ঢাকা ০৩:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জুলাই সনদে স্বাক্ষর শুক্রবার, ফেব্রুয়ারিতে নির্বাচন: প্রধান উপদেষ্টা Logo ‘পিআর পদ্ধতি সংযোজন ও গণভোটের মাধ্যমে জনগণের মতামত নেওয়া জরুরি’ Logo শিক্ষকের উপর পুলিশী হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo মুন্সীগঞ্জে পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে জামায়াতের মানববন্ধন Logo চাকসু নির্বাচন: ভোট গ্রহণের পর কেন্দ্র পাহারায় ছাত্রীরা Logo সুন্দরগঞ্জে সরকারি হাসপাতালে অ্যানথ্রাক্স চিকিৎসায় অনীহা, বিপাকে রোগীরা Logo মুগ্ধতা ছড়িয়ে বিদায় নিলেন শাজাহানপুর উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান Logo পাকিস্তান-আফগানিস্তান ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত Logo জকসু নির্বাচন উপলক্ষ্যে নিরাপত্তা ও প্রস্তুতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত Logo দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩২ বিলিয়ন ডলার

গাজার জন্য ঢাকায় কনসার্ট ১৪ নভেম্বর

গত ৭ অক্টোবর ইসরাইলে হামাস নজিরবিহীন হামলা চালানোর পর থেকে গাজায় বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। এতে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের বিনোদন অঙ্গনের তারকারা। ঢাকার একদল তরুণ যুদ্ধবিধ্বস্ত, গণহত্যার শিকার ফিলিস্তিনের জন্য কনসার্টের আয়োজন করেছে। ‘আর্টিস্ট অ্যাগেইনস্ট জেনোসাইড ফ্রন্ট’ থেকে অর্থসংগ্রহণমূলক এই কনসার্টের শিরোনাম দেওয়া হয়েছে ‘টু গাজা ফ্রম ঢাকা’। কনসার্ট থেকে অর্জিত অর্থ ‘রেড ক্রিসেন্ট’ অথবা ‘প্যালেস্টাইন চিলড্রেন্স ফান্ড’র মাধ্যমে ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত অসহায় বেসামরিক জনগণের খাবার ও চিকিৎসার জন্য পাঠানো হবে।

কনসার্টের তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ নভেম্বর। তবে এটি যেকোনো সঙ্গত কারণে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আর এটি অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মাঠে। টিকিটের মূল্য রাখা হয়েছে মাত্র ৫০০ টাকা। তবে এর বেশি যদি কেউ ডোনেশন দিতে চায়, সেই ব্যবস্থায়ও রাখা হয়েছে বলে জানান আহমেদ হাসান সানি।

‘টু গাজা ফ্রম ঢাকা’ কনসার্টের আয়োজক প্রধানের অন্যতম সদস্য আহমেদ হাসান সানি বলেন, ‘আমাদের স্বাধীনতা সংগ্রামকালেও বহু শিল্পী পৃথিবীর নানা প্রান্ত থেকে কথা বলেছে- গণহত্যা বন্ধ করো। আমরা তাদেরই উত্তরসূরি। কনসার্টটি কোনো ব্যক্তিগত আয়োজনের নয়। তাদের সেই বলার সাহস নিয়েই আর্টিস্ট অ্যাগেইনস্ট জেনোসাইড ফ্রন্ট থেকে আমাদের এই আয়োজন। এখানে সবাই নিজেদের ইচ্ছায় অংশগ্রহণ করতে পারবে।’

তিনি আরও বলেন, ‘কনসার্টের পাশাপাশি কার্টুনিস্ট মোরশেদ মিশু শহরের দেয়ালে দেয়ালে ফিলিস্তিনে চলমান গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদী গ্রাফিতি আঁকবেন। আমরা দুজনই প্রথম ফিলিস্তিনের জন্য কিছু করার তাগিদে এক হয়েছি। কনসার্টের ভাবনা ভেবেছি। এখানে যেকোনো শিল্পী তার যেকোনো কাজ নিয়ে আমাদের সঙ্গী হতে পারবেন। হোক ছবি আঁকা, দেয়ালচিত্র তৈরি বা যেকোনো কিছু।’

জনপ্রিয় সংবাদ

জুলাই সনদে স্বাক্ষর শুক্রবার, ফেব্রুয়ারিতে নির্বাচন: প্রধান উপদেষ্টা

গাজার জন্য ঢাকায় কনসার্ট ১৪ নভেম্বর

আপডেট সময় ০৬:৩৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩

গত ৭ অক্টোবর ইসরাইলে হামাস নজিরবিহীন হামলা চালানোর পর থেকে গাজায় বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। এতে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের বিনোদন অঙ্গনের তারকারা। ঢাকার একদল তরুণ যুদ্ধবিধ্বস্ত, গণহত্যার শিকার ফিলিস্তিনের জন্য কনসার্টের আয়োজন করেছে। ‘আর্টিস্ট অ্যাগেইনস্ট জেনোসাইড ফ্রন্ট’ থেকে অর্থসংগ্রহণমূলক এই কনসার্টের শিরোনাম দেওয়া হয়েছে ‘টু গাজা ফ্রম ঢাকা’। কনসার্ট থেকে অর্জিত অর্থ ‘রেড ক্রিসেন্ট’ অথবা ‘প্যালেস্টাইন চিলড্রেন্স ফান্ড’র মাধ্যমে ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত অসহায় বেসামরিক জনগণের খাবার ও চিকিৎসার জন্য পাঠানো হবে।

কনসার্টের তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ নভেম্বর। তবে এটি যেকোনো সঙ্গত কারণে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আর এটি অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মাঠে। টিকিটের মূল্য রাখা হয়েছে মাত্র ৫০০ টাকা। তবে এর বেশি যদি কেউ ডোনেশন দিতে চায়, সেই ব্যবস্থায়ও রাখা হয়েছে বলে জানান আহমেদ হাসান সানি।

‘টু গাজা ফ্রম ঢাকা’ কনসার্টের আয়োজক প্রধানের অন্যতম সদস্য আহমেদ হাসান সানি বলেন, ‘আমাদের স্বাধীনতা সংগ্রামকালেও বহু শিল্পী পৃথিবীর নানা প্রান্ত থেকে কথা বলেছে- গণহত্যা বন্ধ করো। আমরা তাদেরই উত্তরসূরি। কনসার্টটি কোনো ব্যক্তিগত আয়োজনের নয়। তাদের সেই বলার সাহস নিয়েই আর্টিস্ট অ্যাগেইনস্ট জেনোসাইড ফ্রন্ট থেকে আমাদের এই আয়োজন। এখানে সবাই নিজেদের ইচ্ছায় অংশগ্রহণ করতে পারবে।’

তিনি আরও বলেন, ‘কনসার্টের পাশাপাশি কার্টুনিস্ট মোরশেদ মিশু শহরের দেয়ালে দেয়ালে ফিলিস্তিনে চলমান গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদী গ্রাফিতি আঁকবেন। আমরা দুজনই প্রথম ফিলিস্তিনের জন্য কিছু করার তাগিদে এক হয়েছি। কনসার্টের ভাবনা ভেবেছি। এখানে যেকোনো শিল্পী তার যেকোনো কাজ নিয়ে আমাদের সঙ্গী হতে পারবেন। হোক ছবি আঁকা, দেয়ালচিত্র তৈরি বা যেকোনো কিছু।’