ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে হত্যার ঘটনায় আটক ২ Logo অনলাইন ‘ক্যাসিনো ডন’ সেলিম প্রধানসহ ৯ জন গ্রেফতার Logo দেশবাসীর কাছে দোয়া চাইলেন কাদের সিদ্দিকী Logo লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে সাবল দিয়ে পিটিয়ে হত্যা Logo দেশ রক্ষার ক্ষমতা শুধু বিএনপির আছে : শামসুজ্জামান দুদু Logo ডাকসুতে শিবির বিজয়ী হলে এবার ক্যান্টিনে ফ্রি খাওয়ানোর ঘোষণা বনি আমিনের Logo ৫০ হাজার টাকা চাঁদা চেয়ে ‘ভাইরাল’ সেই মিজানের হোটেল ভাঙচুর Logo ফ্যাসিবাদ পতনে আন্তর্জাতিক বিশ্বে কাজ করেছেন ড. ইউনূস ও জামায়াত Logo পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক Logo দেশে আর গলাবাজি, টেন্ডারবাজির ও দুর্নীতি রাজনীতি চলবে না : মোহাম্মদ সেলিম উদ্দিন

নতুন বই প্রকাশ: সুরাইয়া কবীর সাথীর “আমার যখন ফুরাবে দিন” এখন বাজারে

তরুণ লেখক সুরাইয়া কবীর সাথীর নতুন বই “আমার যখন ফুরাবে দিন” পাঠকদের হাতে পৌঁছাতে প্রস্তুত। আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে একুশে বইমেলার ৪১২ নম্বর স্টলে সাথী প্রকাশনী থেকে বইটি পাওয়া যাবে। পাশাপাশি, অনলাইনে রকমারি.কম ও ওয়াফিলাইফ.কম-এ অর্ডার করা যাবে, যা আগামীকাল থেকেই পাঠকদের জন্য উন্মুক্ত থাকবে।

নতুন বই সম্পর্কে নিজের অনুভূতি প্রকাশ করে সুরাইয়া কবীর সাথী বলেন—

“আমি সব সময় চেষ্টা করি পাঠকদের জন্য এমন কিছু লিখতে, যা তাদের ভাবনার খোরাক জোগাবে, তাদের মনে দাগ কাটবে। আমার পূর্বের বইগুলো পাঠকদের ভালোবাসা পেয়েছে, যা আমার জন্য অনুপ্রেরণা। আশা করি, ‘আমার যখন ফুরাবে দিন’ বইটিও পাঠকদের হৃদয়ে জায়গা করে নেবে।”

“এই বইটি আমার কাছে বিশেষ একটি অনুভূতির বহিঃপ্রকাশ। জীবনের নানা মোড়, সম্পর্কের টানাপোড়েন ও মানবিক অনুভূতিগুলো এতে ফুটে উঠেছে। পাঠকরা এই গল্পের সাথে নিজেদের মেলাতে পারবেন বলে আমার বিশ্বাস।”

বইটি প্রকাশের খবরে পাঠকদের আগ্রহ ইতোমধ্যেই দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও বইপ্রেমীদের বিভিন্ন প্ল্যাটফর্মে বইটি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

রাকিব হাসান, একজন নিয়মিত পাঠক, বলেন—”সুরাইয়া কবীর সাথীর আগের বইগুলো আমাকে মুগ্ধ করেছে। তার লেখার গভীরতা ও আবেগ স্পর্শ করার মতো। নতুন বইয়ের জন্য আমি অপেক্ষায় আছি।”

অন্য এক পাঠক তাহমিদা ইসলাম জানান—”তার লেখার স্টাইল খুব সহজবোধ্য, কিন্তু ভাবনার জগতে গভীর দাগ কাটে। আমি নিশ্চিত, ‘আমার যখন ফুরাবে দিন’ বইটিও ব্যতিক্রম হবে না।”

বইপ্রেমীরা ১৩ ফেব্রুয়ারি থেকে একুশে বইমেলার ৪১২ নম্বর স্টলে বইটি কিনতে পারবেন। যারা অনলাইনে অর্ডার করতে চান, তারা রকমারি.কম ও ওয়াফিলাইফ.কম-এ আগামীকাল থেকেই অর্ডার করতে পারবেন। পাশাপাশি, বইটি নীলক্ষেতের আল মদীনা লাইব্রেরি ও বাংলাবাজারের আইডিয়া প্রকাশন থেকেও পাওয়া যাবে।

“আমার যখন ফুরাবে দিন”—জীবন, সম্পর্ক ও অনুভূতির এক অনন্য চিত্রায়ন। পাঠকের হাতে পৌঁছানোর অপেক্ষায় রয়েছেন লেখক ও প্রকাশনী।

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে হত্যার ঘটনায় আটক ২

নতুন বই প্রকাশ: সুরাইয়া কবীর সাথীর “আমার যখন ফুরাবে দিন” এখন বাজারে

আপডেট সময় ০৯:৪৫:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫

তরুণ লেখক সুরাইয়া কবীর সাথীর নতুন বই “আমার যখন ফুরাবে দিন” পাঠকদের হাতে পৌঁছাতে প্রস্তুত। আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে একুশে বইমেলার ৪১২ নম্বর স্টলে সাথী প্রকাশনী থেকে বইটি পাওয়া যাবে। পাশাপাশি, অনলাইনে রকমারি.কম ও ওয়াফিলাইফ.কম-এ অর্ডার করা যাবে, যা আগামীকাল থেকেই পাঠকদের জন্য উন্মুক্ত থাকবে।

নতুন বই সম্পর্কে নিজের অনুভূতি প্রকাশ করে সুরাইয়া কবীর সাথী বলেন—

“আমি সব সময় চেষ্টা করি পাঠকদের জন্য এমন কিছু লিখতে, যা তাদের ভাবনার খোরাক জোগাবে, তাদের মনে দাগ কাটবে। আমার পূর্বের বইগুলো পাঠকদের ভালোবাসা পেয়েছে, যা আমার জন্য অনুপ্রেরণা। আশা করি, ‘আমার যখন ফুরাবে দিন’ বইটিও পাঠকদের হৃদয়ে জায়গা করে নেবে।”

“এই বইটি আমার কাছে বিশেষ একটি অনুভূতির বহিঃপ্রকাশ। জীবনের নানা মোড়, সম্পর্কের টানাপোড়েন ও মানবিক অনুভূতিগুলো এতে ফুটে উঠেছে। পাঠকরা এই গল্পের সাথে নিজেদের মেলাতে পারবেন বলে আমার বিশ্বাস।”

বইটি প্রকাশের খবরে পাঠকদের আগ্রহ ইতোমধ্যেই দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও বইপ্রেমীদের বিভিন্ন প্ল্যাটফর্মে বইটি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

রাকিব হাসান, একজন নিয়মিত পাঠক, বলেন—”সুরাইয়া কবীর সাথীর আগের বইগুলো আমাকে মুগ্ধ করেছে। তার লেখার গভীরতা ও আবেগ স্পর্শ করার মতো। নতুন বইয়ের জন্য আমি অপেক্ষায় আছি।”

অন্য এক পাঠক তাহমিদা ইসলাম জানান—”তার লেখার স্টাইল খুব সহজবোধ্য, কিন্তু ভাবনার জগতে গভীর দাগ কাটে। আমি নিশ্চিত, ‘আমার যখন ফুরাবে দিন’ বইটিও ব্যতিক্রম হবে না।”

বইপ্রেমীরা ১৩ ফেব্রুয়ারি থেকে একুশে বইমেলার ৪১২ নম্বর স্টলে বইটি কিনতে পারবেন। যারা অনলাইনে অর্ডার করতে চান, তারা রকমারি.কম ও ওয়াফিলাইফ.কম-এ আগামীকাল থেকেই অর্ডার করতে পারবেন। পাশাপাশি, বইটি নীলক্ষেতের আল মদীনা লাইব্রেরি ও বাংলাবাজারের আইডিয়া প্রকাশন থেকেও পাওয়া যাবে।

“আমার যখন ফুরাবে দিন”—জীবন, সম্পর্ক ও অনুভূতির এক অনন্য চিত্রায়ন। পাঠকের হাতে পৌঁছানোর অপেক্ষায় রয়েছেন লেখক ও প্রকাশনী।