ থেকে দুই হাজার টাকা হারিয়ে যায়। তিনি বিদ্যালয়ের বিভিন্ন জায়াগায় টাকা খুঁজতে থাকেন। পরে টাকা না পেয়ে তিনি কোনো এক কবিরাজের কাছ থেকে চালপড়া এনেছেন বলে শিক্ষার্থীদের খাওয়ান।

বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কয়েকজন শিক্ষার্থী বলেন, ওই শিক্ষিকা তাদের বলেন, তার ব্যাগ থেকে কে টাকা নিয়েছে? তিনি চুরির বিষয়টি স্বীকার করার জন্য চাপ সৃষ্টি করেন। শিক্ষার্থীরা জানায়, এর কিছুক্ষণ পর ম্যাডাম এসে আমাদের বলে, কবিরাজের কাছ থেকে চালপড়া নিয়ে এসেছি এগুলো সবাই খাও। তাহলে কে টাকা নিয়েছে বেরিয়ে আসবে। তিনি জোর করে আমাদের চাল খাওয়ান।

স্থানীয় বাসিন্দা বলেন, সোমবার ওই বিদ্যালয়ের শিক্ষিকার টাকা হারিয়ে গেলে শিক্ষিকা কোথা থেকে চালপড়া নিয়ে এসে শিক্ষার্থীদের জোরপূর্বক খাইয়ে দেয়, এতে স্কুলের শিক্ষার্থীরা অনেক নার্ভাস হয়ে যায়। পরে ঘটনাটি জানাজানি হলে অভিভাবকরা স্কুলে গেলে ওই শিক্ষিকাকে আর পাওয়া যায়নি।

শিক্ষিকা ইমরানা খাতুন তৃপ্তি বলেন, আমার টাকা চুরি হয়েছে। অন্য সহকর্মীদের পরামর্শে শিক্ষার্থীদের চাল খাওয়ানো হয়েছে। তবে চাল কবিরাজের পড়া চাল ছিল না। এটা নিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ফজিলা পারভীনের নিকট মোবাইলে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

ঝিনাইদহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনন্দ কিশোর সাহা বলেন, বিষয়টি আমি জানতে পেরেছি। ইতোমধ্যে আমি সংশ্লিষ্ট ক্লাস্টারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হামিদুল ইসলামকে বিষয়টি খতিয়ে দেখার জন্য বলেছি। তদন্ত প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।