ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo একাত্তরের স্বাধীনতার অর্জনকে পুনঃস্থাপন করার সংগ্রামিই চব্বিশ :মজিবুর রহমান মঞ্জু Logo নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া সংবিধান পরিবর্তন কঠিন : জোনায়েদ সাকি Logo রাষ্ট্রীয় সফরে চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা Logo সংস্কার ও বিচার ছাড়া ক্ষমতায় বসানোর চেষ্টা হলে জনগণ প্রতিরোধ করবে’-নাহিদ Logo সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের প্রয়োজন হলে সবাই এক হয়ে যাব: মির্জা আব্বাস Logo বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানিয়েছে গুগল Logo যমুনা সেতু থেকে ‘২৪ ঘণ্টায় দুই কোটি ৫৭ লাখ টাকার টোল আদায় Logo বিএনপির কার্যালয়ে কিশোর গ্যাংয়ের হামলা-ভাঙচুর- আহত ২ Logo শ্রদ্ধা-ভালোবাসায় বীর শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে জাতি Logo খাগড়াছড়িতে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ১৬ দোকান

‘বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব করতে ভারতকে তিস্তার ন্যায্য হিস্যা দিতে হবে’

বাংলাদেশের মানুষের সঙ্গে সত্যিকারের বন্ধুত্ব চাইলে ভারতকে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে লালমনিরহাটের কাউনিয়ায় তিস্তাপারে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, “তিস্তা রক্ষার আন্দোলন আমাদের জন্য বাঁচা-মরার লড়াই। জনগণ লড়াই-সংগ্রামের মাধ্যমেই তিস্তাকে রক্ষা করবে।”

এর আগে তিনি ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগান সামনে রেখে সমাবেশ উদ্বোধন করেন।
তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা মেগাপ্রকল্প অবিলম্বে বাস্তবায়নের দাবিতে ১৭ ও ১৮ ফেব্রুয়ারি তিস্তাপারে ৪৮ ঘণ্টা লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি।

উদ্বোধনকালে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে অন্তর্বর্তী সরকারকে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান বিএনপি মহাসচিব। জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠার স্বার্থে অবিলম্বে নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

সমাবেশে বিভিন্ন দলের নেতারা বলেন, সীমান্ত হত্যা বন্ধ করার পাশাপাশি পারস্পরিক সম্মান ও ন্যায্যতার ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে ভারতে সম্পর্ক গড়তে হবে। ভারতের আগ্রাসীনীতি জনগণ মেনে নেবে না বলেও মন্তব্য করেন তারা।

সোমবার সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ এসেছে এই সমাবেশে। একই দাবিতে তিস্তার বাংলাদেশ অংশে ১১৫ কিলোমিটার তিস্তার দুই পাশে ২৩০ কিলোমিটার অংশের ১১টি স্পটে একযোগে ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচি যোগ দিতে আসছে তিস্তা তীরবর্তীতে বসবাসরত মানুষজন। দাবি আদায় অংশ নেওয়া মানুষজনের রাত্রী যাপনের জন্য বানানো হয়েছে শত শত তাঁবু। ব্যবস্থা করা হয়েছে রাতের খাবার।

জনপ্রিয় সংবাদ

একাত্তরের স্বাধীনতার অর্জনকে পুনঃস্থাপন করার সংগ্রামিই চব্বিশ :মজিবুর রহমান মঞ্জু

‘বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব করতে ভারতকে তিস্তার ন্যায্য হিস্যা দিতে হবে’

আপডেট সময় ০৭:২৪:১৮ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫

বাংলাদেশের মানুষের সঙ্গে সত্যিকারের বন্ধুত্ব চাইলে ভারতকে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে লালমনিরহাটের কাউনিয়ায় তিস্তাপারে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, “তিস্তা রক্ষার আন্দোলন আমাদের জন্য বাঁচা-মরার লড়াই। জনগণ লড়াই-সংগ্রামের মাধ্যমেই তিস্তাকে রক্ষা করবে।”

এর আগে তিনি ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগান সামনে রেখে সমাবেশ উদ্বোধন করেন।
তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা মেগাপ্রকল্প অবিলম্বে বাস্তবায়নের দাবিতে ১৭ ও ১৮ ফেব্রুয়ারি তিস্তাপারে ৪৮ ঘণ্টা লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি।

উদ্বোধনকালে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে অন্তর্বর্তী সরকারকে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান বিএনপি মহাসচিব। জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠার স্বার্থে অবিলম্বে নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

সমাবেশে বিভিন্ন দলের নেতারা বলেন, সীমান্ত হত্যা বন্ধ করার পাশাপাশি পারস্পরিক সম্মান ও ন্যায্যতার ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে ভারতে সম্পর্ক গড়তে হবে। ভারতের আগ্রাসীনীতি জনগণ মেনে নেবে না বলেও মন্তব্য করেন তারা।

সোমবার সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ এসেছে এই সমাবেশে। একই দাবিতে তিস্তার বাংলাদেশ অংশে ১১৫ কিলোমিটার তিস্তার দুই পাশে ২৩০ কিলোমিটার অংশের ১১টি স্পটে একযোগে ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচি যোগ দিতে আসছে তিস্তা তীরবর্তীতে বসবাসরত মানুষজন। দাবি আদায় অংশ নেওয়া মানুষজনের রাত্রী যাপনের জন্য বানানো হয়েছে শত শত তাঁবু। ব্যবস্থা করা হয়েছে রাতের খাবার।