ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আওয়ামী লীগের কর্মকাণ্ডে যাদের মিল তারাও ফ্যাসিস্ট: শিবির সভাপতি Logo যাত্রাবাড়ীতে পুলিশকে ছুরি মেরে মানিব্যাগ-ফোন ছিনতাই Logo অবশেষে নিউজিল্যান্ড দলে ফিরেছেন কেন উইলিয়ামসন Logo আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ ব্যক্তিদের নিয়ে বৈঠকে ইসি Logo নাহিদের কাছ থেকে বিভ্রান্তিকর বক্তব্য জাতি আশা করে না: জামায়াত Logo জামায়াতের কথার সঙ্গে কাজের কোনো মিল নেই: রুমিন ফারহানা Logo জোবায়েদকে পছন্দ করতেন ছাত্রী, প্রেমিক জেনে যাওয়ায় খুন Logo ওমরা পালনের উদ্দেশ্যে জামায়াত আমিরের ঢাকা ত্যাগ Logo শান্তিচুক্তিকে উপেক্ষা করে ফের গাজায় ইসরায়েলের বিমান হামলা Logo ফরিদগঞ্জে শেখ রাসেলের জন্মদিন উদযাপনকে ঘিরে উত্তেজনা, থানায় অভিযোগ

অস্ত্র নিয়ে কিশোর গ্যাংয়ের হামলা চালায় ময়মনসিংহ শহরে

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৪৪:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
  • 146

ময়মনসিংহ নগরীর হরিকিশোর রায় রোডে দেশীয় অস্ত্র নিয়ে কিশোরদের একটি দল বাসাবাড়িতে হামলা চালিয়েছে, সৃষ্টি করেছে আতঙ্ক। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, মাস্ক পরা ৫০-৬০ জনের একটি দল রাস্তার দুই পাশের বাড়িতে কোপাচ্ছে এবং ভাঙচুর করছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত হামলা চলায় তারা।

স্থানীদের ভাষ্য অনুযায়ী, এ হামলার সূত্রপাত একটি গ্রুপের আড্ডা নিয়ে বাগ্‌বিতণ্ডা থেকে হয়, যেখানে মৃদুল কর এবং মো. শুভ্র নামে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এরপর মৃদুল নিজের গ্রুপকে সংগঠিত করে ফাহাদদের বাসায় হামলা চালায়, যার ফলে ১৫টি বাড়ি এবং দুটি মোটরসাইকেল ভাঙচুর হয়।

লাকার বাসিন্দারা আতঙ্কে বাড়ির বিদ্যুতের বাতি বন্ধ করে বসে থাকেন। ঘটনার পর স্থানীয় বিএনপি নেতারা পুলিশকে যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

স্থানীয় বাসিন্দা আলী আশরাফ খান কালবেলাকে বলেন, টেবিলে বসা নিয়ে কিশোর গ্যাং দলটি হামলা করে। আওয়ামী লীগ, ছাত্রলীগ ট্যাগ দিয়ে এসব করা হয়। কিন্তু এখানের বাসিন্দার রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নয়।

মালতি রানী ঘোষ নামে এক নারী জানান, বাচ্চাদের সামান্য ঝামেলা নিয়ে এলাকার বাসাবাড়িতে হামলা করা হয়। অন্তত ৫০ জনের দলটি চার দফা হামলা করে। বাড়ির বৈদুতিক বাতি বন্ধ করে খুব ভয়ে ছিলাম। এখনও খুব আতঙ্কে আছি। আমরা কোনো রাজনীতি করি না, কোনো ঝামেলায় যায় না। কেন আমাদের বাড়িঘরে হামলা করা হলো।

কোতোয়ালি মডেল থানার ওসি মো. শফিকুল ইসলাম খান বলেন, টেবিলে বসা নিয়ে সিনিয়র জুনিয়র দ্বন্দ্বে হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। হামলায় অংশ নেওয়া কিশোর গ্রুপটিকে শনাক্ত করার চেষ্টা চলছে। দ্রুত সময়ের মধ্যে এদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের কর্মকাণ্ডে যাদের মিল তারাও ফ্যাসিস্ট: শিবির সভাপতি

অস্ত্র নিয়ে কিশোর গ্যাংয়ের হামলা চালায় ময়মনসিংহ শহরে

আপডেট সময় ০৯:৪৪:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫

ময়মনসিংহ নগরীর হরিকিশোর রায় রোডে দেশীয় অস্ত্র নিয়ে কিশোরদের একটি দল বাসাবাড়িতে হামলা চালিয়েছে, সৃষ্টি করেছে আতঙ্ক। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, মাস্ক পরা ৫০-৬০ জনের একটি দল রাস্তার দুই পাশের বাড়িতে কোপাচ্ছে এবং ভাঙচুর করছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত হামলা চলায় তারা।

স্থানীদের ভাষ্য অনুযায়ী, এ হামলার সূত্রপাত একটি গ্রুপের আড্ডা নিয়ে বাগ্‌বিতণ্ডা থেকে হয়, যেখানে মৃদুল কর এবং মো. শুভ্র নামে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এরপর মৃদুল নিজের গ্রুপকে সংগঠিত করে ফাহাদদের বাসায় হামলা চালায়, যার ফলে ১৫টি বাড়ি এবং দুটি মোটরসাইকেল ভাঙচুর হয়।

লাকার বাসিন্দারা আতঙ্কে বাড়ির বিদ্যুতের বাতি বন্ধ করে বসে থাকেন। ঘটনার পর স্থানীয় বিএনপি নেতারা পুলিশকে যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

স্থানীয় বাসিন্দা আলী আশরাফ খান কালবেলাকে বলেন, টেবিলে বসা নিয়ে কিশোর গ্যাং দলটি হামলা করে। আওয়ামী লীগ, ছাত্রলীগ ট্যাগ দিয়ে এসব করা হয়। কিন্তু এখানের বাসিন্দার রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নয়।

মালতি রানী ঘোষ নামে এক নারী জানান, বাচ্চাদের সামান্য ঝামেলা নিয়ে এলাকার বাসাবাড়িতে হামলা করা হয়। অন্তত ৫০ জনের দলটি চার দফা হামলা করে। বাড়ির বৈদুতিক বাতি বন্ধ করে খুব ভয়ে ছিলাম। এখনও খুব আতঙ্কে আছি। আমরা কোনো রাজনীতি করি না, কোনো ঝামেলায় যায় না। কেন আমাদের বাড়িঘরে হামলা করা হলো।

কোতোয়ালি মডেল থানার ওসি মো. শফিকুল ইসলাম খান বলেন, টেবিলে বসা নিয়ে সিনিয়র জুনিয়র দ্বন্দ্বে হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। হামলায় অংশ নেওয়া কিশোর গ্রুপটিকে শনাক্ত করার চেষ্টা চলছে। দ্রুত সময়ের মধ্যে এদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।