দুবাইয়ের পিচের কথা মাথায় রেখে তিনজন পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে লড়াইয়ে টাইগার দলে আছেন তিন স্পিনার। চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরুর ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নাজমুল হোসেন শান্ত।
বাংলাদেশ সময় বিকাল ৩টায় গড়াবে পঞ্চাশ ওভারের লড়াই। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম থেকে সরাসরি খেলাটি দেখাবে নাগরিক টিভি, টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১।
তাসকিন আহমেদের সঙ্গে বোলিং ইউনিটে আছেন মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব। স্পিন অলরাউন্ডার হিসেবে খেলছেন মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন। ওপেনিংয়ে তানজিদ তামিমের সঙ্গী হবেন সৌম্য সরকার।
এ গ্রুপে পাকিস্তান গতকাল হেরেছে নিউজিল্যান্ডের বিপক্ষে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ডের মাঝে দুটি দল যাবে শেষ চারে।
বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।