ঢাকা ০৩:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫, ৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

সাতক্ষীরা যুবলীগের মশাল মিছিল, প্রতিবাদে ছাত্রদের পাল্টা মিছিল

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৩১:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
  • 43

সাতক্ষীরা জেলা যুবলীগের মশাল মিছিলের প্রতিবাদে শ্যামনগর উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা পাল্টা মশাল মিছিল করেছেন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শ্যামনগরের আসিফ চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আসিফ চত্বরে এসে শেষ হয়। এই কর্মসূচির নেতৃত্ব দেন ছাত্র প্রতিনিধি মাহফুজুর রহমান, জান্নাতুল নাঈম ও শরীফুল ইসলাম।

ছাত্র নেতারা বলেন, সাতক্ষীরায় যুবলীগের মশাল মিছিলের প্রতিক্রিয়ায় তারা এই কর্মসূচি পালন করেছেন। তারা ফ্যাসিস্ট সরকারের অঙ্গ সংগঠনের বিরুদ্ধে প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

প্রসঙ্গত, রোববার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাতক্ষীরার বকচরা মোড়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ড. ইউনুসের পদত্যাগের দাবিতে মশাল মিছিল করে জেলা যুবলীগ। ওই কর্মসূচির প্রতিবাদ জানিয়ে পরদিন শ্যামনগরে পাল্টা মশাল মিছিলের আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা যুবলীগের মশাল মিছিল, প্রতিবাদে ছাত্রদের পাল্টা মিছিল

আপডেট সময় ০৯:৩১:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫

সাতক্ষীরা জেলা যুবলীগের মশাল মিছিলের প্রতিবাদে শ্যামনগর উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা পাল্টা মশাল মিছিল করেছেন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শ্যামনগরের আসিফ চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আসিফ চত্বরে এসে শেষ হয়। এই কর্মসূচির নেতৃত্ব দেন ছাত্র প্রতিনিধি মাহফুজুর রহমান, জান্নাতুল নাঈম ও শরীফুল ইসলাম।

ছাত্র নেতারা বলেন, সাতক্ষীরায় যুবলীগের মশাল মিছিলের প্রতিক্রিয়ায় তারা এই কর্মসূচি পালন করেছেন। তারা ফ্যাসিস্ট সরকারের অঙ্গ সংগঠনের বিরুদ্ধে প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

প্রসঙ্গত, রোববার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাতক্ষীরার বকচরা মোড়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ড. ইউনুসের পদত্যাগের দাবিতে মশাল মিছিল করে জেলা যুবলীগ। ওই কর্মসূচির প্রতিবাদ জানিয়ে পরদিন শ্যামনগরে পাল্টা মশাল মিছিলের আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।