বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল তিনটায় জেলা জামায়াতের আয়োজনে মেঘনীতলা বাজারে এ কর্মসূচি শুরু হয়।সমাবেশ শেষে দলীয় নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে দশানী মোড়ে এসে কর্মসূচি সমাপ্ত করেন। এতে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীসহ প্রায় অর্ধ লক্ষ জামায়াত নেতাকর্মী অংশ নেন।
জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও খুলনা অঞ্চল টিমের অন্যতম নেতা অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান।
সমাবেশে অধ্যক্ষ মশিউর রহমান খান বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার জামায়াতকে নেতৃত্বশূন্য করতে ষড়যন্ত্রমূলক মামলায় শীর্ষ নেতাদের ফাঁসির দণ্ড কার্যকর করেছে। এটিএম আজহারুল ইসলাম সেই ষড়যন্ত্রের শিকার। অন্তর্বর্তী সরকারের ৬ মাস ১০ দিন অতিবাহিত হলেও তিনি এখনো মুক্তি পাননি, যা দেশবাসীর জন্য হতাশাজনক।
জেলা আমির মাওলানা রেজাউল করিম বলেন, ২০১২ সালে এটিএম আজহারুল ইসলামকে বানোয়াট মামলায় গ্রেফতার করে ১৪ বছর কারাবন্দি রাখা হয়েছে। ফ্যাসিবাদী শাসনামলে অনেকেই মুক্তি পেলেও তিনি মুক্তি পাননি। অবিলম্বে তার মুক্তি না দিলে জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ, জেলা সেক্রেটারি শেখ মুহাম্মদ ইউনুস, সহকারী সেক্রেটারি অধ্যাপক ইকবাল হোসাইন, মিজানুর রহমান মল্লিক, অ্যাডভোকেট মোস্তাইন বিল্লাহ জেলা যুব জামায়াতের সভাপতি শেখ মনজুরুল হক রাহাদ সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে বিশাল মিছিল মেঘনীতলা বাজার থেকে শুরু হয়ে দশানী মোড়, কোর্ট এলাকা, ভিআইপি মোড়, মিঠাপুকুর মোড় ও খানজাহান আলী সড়ক প্রদক্ষিণ করে দশানী ট্রাফিক মোড়ে এসে শেষ হয়। এ সময় এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে স্লোগানে মুখর হয়ে ওঠে রাজপথ।