ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo উত্তরা ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস ২০২৫ পালিত Logo পাবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo একুশে বইমেলায় আহমেদ বায়েজীদের ‘মহাকাশে দুঃস্বপ্ন’ Logo ১ মার্চ রোজা হলে ৩৩ বছর পর দেখা মিলবে ‘বিরল’ দিনের Logo এনবিআরের আইভাসে নতুন ১৭২৩ প্রতিষ্ঠানের নিবন্ধন Logo মাছ-মুরগি-চালের দাম কিছুটা কমেছে, কাটেনি সয়াবিন তেল সংকট Logo শহীদ মিনারে বিএনপি নেতার হামলার শিকার কালবেলার সাংবাদিক Logo নিষিদ্ধ ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক হলেন ছাত্রদলের সভাপতি Logo নিষিদ্ধ ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক হলেন ছাত্রদলের সভাপতি Logo ছাত্রদলের ইতিবাচক রাজনীতিকে বিতর্কিত করার হীনচেষ্টা চলছে-রাকিব

নতুন বই প্রকাশ: সুরাইয়া কবীর সাথীর “আমার যখন ফুরাবে দিন” এখন বাজারে

তরুণ লেখক সুরাইয়া কবীর সাথীর নতুন বই “আমার যখন ফুরাবে দিন” পাঠকদের হাতে পৌঁছাতে প্রস্তুত। আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে একুশে বইমেলার ৪১২ নম্বর স্টলে সাথী প্রকাশনী থেকে বইটি পাওয়া যাবে। পাশাপাশি, অনলাইনে রকমারি.কম ও ওয়াফিলাইফ.কম-এ অর্ডার করা যাবে, যা আগামীকাল থেকেই পাঠকদের জন্য উন্মুক্ত থাকবে।

নতুন বই সম্পর্কে নিজের অনুভূতি প্রকাশ করে সুরাইয়া কবীর সাথী বলেন—

“আমি সব সময় চেষ্টা করি পাঠকদের জন্য এমন কিছু লিখতে, যা তাদের ভাবনার খোরাক জোগাবে, তাদের মনে দাগ কাটবে। আমার পূর্বের বইগুলো পাঠকদের ভালোবাসা পেয়েছে, যা আমার জন্য অনুপ্রেরণা। আশা করি, ‘আমার যখন ফুরাবে দিন’ বইটিও পাঠকদের হৃদয়ে জায়গা করে নেবে।”

“এই বইটি আমার কাছে বিশেষ একটি অনুভূতির বহিঃপ্রকাশ। জীবনের নানা মোড়, সম্পর্কের টানাপোড়েন ও মানবিক অনুভূতিগুলো এতে ফুটে উঠেছে। পাঠকরা এই গল্পের সাথে নিজেদের মেলাতে পারবেন বলে আমার বিশ্বাস।”

বইটি প্রকাশের খবরে পাঠকদের আগ্রহ ইতোমধ্যেই দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও বইপ্রেমীদের বিভিন্ন প্ল্যাটফর্মে বইটি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

রাকিব হাসান, একজন নিয়মিত পাঠক, বলেন—”সুরাইয়া কবীর সাথীর আগের বইগুলো আমাকে মুগ্ধ করেছে। তার লেখার গভীরতা ও আবেগ স্পর্শ করার মতো। নতুন বইয়ের জন্য আমি অপেক্ষায় আছি।”

অন্য এক পাঠক তাহমিদা ইসলাম জানান—”তার লেখার স্টাইল খুব সহজবোধ্য, কিন্তু ভাবনার জগতে গভীর দাগ কাটে। আমি নিশ্চিত, ‘আমার যখন ফুরাবে দিন’ বইটিও ব্যতিক্রম হবে না।”

বইপ্রেমীরা ১৩ ফেব্রুয়ারি থেকে একুশে বইমেলার ৪১২ নম্বর স্টলে বইটি কিনতে পারবেন। যারা অনলাইনে অর্ডার করতে চান, তারা রকমারি.কম ও ওয়াফিলাইফ.কম-এ আগামীকাল থেকেই অর্ডার করতে পারবেন। পাশাপাশি, বইটি নীলক্ষেতের আল মদীনা লাইব্রেরি ও বাংলাবাজারের আইডিয়া প্রকাশন থেকেও পাওয়া যাবে।

“আমার যখন ফুরাবে দিন”—জীবন, সম্পর্ক ও অনুভূতির এক অনন্য চিত্রায়ন। পাঠকের হাতে পৌঁছানোর অপেক্ষায় রয়েছেন লেখক ও প্রকাশনী।

জনপ্রিয় সংবাদ

উত্তরা ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস ২০২৫ পালিত

নতুন বই প্রকাশ: সুরাইয়া কবীর সাথীর “আমার যখন ফুরাবে দিন” এখন বাজারে

আপডেট সময় ০৯:৪৫:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫

তরুণ লেখক সুরাইয়া কবীর সাথীর নতুন বই “আমার যখন ফুরাবে দিন” পাঠকদের হাতে পৌঁছাতে প্রস্তুত। আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে একুশে বইমেলার ৪১২ নম্বর স্টলে সাথী প্রকাশনী থেকে বইটি পাওয়া যাবে। পাশাপাশি, অনলাইনে রকমারি.কম ও ওয়াফিলাইফ.কম-এ অর্ডার করা যাবে, যা আগামীকাল থেকেই পাঠকদের জন্য উন্মুক্ত থাকবে।

নতুন বই সম্পর্কে নিজের অনুভূতি প্রকাশ করে সুরাইয়া কবীর সাথী বলেন—

“আমি সব সময় চেষ্টা করি পাঠকদের জন্য এমন কিছু লিখতে, যা তাদের ভাবনার খোরাক জোগাবে, তাদের মনে দাগ কাটবে। আমার পূর্বের বইগুলো পাঠকদের ভালোবাসা পেয়েছে, যা আমার জন্য অনুপ্রেরণা। আশা করি, ‘আমার যখন ফুরাবে দিন’ বইটিও পাঠকদের হৃদয়ে জায়গা করে নেবে।”

“এই বইটি আমার কাছে বিশেষ একটি অনুভূতির বহিঃপ্রকাশ। জীবনের নানা মোড়, সম্পর্কের টানাপোড়েন ও মানবিক অনুভূতিগুলো এতে ফুটে উঠেছে। পাঠকরা এই গল্পের সাথে নিজেদের মেলাতে পারবেন বলে আমার বিশ্বাস।”

বইটি প্রকাশের খবরে পাঠকদের আগ্রহ ইতোমধ্যেই দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও বইপ্রেমীদের বিভিন্ন প্ল্যাটফর্মে বইটি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

রাকিব হাসান, একজন নিয়মিত পাঠক, বলেন—”সুরাইয়া কবীর সাথীর আগের বইগুলো আমাকে মুগ্ধ করেছে। তার লেখার গভীরতা ও আবেগ স্পর্শ করার মতো। নতুন বইয়ের জন্য আমি অপেক্ষায় আছি।”

অন্য এক পাঠক তাহমিদা ইসলাম জানান—”তার লেখার স্টাইল খুব সহজবোধ্য, কিন্তু ভাবনার জগতে গভীর দাগ কাটে। আমি নিশ্চিত, ‘আমার যখন ফুরাবে দিন’ বইটিও ব্যতিক্রম হবে না।”

বইপ্রেমীরা ১৩ ফেব্রুয়ারি থেকে একুশে বইমেলার ৪১২ নম্বর স্টলে বইটি কিনতে পারবেন। যারা অনলাইনে অর্ডার করতে চান, তারা রকমারি.কম ও ওয়াফিলাইফ.কম-এ আগামীকাল থেকেই অর্ডার করতে পারবেন। পাশাপাশি, বইটি নীলক্ষেতের আল মদীনা লাইব্রেরি ও বাংলাবাজারের আইডিয়া প্রকাশন থেকেও পাওয়া যাবে।

“আমার যখন ফুরাবে দিন”—জীবন, সম্পর্ক ও অনুভূতির এক অনন্য চিত্রায়ন। পাঠকের হাতে পৌঁছানোর অপেক্ষায় রয়েছেন লেখক ও প্রকাশনী।