সম্প্রতি এক পুলিশ সদস্যের দায়িত্ব পালনের একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এবার সেই ভিডিওটি শেয়ার করে তার প্রতি ভালোবাসা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দেশজুড়ে নানাভাবে বসন্তবরণ আর ভালোবাসা দিবস উদযাপন করা হচ্ছে। এরমধ্যে বিকেল ৫টা ২০ মিনিটে ফেসবুকে ভিডিওটি শেয়ার করে আসিফ নজরুল লেখেন, এই পুলিশ ভাইটাকে অনেক ভালোবাসা।
ভিডিওটি ফেসবুকে পোস্ট করেছেন হিমেল চাকমা। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘লাঠি আর বডি সংস্পর্শ ছাড়া কীভাবে মিছিল ছত্রভঙ্গ করতে হয় এ পুলিশ ভাই দেখিয়ে দিলেন। বর্তমান সরকারের কাছে অনুরোধ এরে বের করে পুরস্কৃত করেন।’
ভিডিওতে দেখা যায়, বাংলাদেশ সচিবালয়ের সামনে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে সড়কের ওপরে হাতে থাকা লাঠি দিয়ে আঘাত করছেন বাংলাদেশ পুলিশের এক সদস্য। তিনি হাতের লাঠি দিয়ে বিক্ষোভকারীদের স্পর্শ না শুধু সড়ক এবং খুঁটিতে আঘাত করে ভয় দেখাচ্ছেন এবং ছত্রভঙ্গ করে দিচ্ছেন।
সামাজিক যোগাযোগ যোগাযোগমাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়লে অনেকেই ওই পুলিশ সদস্যের প্রশংসা করছেন। সামাজিকযোগাযোগমাধ্যম ব্যবহারকারী জুবায়ের জুয়েল রানা নামে একজন ফেসবুক ওই পুলিশ সদস্যের ভিডিওটি শেয়ার করেন ক্যাপশনে লেখেন, ‘এইটা বেস্ট পুলিশিং ছিল’।
মো. আবু ইউসুফ নামে একজন ফেসবুকে লিখেছেন, ‘এমন কাজে পুরস্কৃত করা হোক। যাতে অন্য পুলিশ সদস্যও এমনভাবে দায়িত্ব পালন করতে পারে। আগ্রহী অনুপ্রেরণা পায়।
হাসানুর রহমান ইমন নামে একজন ভিডিওটি শেয়ার করে লিখেন, ‘মায়া না থাকলে পৃথিবীটা মানুষের হতো না। কৌশলে গায়ে হাত না তুলে পুলিশ ভাইটি মহানুভবতার পরিচয় দিয়েছেন। তবে ওই পুলিশ সদস্যের পরিচয় জানা যায়নি।