উত্তরা ১১ নম্বর সেক্টরের খেলার মাঠে সোমবার (১০ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়েছে তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে উৎসবমুখর এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মজিদ।
প্রতিযোগিতায় অঙ্ক দৌড়, বিভিন্ন মিটার দৌড়, খেলো ও বাঁচো, স্লো সাইকেল রেইস, হাড়িভাঙা, ‘শিক্ষক বলেছেন’সহ নানা ইভেন্টে শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশ নেয়। এছাড়া তানযীমুল উম্মাহ শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় তিলাওয়াত, গান ও বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন দর্শকদের মুগ্ধ করে।
তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব হাবীবুল্লাহ মুহাম্মাদ ইকবালের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ড. আব্দুল্লাহ আল মামুন, ভাইস চেয়ারম্যান ড. মীম আতিকুল্লাহ, উত্তরা ১১ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজ জামান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. সালাহ উদ্দিন ভূঁইয়া।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদরাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল এইচ এম আবদুল্লাহ আল মামুন, ফাউন্ডেশনের ডিরেক্টর এম. এম রবিঊল ইসলাম, কেন্দ্রীয় পরীক্ষা বিষয়ক কর্মকর্তা নুরুল আমিন, বিভিন্ন শাখার অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দসহ বিপুলসংখ্যক অভিভাবক ও শিক্ষার্থী।
অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন মাদরাসার ভাইস প্রিন্সিপাল ওমর ফারুক মজুমদার। দিনব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের জন্য আনন্দময় ও স্মরণীয় হয়ে ওঠে।