ঢাকা ০৭:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ২৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় খালাস পেলেন মাহমুদুর রহমান

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টার মামলায় খালাস পেয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।

আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) তার উপস্থিতিতে ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ তারিক এজাজ এ রায় দেন। মাহমুদুর রহমানের আইনজীবী তানভীর আহমেদ আল-আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

২০২৩ সালের ১৭ আগস্ট এ মামলায় মাহমুদুর রহমান ছাড়াও সাংবাদিক শফিক রেহমানসহ ৫ জনকে পৃথক দুটি ধারায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছিলেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত।

দণ্ডপ্রাপ্ত অন্যরা হলেন- জাসাস নেতা মোহাম্মদ উল্লাহ, রিজভী আহমেদ সিজার ও মিজানুর রহমান ভুইয়া।
এ রায়ের পর গত বছরের ২২ সেপ্টেম্বর জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় সাজাপ্রাপ্ত আসামি সাংবাদিক শফিক রেহমান ও যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান ভূঁইয়ার সাজা এক বছরের জন্য স্থগিত করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

অন্যদিকে আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে গত বছরের ২৯ সেপ্টেম্বর মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানো আদেশ দেন আদালত। পরবর্তীতে পাঁচ দিন কারাভোগের পর ৩ অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ আদালত তার জামিন মঞ্জুর করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১১ সালের সেপ্টেম্বরের আগে আসামিরা জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণ করে হত্যার ষড়যন্ত্র করেন। ওই ঘটনায় ২০১৫ সালের ৩ আগস্ট বাদী হয়ে পল্টন মডেল থানায় অপহরণের মামলা করেন গোয়েন্দা পুলিশের পরিদর্শক ফজলুর রহমান। পরবর্তী ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি মাহমুদুর রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

জনপ্রিয় সংবাদ

টিভিতে যা দেখবেন আজ

জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় খালাস পেলেন মাহমুদুর রহমান

আপডেট সময় ০৩:৪০:০৩ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টার মামলায় খালাস পেয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।

আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) তার উপস্থিতিতে ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ তারিক এজাজ এ রায় দেন। মাহমুদুর রহমানের আইনজীবী তানভীর আহমেদ আল-আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

২০২৩ সালের ১৭ আগস্ট এ মামলায় মাহমুদুর রহমান ছাড়াও সাংবাদিক শফিক রেহমানসহ ৫ জনকে পৃথক দুটি ধারায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছিলেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত।

দণ্ডপ্রাপ্ত অন্যরা হলেন- জাসাস নেতা মোহাম্মদ উল্লাহ, রিজভী আহমেদ সিজার ও মিজানুর রহমান ভুইয়া।
এ রায়ের পর গত বছরের ২২ সেপ্টেম্বর জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় সাজাপ্রাপ্ত আসামি সাংবাদিক শফিক রেহমান ও যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান ভূঁইয়ার সাজা এক বছরের জন্য স্থগিত করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

অন্যদিকে আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে গত বছরের ২৯ সেপ্টেম্বর মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানো আদেশ দেন আদালত। পরবর্তীতে পাঁচ দিন কারাভোগের পর ৩ অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ আদালত তার জামিন মঞ্জুর করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১১ সালের সেপ্টেম্বরের আগে আসামিরা জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণ করে হত্যার ষড়যন্ত্র করেন। ওই ঘটনায় ২০১৫ সালের ৩ আগস্ট বাদী হয়ে পল্টন মডেল থানায় অপহরণের মামলা করেন গোয়েন্দা পুলিশের পরিদর্শক ফজলুর রহমান। পরবর্তী ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি মাহমুদুর রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।