ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo উত্তরা ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস ২০২৫ পালিত Logo পাবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo একুশে বইমেলায় আহমেদ বায়েজীদের ‘মহাকাশে দুঃস্বপ্ন’ Logo ১ মার্চ রোজা হলে ৩৩ বছর পর দেখা মিলবে ‘বিরল’ দিনের Logo এনবিআরের আইভাসে নতুন ১৭২৩ প্রতিষ্ঠানের নিবন্ধন Logo মাছ-মুরগি-চালের দাম কিছুটা কমেছে, কাটেনি সয়াবিন তেল সংকট Logo শহীদ মিনারে বিএনপি নেতার হামলার শিকার কালবেলার সাংবাদিক Logo নিষিদ্ধ ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক হলেন ছাত্রদলের সভাপতি Logo নিষিদ্ধ ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক হলেন ছাত্রদলের সভাপতি Logo ছাত্রদলের ইতিবাচক রাজনীতিকে বিতর্কিত করার হীনচেষ্টা চলছে-রাকিব

শবে বরাতের রাতে আতশবাজি-পটকা ফোটালে ব্যবস্থা

শবে বরাতের রাতে আতশবাজি-পটকা ফোটালে ব্যবস্থা

পবিত্র শবে বরাত উপলক্ষে আতশবাজি ও পটকা ফোটানো নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ইতোমধ্যে পুলিশের পক্ষ থেকে সতর্ক করে গণবিজ্ঞপ্তিও প্রচার করা হয়েছে। পাশাপাশি পুলিশ, র‍্যাব, সেনাবাহিনীসহ সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়, এলাকা ও পাড়া-মহল্লায় টহল দিচ্ছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানান, শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পবিত্র শবে বরাত উদযাপিত হবে। রাতের পবিত্রতা রক্ষা ও পবিত্র শবে বরাত শান্তিপূর্ণভাবে উদযাপন এবং আইনশৃঙ্খলা পরিস্থতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স ১৯৭৬ (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে ডিএমপি কমিশনা ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকে ১৫ ফেব্রুয়ারি সকাল ৬টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি, পটকা ফোটানো, বিস্ফোরক দ্রব্য কেনাবেচা, পরিবহন ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন, প্রতিবারের মতো এবারও ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৫০টি থানা এলাকার প্রধান সড়ক থেকে পাড়া মহল্লার অলিগলি পর্যন্ত সাদা পোশাকে গোয়েন্দারা নিরাপত্তা নিশ্চিন্তে কাজ করছে। একই সঙ্গে কেউ যেন আতশবাজি ফুটিয়ে পবিত্র এই রজনীর শান্তিশৃঙ্খলা নষ্ট করতে না পারে, সেজন্য সরকারের সবগুলো সংস্থা সমন্বয় করে কাজ করছে। গুরুত্বপূর্ণ স্থান ও স্পর্শকাতর জায়গাগুলোতে পোশাক পরিহিত পুলিশের সঙ্গে গোয়েন্দারা সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করছে।

পুলিশ জানায়, এই রাতের নিরাপত্তা নিশ্চিত করতে বেশিসংখ্যক পুলিশ, র‌্যাবের টহল বাড়ানো হয়েছে। ডিবি, এসবি, এনএসআইয়ের সদস্যরাও নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে কাজ করে যাচ্ছে। সেনাবাহিনীর সদস্যরাও এই রাতে আইনশৃঙ্খলা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে বলে জানা গেছে।

এদিকে র‌্যাব থেকে জানানো হয়েছে, রাজধানী ঢাকাতে র‌্যাবের প্রতিটি ব্যাটালিয়ন নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। নিয়মিত টহল বাড়ানো হয়েছে। প্রস্তুত রয়েছে বোম ডিসপোজার ইউনিট।

জনপ্রিয় সংবাদ

উত্তরা ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস ২০২৫ পালিত

শবে বরাতের রাতে আতশবাজি-পটকা ফোটালে ব্যবস্থা

আপডেট সময় ০৬:৩৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫

পবিত্র শবে বরাত উপলক্ষে আতশবাজি ও পটকা ফোটানো নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ইতোমধ্যে পুলিশের পক্ষ থেকে সতর্ক করে গণবিজ্ঞপ্তিও প্রচার করা হয়েছে। পাশাপাশি পুলিশ, র‍্যাব, সেনাবাহিনীসহ সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়, এলাকা ও পাড়া-মহল্লায় টহল দিচ্ছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানান, শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পবিত্র শবে বরাত উদযাপিত হবে। রাতের পবিত্রতা রক্ষা ও পবিত্র শবে বরাত শান্তিপূর্ণভাবে উদযাপন এবং আইনশৃঙ্খলা পরিস্থতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স ১৯৭৬ (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে ডিএমপি কমিশনা ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকে ১৫ ফেব্রুয়ারি সকাল ৬টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি, পটকা ফোটানো, বিস্ফোরক দ্রব্য কেনাবেচা, পরিবহন ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন, প্রতিবারের মতো এবারও ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৫০টি থানা এলাকার প্রধান সড়ক থেকে পাড়া মহল্লার অলিগলি পর্যন্ত সাদা পোশাকে গোয়েন্দারা নিরাপত্তা নিশ্চিন্তে কাজ করছে। একই সঙ্গে কেউ যেন আতশবাজি ফুটিয়ে পবিত্র এই রজনীর শান্তিশৃঙ্খলা নষ্ট করতে না পারে, সেজন্য সরকারের সবগুলো সংস্থা সমন্বয় করে কাজ করছে। গুরুত্বপূর্ণ স্থান ও স্পর্শকাতর জায়গাগুলোতে পোশাক পরিহিত পুলিশের সঙ্গে গোয়েন্দারা সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করছে।

পুলিশ জানায়, এই রাতের নিরাপত্তা নিশ্চিত করতে বেশিসংখ্যক পুলিশ, র‌্যাবের টহল বাড়ানো হয়েছে। ডিবি, এসবি, এনএসআইয়ের সদস্যরাও নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে কাজ করে যাচ্ছে। সেনাবাহিনীর সদস্যরাও এই রাতে আইনশৃঙ্খলা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে বলে জানা গেছে।

এদিকে র‌্যাব থেকে জানানো হয়েছে, রাজধানী ঢাকাতে র‌্যাবের প্রতিটি ব্যাটালিয়ন নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। নিয়মিত টহল বাড়ানো হয়েছে। প্রস্তুত রয়েছে বোম ডিসপোজার ইউনিট।