বানিয়াচংয়ে গরীবের চাল কালো বাজারে বিক্রির অভিযোগে ডিলার এমদাদুল ইসলাম রকি (৩৪) কে আটক করেছে সেনাবাহিনী।
গতকাল সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে বানিয়াচং সদরের বড়বাজারে তাকে হাতে-নাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত তার ডিলারের লাইসেন্স বাতিল ও ১ লাখ টাকা জরিমানা করেন। সে বানিয়াচং উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক ও দাশপাড়া গ্রামের মোঃ নুরুল ইসলাম মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, বানিয়াচং উপজেলার ১নং ইউনিয়নের ওএমএসের চালের ডিলার এমদাদুল ইসলাম রকি বানিয়াচং বড়বাজার আইএফআইসি ব্যাংক সংলগ্ন একটি দোকানে ৩০ টাকা কেজি দরে বিক্রি করে আসছিলেন। গত ৩ দিন ধরে সে এ কার্যক্রম চালয়ে আসছিল। বিষয়টি জানতে পেরে সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল শামীম অভিযান চালিয়ে তাকে আটক করেন।
এ সময় ওএমএসের ৫০ কেজি ওজনের ০৫ পাঁচ বস্তা মোট ২৫০ কেজি চাল জব্দ করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম ভ্রাম্যমান আদালত বসিয়ে এমদাদুল ইসলাম রকিকে ১ লাখ টাকা জরিমানা করেন। পাশাপাশি ওএমএসের ডিলারের লাইসেন্স বাতিল ও তার জামানতের ২০ হাজার টাকা বাজেয়াপ্ত করেন তিনি।
বানিয়াচং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম বলেন, ‘ওএমএসের চাল খোলা বাজারে বিক্রির অভিযোগে সেনাবাহিনী তাকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে তার লাইসেন্স বাতিল করা হয়েছে এবং ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।