অবশেষে অপেক্ষার পালা ফুরাল। চ্যাম্পিয়নস ট্রফি শুরু হওয়ার তিন দিন আগে বাংলাদেশ দলের জার্সি উন্মোচন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চ্যাম্পিয়নস হওয়ার লক্ষ্যে বর্তমানে দল দুবাইয়ে অবস্থান করলেও আজ সন্ধ্যা সাড়ে ৬ টায় বিসিবির সামাজিক যোগাযোগ মাধ্যমে জার্সি উন্মোচনের ভিডিও প্রকাশ করে।
বরাবরের মতোই জার্সিতে প্রাধান্য পেয়েছে লাল-সবুজ।
জার্সির মাঝ বরাবর বাংলাদেশ নামের পর নিচে জায়গা পেয়েছে দেশের জাতীয় প্রাণী বেঙ্গল টাইগার। জার্সির নিচে সোনালি রঙের বাঘের ছাপ রয়েছে। জার্সির অধিকাংশ জায়গা জুড়ে রয়েছে সবুজ। আর হাতায় জায়গা পেয়েছে লাল। ১ মিনিট ১৩ সেকেন্ডের ভিডিও তাসকিন আহমেদ-মাহমুদ উল্লাহ রিয়াদ সবাই আছেন।
আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠবে চ্যাম্পিয়নস ট্রফির। পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া ‘হাইব্রিড মডেলের’ টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে। আগামী ২০ ফেব্রুয়ারি ম্যাচটি হবে দুবাইয়ে।
গ্রুপের বাকি দুই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও পাকিস্তান। কিউইদের বিপক্ষে ২৪ ফেব্রুয়ারি ম্যাচ শেষে ২৭ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।