ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ঢাবিতে ছাত্রদলও বৈষম্যবিরোধীর পাল্টাপাল্টি অবস্থান

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল এবং সমাবেশ কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদল।

জানা যায়, প্রথমে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এর পরপরই বিক্ষোভ সমাবেশের ডাক দেয় বাংলাদেশ ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা। ফলে ওই সময়টাতে চাপা উত্তেজনা বিরাজ করে দু’পক্ষের মধ্যে।

মঙ্গলবার রাত সাড়ে ৮টটার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নিয়েছে বৈষম্যবিরোধীরা। অপরদিকে টিএসসির সামনে অবস্থিত ডাচ চত্ত্বরে বিক্ষোভ করেছে ঢাবি ছাত্রদলের নেতাকর্মীরা। যদিও এ সময়ের মধ্যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

মঙ্গলবার দুপুরে কুয়েট ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অর্ধশত শিক্ষার্থী আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঢাবিতে ছাত্রদলও বৈষম্যবিরোধীর পাল্টাপাল্টি অবস্থান

আপডেট সময় ০৮:৫৬:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল এবং সমাবেশ কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদল।

জানা যায়, প্রথমে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এর পরপরই বিক্ষোভ সমাবেশের ডাক দেয় বাংলাদেশ ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা। ফলে ওই সময়টাতে চাপা উত্তেজনা বিরাজ করে দু’পক্ষের মধ্যে।

মঙ্গলবার রাত সাড়ে ৮টটার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নিয়েছে বৈষম্যবিরোধীরা। অপরদিকে টিএসসির সামনে অবস্থিত ডাচ চত্ত্বরে বিক্ষোভ করেছে ঢাবি ছাত্রদলের নেতাকর্মীরা। যদিও এ সময়ের মধ্যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

মঙ্গলবার দুপুরে কুয়েট ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অর্ধশত শিক্ষার্থী আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হয়েছে।