ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

বদলে গেল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম

পল্টন ঘেঁষে সগৌরবে দাঁড়িয়ে থাকা ঐতিহাসিক বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন হচ্ছে। ব্যাপারটা নিশ্চিত করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। নতুন নামকরণ অনুযায়ী, এখন থেকে এটি পরিচিত হবে ‘জাতীয় স্টেডিয়াম, ঢাকা’ নামে। শনিবার (১৫ ফেব্রুয়ারি, ২০২৫) জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম, এনডিসি স্বাক্ষরিত চিঠিতে ভেন্যুটির নতুন নামকরণ হয়েছে ‘জাতীয় স্টেডিয়াম, ঢাকা’।

পল্টনে অবস্থিত এই স্টেডিয়ামের ইতিহাস দীর্ঘ দিনের। ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত এই স্টেডিয়ামে স্বাধীনতার আগে থেকেই বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হতো। পাকিস্তান আমলে এটি ‘ঢাকা স্টেডিয়াম’ নামে পরিচিত ছিল। পাকিস্তান ঘরের মাঠে প্রথম টেস্ট ‘ঢাকা স্টেডিয়ামেই’ খেলেছিল।

স্বাধীনতার পর, এই স্টেডিয়ামই হয়ে ওঠে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের কেন্দ্রবিন্দু। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের সময়ে ১৯৯৮ সালে নাম পরিবর্তন করে রাখা হয় ‘বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম’। ২০০০ সালে বাংলাদেশে প্রথম টেস্ট ম্যাচটা এই ভেন্যুতেই খেলে।

দেশের বিভিন্ন স্থাপনার মতো ক্রীড়াঙ্গনেও অনেক স্থাপনার নাম ছিল বিগত সরকার প্রধানের পরিবারের নামে। অন্তর্বর্তীকালীন সরকার সেই সকল স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে।

দেশের বিভিন্ন ক্রীড়া স্থাপনার নাম পরিবর্তনের অংশ হিসেবে ১৫০টি উপজেলা স্টেডিয়ামের নামও পরিবর্তন করা হয়। স্ব স্ব উপজেলার নামে এগুলোর নতুন নামকরণ হয়েছে। সেই ধারাবাহিকতায় পরিবর্তন হলো জাতীয় পর্যায়ের এই স্টেডিয়ামের নাম। এই পরিবর্তনের বিষয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতিকেও আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে অবহিত করেছে জাতীয় ক্রীড়া পরিষদ।

জনপ্রিয় সংবাদ

বদলে গেল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম

আপডেট সময় ১০:২২:০৭ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫

পল্টন ঘেঁষে সগৌরবে দাঁড়িয়ে থাকা ঐতিহাসিক বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন হচ্ছে। ব্যাপারটা নিশ্চিত করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। নতুন নামকরণ অনুযায়ী, এখন থেকে এটি পরিচিত হবে ‘জাতীয় স্টেডিয়াম, ঢাকা’ নামে। শনিবার (১৫ ফেব্রুয়ারি, ২০২৫) জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম, এনডিসি স্বাক্ষরিত চিঠিতে ভেন্যুটির নতুন নামকরণ হয়েছে ‘জাতীয় স্টেডিয়াম, ঢাকা’।

পল্টনে অবস্থিত এই স্টেডিয়ামের ইতিহাস দীর্ঘ দিনের। ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত এই স্টেডিয়ামে স্বাধীনতার আগে থেকেই বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হতো। পাকিস্তান আমলে এটি ‘ঢাকা স্টেডিয়াম’ নামে পরিচিত ছিল। পাকিস্তান ঘরের মাঠে প্রথম টেস্ট ‘ঢাকা স্টেডিয়ামেই’ খেলেছিল।

স্বাধীনতার পর, এই স্টেডিয়ামই হয়ে ওঠে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের কেন্দ্রবিন্দু। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের সময়ে ১৯৯৮ সালে নাম পরিবর্তন করে রাখা হয় ‘বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম’। ২০০০ সালে বাংলাদেশে প্রথম টেস্ট ম্যাচটা এই ভেন্যুতেই খেলে।

দেশের বিভিন্ন স্থাপনার মতো ক্রীড়াঙ্গনেও অনেক স্থাপনার নাম ছিল বিগত সরকার প্রধানের পরিবারের নামে। অন্তর্বর্তীকালীন সরকার সেই সকল স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে।

দেশের বিভিন্ন ক্রীড়া স্থাপনার নাম পরিবর্তনের অংশ হিসেবে ১৫০টি উপজেলা স্টেডিয়ামের নামও পরিবর্তন করা হয়। স্ব স্ব উপজেলার নামে এগুলোর নতুন নামকরণ হয়েছে। সেই ধারাবাহিকতায় পরিবর্তন হলো জাতীয় পর্যায়ের এই স্টেডিয়ামের নাম। এই পরিবর্তনের বিষয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতিকেও আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে অবহিত করেছে জাতীয় ক্রীড়া পরিষদ।