ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

আটক দুই বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করলো বিএসএফ

  • মোশারফ হোসেন
  • আপডেট সময় ০৮:৪৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
  • 115

আটক দুই বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করলো বিএসএফ

ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে দুই বাংলাদেশি নাগরিককে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সীমান্ত পিলার ৩৬৬/২-এস-এর কাছে ভারতের মানিকখাড়ী এলাকায় বিজিবি ও বিএসএফ-এর মধ্যে কম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর বিএসএফ দুই বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে।

আটকরা হলেন—রানীশংকৈল উপজেলার যোগীপাড়া গ্রামের বিকাশ শীল (২২) ও পূর্ণ নাথ (২৬)।

বিজিবি সূত্রে জানাযায়, গত মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে ঠাকুরগাঁও জেলার বেতনা সীমান্ত ফাঁড়ির দায়িত্বপূর্ণ এলাকার ৩৬৬/১-এস সীমান্ত পিলারের বিপরীতে ভারতের কাদেরগঞ্জ ক্যাম্পের বিএসএফ সদস্যরা দুই বাংলাদেশিকে আটক করে। ওই সময় আরও তিন বাংলাদেশি নাগরিক সীমান্ত অতিক্রম করার চেষ্টা করলেও তারা পালিয়ে ফিরে আসে। পরে বিজিবি বিএসএফ-এর সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে আটক দুই বাংলাদেশিকে ফিরিয়ে আনার চেষ্টা চালায়।

ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহম্মেদ বলেন, সীমান্তে টহল জোরদার করা হয়েছে। ফেরত পাওয়া দুই বাংলাদেশিকে আইনি প্রক্রিয়ার জন্য হরিপুর থানায় সোপর্দ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

মৌলভীবাজারে আপ বাংলাদেশের ৫৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা

আটক দুই বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করলো বিএসএফ

আপডেট সময় ০৮:৪৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫

ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে দুই বাংলাদেশি নাগরিককে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সীমান্ত পিলার ৩৬৬/২-এস-এর কাছে ভারতের মানিকখাড়ী এলাকায় বিজিবি ও বিএসএফ-এর মধ্যে কম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর বিএসএফ দুই বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে।

আটকরা হলেন—রানীশংকৈল উপজেলার যোগীপাড়া গ্রামের বিকাশ শীল (২২) ও পূর্ণ নাথ (২৬)।

বিজিবি সূত্রে জানাযায়, গত মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে ঠাকুরগাঁও জেলার বেতনা সীমান্ত ফাঁড়ির দায়িত্বপূর্ণ এলাকার ৩৬৬/১-এস সীমান্ত পিলারের বিপরীতে ভারতের কাদেরগঞ্জ ক্যাম্পের বিএসএফ সদস্যরা দুই বাংলাদেশিকে আটক করে। ওই সময় আরও তিন বাংলাদেশি নাগরিক সীমান্ত অতিক্রম করার চেষ্টা করলেও তারা পালিয়ে ফিরে আসে। পরে বিজিবি বিএসএফ-এর সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে আটক দুই বাংলাদেশিকে ফিরিয়ে আনার চেষ্টা চালায়।

ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহম্মেদ বলেন, সীমান্তে টহল জোরদার করা হয়েছে। ফেরত পাওয়া দুই বাংলাদেশিকে আইনি প্রক্রিয়ার জন্য হরিপুর থানায় সোপর্দ করা হয়েছে।