ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বগুড়ায় খাস জমি দখলে আ’মী লীগ নেতা, প্রশাসনের নীরব ভূমিকা Logo আমরা উচ্চকক্ষে পিআরের পক্ষে, নিম্নকক্ষে পিআরের পক্ষে নই- জামালপুরে সারজিস আলম Logo এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ১৬ অক্টোবর,যে ভাবে দেখবেন Logo ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে “সমাবর্তন” অনুষ্ঠান Logo ঢাবির ছাত্রাবাসের সামনে সংঘর্ষ, নেপথ্যে ঢাকা কলেজ ছাত্রদল কর্মীর দোকান Logo আবু সাঈদ হত্যা মামলার দশম দিনের সাক্ষ্যগ্রহণ আজ Logo চবি ছাত্রদলের নেতা মামুনকে আজীবনের জন্য বহিষ্কার করল কেন্দ্রীয় ছাত্রদল Logo নর্থসাউথ শিক্ষার্থীর কোরআন অবমাননার প্রতিবাদে হরগঙ্গায় কোরআন বিতরণ Logo দিনাজপুরে শিবিরকর্মী হত্যা মামলায় উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদকসহ ৫ জন কারাগারে Logo ঢাকায় আসছেন জাকির নায়েক

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ: প্রতিপক্ষের বাড়িতে হামলা, ৩৭টি গরু লুট

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ: প্রতিপক্ষের বাড়িতে হামলা, ৩৭টি গরু লুট

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের জেরে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ৩৭টি গরু লুট হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলার হাকিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপি নেতা দুলু গ্রুপের লোকজন প্রতিপক্ষ নেতা সাইদ, আমিরুল, মঈন, আব্দুল জব্বার ও আব্দুল আলীমের বাড়ি থেকে গরুগুলো লুট করে নিয়ে যায়। সংঘর্ষের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে বলেও জানা গেছে।

লুট করা এসব গরুর দাম অন্তত দেড় কোটি টাকা। এ সময় হাকিমপুর গ্রামের কয়েকটি দোকান ও বাড়িঘরে ভাঙচুর চালানো হয়। এদিকে মোশারফ হত্যার ঘটনায় তার স্ত্রী ময়না খাতুন বাদী হয়ে ২০ জনকে আসামি করে হরিণাকুণ্ডু থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। এরপর থেকে গ্রেপ্তার আতঙ্কে ওই গ্রাম পুরুষশূন্য হয়ে পড়েছে।

স্থানীয় ইউপি সদস্য ও বিএনপি নেতা আশরাফ উদ্দীন স্বপন বলেন, ‘হাকিমপুর গ্রাম থেকে একাধিক ব্যক্তির গরু লুট করা হয়েছে। সেই সঙ্গে বেশ কয়েকজনের বাড়িঘরও ভাঙচুর করা হয়েছে।

হরিণাকুণ্ডু থানার ওসি এম এ রউফ বলেন, ‘বাড়িঘরে হামলা ভাঙচুর ও গরু লুটের বিষয়টি আমার জানা নেই। এ নিয়ে কেউ অভিযোগ দিলে তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গতকাল মঙ্গলবার সকালে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার হাকিমপুর গ্রামে বিএনপরি দুই গ্রুপের সংঘর্ষে মোশারফ হোসেন নামে এক আইনজীবীর সহকারীকে কুপয়ে হত্যা করা হয়।

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় খাস জমি দখলে আ’মী লীগ নেতা, প্রশাসনের নীরব ভূমিকা

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ: প্রতিপক্ষের বাড়িতে হামলা, ৩৭টি গরু লুট

আপডেট সময় ১১:২২:৫৬ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের জেরে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ৩৭টি গরু লুট হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলার হাকিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপি নেতা দুলু গ্রুপের লোকজন প্রতিপক্ষ নেতা সাইদ, আমিরুল, মঈন, আব্দুল জব্বার ও আব্দুল আলীমের বাড়ি থেকে গরুগুলো লুট করে নিয়ে যায়। সংঘর্ষের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে বলেও জানা গেছে।

লুট করা এসব গরুর দাম অন্তত দেড় কোটি টাকা। এ সময় হাকিমপুর গ্রামের কয়েকটি দোকান ও বাড়িঘরে ভাঙচুর চালানো হয়। এদিকে মোশারফ হত্যার ঘটনায় তার স্ত্রী ময়না খাতুন বাদী হয়ে ২০ জনকে আসামি করে হরিণাকুণ্ডু থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। এরপর থেকে গ্রেপ্তার আতঙ্কে ওই গ্রাম পুরুষশূন্য হয়ে পড়েছে।

স্থানীয় ইউপি সদস্য ও বিএনপি নেতা আশরাফ উদ্দীন স্বপন বলেন, ‘হাকিমপুর গ্রাম থেকে একাধিক ব্যক্তির গরু লুট করা হয়েছে। সেই সঙ্গে বেশ কয়েকজনের বাড়িঘরও ভাঙচুর করা হয়েছে।

হরিণাকুণ্ডু থানার ওসি এম এ রউফ বলেন, ‘বাড়িঘরে হামলা ভাঙচুর ও গরু লুটের বিষয়টি আমার জানা নেই। এ নিয়ে কেউ অভিযোগ দিলে তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গতকাল মঙ্গলবার সকালে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার হাকিমপুর গ্রামে বিএনপরি দুই গ্রুপের সংঘর্ষে মোশারফ হোসেন নামে এক আইনজীবীর সহকারীকে কুপয়ে হত্যা করা হয়।