ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গুজরাটে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ১৮ জনের মৃত্যু Logo চীনে সেভেন সিস্টার্স নিয়ে যা বলেছিলেন ড. ইউনূস? যেজন্য হতভম্ব ভারত Logo জামায়াতের ঈদ উপলক্ষে প্রীতি ভোজের ঘটনায় বিএনপি – যুবলীগের হামলা Logo শহীদ নাসিব হাসান রিহান-এর পরিবারের সদস্যদের সাথে আমীরে জামায়াতের ঈদ কুশল বিনিময় Logo ড. ইউনূসকে শেহবাজের ফোন, পাকিস্তান সফরের আমন্ত্রণ Logo মিয়ানমারে ভূমিকম্প: ২ হাজার ছাড়াল নিহতের সংখ্যা Logo গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: খালেদা জিয়া Logo ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের পদত্যাগ Logo ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’স্লোগান, বিএনপির সাথে সংঘর্ষ গুলিবিদ্ধ ১ Logo আইপিএলসহ টিভিতে যা দেকবেন আজ

আজ পবিত্র শবে বরাত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:২৩:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫
  • 0 Views

আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সারা দেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে পবিত্র শবে বরাত। হিজরি বর্ষপঞ্জির শাবান মাসের ১৪ তারিখের রাতটি ইসলাম ধর্মাবলম্বীরা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন। এই রাতকে ‘লাইলাতুল বরাত’ নামেও অভিহিত করা হয়।

পবিত্র শবে বরাত উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে, যা আগামী শনিবার (১৫ ফেব্রুয়ারি) কার্যকর হবে। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং বিভিন্ন টিভি চ্যানেল ও রেডিও ধর্মীয় অনুষ্ঠান সম্প্রচার করবে।

এই রাতে মুসলমানরা নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির-আজকার ও ওয়াজ মাহফিলে অংশ নিয়ে আল্লাহর রহমত ও মাগফিরাত কামনা করবেন। বিশেষ মোনাজাতে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হবে।

পবিত্র শবে বরাত উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস এক বাণী দিয়েছেন। এতে তিনি বাংলাদেশের পাশাপাশি বিশ্ব মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বলেন, এই রাত মহান আল্লাহর অসীম রহমত ও বরকতের প্রতীক। এ সময়ে সৃষ্টিকর্তার নৈকট্য লাভের অপূর্ব সুযোগ সৃষ্টি হয় এবং তার অশেষ অনুগ্রহ ও ক্ষমা লাভের সম্ভাবনা থাকে।

প্রধান উপদেষ্টা আরও বলেন, এই মহিমান্বিত রাতে ইবাদত-বন্দেগির মাধ্যমে আল্লাহর রহমত, মাগফিরাত ও নাজাত লাভ করা সম্ভব। তাই সকলের উচিত সৃষ্টিকর্তার প্রতি আনুগত্য প্রদর্শন করে ইবাদতে মনোনিবেশ করা।

তিনি দেশবাসীকে শবে বরাতের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে মানবকল্যাণ ও উন্নয়নের কাজে আত্মনিয়োগের আহ্বান জানান। তিনি বলেন, সমাজ থেকে অন্যায় ও কুসংস্কার দূর করে শান্তি ও সৌহার্দ্য স্থাপন করতে হবে।

পবিত্র শবে বরাত উপলক্ষে শুক্রবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ দেশের বিভিন্ন মসজিদে নফল নামাজ, কোরআন তেলাওয়াত ও ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনের মধ্যে রয়েছে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে ‘লাইলাতুল বরাতের শিক্ষা ও করণীয়’ শীর্ষক ওয়াজ মাহফিল, যা পরিচালনা করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। এছাড়া, রাত ৭টা ১০ মিনিটে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান ‘লাইলাতুল বরাতের তাৎপর্য’ বিষয়ে আলোচনা করবেন।

জনপ্রিয় সংবাদ

গুজরাটে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ১৮ জনের মৃত্যু

আজ পবিত্র শবে বরাত

আপডেট সময় ০৯:২৩:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫

আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সারা দেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে পবিত্র শবে বরাত। হিজরি বর্ষপঞ্জির শাবান মাসের ১৪ তারিখের রাতটি ইসলাম ধর্মাবলম্বীরা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন। এই রাতকে ‘লাইলাতুল বরাত’ নামেও অভিহিত করা হয়।

পবিত্র শবে বরাত উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে, যা আগামী শনিবার (১৫ ফেব্রুয়ারি) কার্যকর হবে। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং বিভিন্ন টিভি চ্যানেল ও রেডিও ধর্মীয় অনুষ্ঠান সম্প্রচার করবে।

এই রাতে মুসলমানরা নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির-আজকার ও ওয়াজ মাহফিলে অংশ নিয়ে আল্লাহর রহমত ও মাগফিরাত কামনা করবেন। বিশেষ মোনাজাতে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হবে।

পবিত্র শবে বরাত উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস এক বাণী দিয়েছেন। এতে তিনি বাংলাদেশের পাশাপাশি বিশ্ব মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বলেন, এই রাত মহান আল্লাহর অসীম রহমত ও বরকতের প্রতীক। এ সময়ে সৃষ্টিকর্তার নৈকট্য লাভের অপূর্ব সুযোগ সৃষ্টি হয় এবং তার অশেষ অনুগ্রহ ও ক্ষমা লাভের সম্ভাবনা থাকে।

প্রধান উপদেষ্টা আরও বলেন, এই মহিমান্বিত রাতে ইবাদত-বন্দেগির মাধ্যমে আল্লাহর রহমত, মাগফিরাত ও নাজাত লাভ করা সম্ভব। তাই সকলের উচিত সৃষ্টিকর্তার প্রতি আনুগত্য প্রদর্শন করে ইবাদতে মনোনিবেশ করা।

তিনি দেশবাসীকে শবে বরাতের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে মানবকল্যাণ ও উন্নয়নের কাজে আত্মনিয়োগের আহ্বান জানান। তিনি বলেন, সমাজ থেকে অন্যায় ও কুসংস্কার দূর করে শান্তি ও সৌহার্দ্য স্থাপন করতে হবে।

পবিত্র শবে বরাত উপলক্ষে শুক্রবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ দেশের বিভিন্ন মসজিদে নফল নামাজ, কোরআন তেলাওয়াত ও ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনের মধ্যে রয়েছে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে ‘লাইলাতুল বরাতের শিক্ষা ও করণীয়’ শীর্ষক ওয়াজ মাহফিল, যা পরিচালনা করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। এছাড়া, রাত ৭টা ১০ মিনিটে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান ‘লাইলাতুল বরাতের তাৎপর্য’ বিষয়ে আলোচনা করবেন।