নতুন দলের দায়িত্ব নেয়ার সম্ভাবনা আছে, এ সপ্তাহের শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে ওসমানী মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলন শেষে তিনি এ তথ্য জানান।
নাহিদ ইসলাম জানায়, রাজনৈতিক দল নিয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানোর আগেই অনুমানের উপর ভিত্তি করে তথ্য ছড়ানো উচিত হচ্ছে না।
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, ডিসি সম্মেলনে বিভিন্ন বিষয় উঠে এসেছে। এর মধ্যে একটি হলো বিভিন্ন প্রেস ক্লাবের গ্রুপিং। আমরা জানিয়েছি যে প্রেস কাউন্সিলের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। এ ছাড়া বিভিন্ন সময়ে ছড়ানো গুজব নিয়েও কথা হয়েছে।