ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ২৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

৪র্থ নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির জাতীয় বিতর্ক উৎসব এর সমাপনী অনুষ্ঠিত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘৪র্থ নোবিপ্রবি ডিবেটিং সোসাইটি জাতীয় বিতর্ক উৎসব-২০২৫’ এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক দল। এছাড়া কলেজ পর্যায়ে চট্টগ্রামের হাজেরা তজু ডিগ্রি কলেজ ও স্কুল পর্যায়ে গভর্মেন্ট মুসলিম হাই স্কুল চট্টগ্রাম এর বিতার্কিক দল চ্যাম্পিয়ন হয়।

শনিবার (৮ই ফেব্রুয়ারি) বিকাল ৩ টায় প্রতিযোগিতার ফাইনাল সমাপনী পর্ব বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন  অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক ফাতেমা জান্নাত রিন্তি এবং সহ সভাপতি সাবিকুন নাহার তাহার সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

এছাড়াও উপস্থিত ছিলেন নোবিপ্রবি  কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হানিফ মুরাদ,  ছাত্র পরামর্শ উপদেষ্টা সহযোগী অধ্যাপক নিজাম উদ্দিন,  নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির মডারেটর সহযোগী অধ্যাপক আফসানা মৌসুমি, শহীদুল ইসলাম মুকুল (ব্যবস্থাপনা পরিচালক, মানবসম্পদ, নোয়াখালী রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি),  সুব্রত সরকার (সহকারী পরিচালক,  মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, নোয়াখালী জেলা)।

এসময় প্রধান অতিথির বক্তব্যে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, “অনেকগুলো স্টেজ অতিক্রম করে আজকে যারা বিভিন্ন পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছো তাদের অভিনন্দন জানাচ্ছি। একই সঙ্গে যারা অংশগ্রহণ করেও বিজয়ী হতে পারোনি তাদেরও অভিনন্দন। অংশগ্রহণটাই হচ্ছে বড় বিষয়, এর অর্থ হচ্ছে তুমি আশি পার্সেন্ট এগিয়ে গিয়েছো। এই প্রতিযোগিতার মাধ্যমে তোমাদের মধ্যে পড়াশোনার চেষ্টা, যুক্তি খন্ডনের যে চেষ্টা সেটাই হচ্ছে সবচেয়ে বড় শিক্ষা। আমরা বর্তমানে যে একটি সমতার সমাজ প্রতিষ্ঠা করতে চাই, ন্যায়ের সমাজ প্রতিষ্ঠা করতে চাই এই যুক্তির মাধ্যমে আমরা সেই কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। আমরা এমন একটি দেশ চাই যেখানে আমাদের সন্তানেরা সৎ পথে উপার্জনের মাধ্যমে দেশের জন্য এবং সর্বোপরি বিশ্বের জন্য অবদান রাখবে। শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি তাদের সুকুমার বৃত্তিগুলোকে জাগ্রত করুক এ প্রত্যাশা করছি।”

৪র্থ বারের মতো আয়োজিত এই প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে ডিবেটার্স অব চিটাগং ইউনিভার্সিটি এবং রানার্সআপ হয়েছে আহসানউল্ল্যাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি। কলেজ পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রামের হাজেরা তজু ডিগ্রি কলেজ ডিবেটিং ক্লাব, রানার্সআপ ফেনী সরকারি কলেজ ডিবেটিং ক্লাব। স্কুল পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে গভর্মেন্ট মুসলিম হাই স্কুল, চট্টগ্রাম ও রার্নাসআপ কুমিল্লা মর্ডান হাইস্কুল।

উল্লেখ্য, ‘চিন্তার চিলেকোঠায় উঠুক আলোর মিছিল’ স্লোগানকে প্রতিপাদ্য করে ৬ ফেব্রুয়ারী শুরু হয় ৪র্থ নোবিপ্রবি জাতীয় বিতর্ক প্রতিযোগিতা। এতে বিশ্ববিদ্যালয় পর্যায়ে মোট ৩২টি বিশ্ববিদ্যালয়ের ৯৬ জন বিতার্কিকের অংশগ্রহণে ৬ রাউন্ডে বিতর্ক অনুষ্ঠিত হয়। এছাড়া স্কুল কলেজ পর্যায়ে ১৮ টি দল অংশগ্রহণ করে। বিতর্ক পরিচালনায় ৪২জন বিচারক এবং ২ শতাধিক প্রতিযোগী এই আয়োজনে যুক্ত ছিল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

টিভিতে যা দেখবেন আজ

৪র্থ নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির জাতীয় বিতর্ক উৎসব এর সমাপনী অনুষ্ঠিত

আপডেট সময় ০২:৩৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘৪র্থ নোবিপ্রবি ডিবেটিং সোসাইটি জাতীয় বিতর্ক উৎসব-২০২৫’ এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক দল। এছাড়া কলেজ পর্যায়ে চট্টগ্রামের হাজেরা তজু ডিগ্রি কলেজ ও স্কুল পর্যায়ে গভর্মেন্ট মুসলিম হাই স্কুল চট্টগ্রাম এর বিতার্কিক দল চ্যাম্পিয়ন হয়।

শনিবার (৮ই ফেব্রুয়ারি) বিকাল ৩ টায় প্রতিযোগিতার ফাইনাল সমাপনী পর্ব বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন  অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক ফাতেমা জান্নাত রিন্তি এবং সহ সভাপতি সাবিকুন নাহার তাহার সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

এছাড়াও উপস্থিত ছিলেন নোবিপ্রবি  কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হানিফ মুরাদ,  ছাত্র পরামর্শ উপদেষ্টা সহযোগী অধ্যাপক নিজাম উদ্দিন,  নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির মডারেটর সহযোগী অধ্যাপক আফসানা মৌসুমি, শহীদুল ইসলাম মুকুল (ব্যবস্থাপনা পরিচালক, মানবসম্পদ, নোয়াখালী রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি),  সুব্রত সরকার (সহকারী পরিচালক,  মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, নোয়াখালী জেলা)।

এসময় প্রধান অতিথির বক্তব্যে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, “অনেকগুলো স্টেজ অতিক্রম করে আজকে যারা বিভিন্ন পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছো তাদের অভিনন্দন জানাচ্ছি। একই সঙ্গে যারা অংশগ্রহণ করেও বিজয়ী হতে পারোনি তাদেরও অভিনন্দন। অংশগ্রহণটাই হচ্ছে বড় বিষয়, এর অর্থ হচ্ছে তুমি আশি পার্সেন্ট এগিয়ে গিয়েছো। এই প্রতিযোগিতার মাধ্যমে তোমাদের মধ্যে পড়াশোনার চেষ্টা, যুক্তি খন্ডনের যে চেষ্টা সেটাই হচ্ছে সবচেয়ে বড় শিক্ষা। আমরা বর্তমানে যে একটি সমতার সমাজ প্রতিষ্ঠা করতে চাই, ন্যায়ের সমাজ প্রতিষ্ঠা করতে চাই এই যুক্তির মাধ্যমে আমরা সেই কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। আমরা এমন একটি দেশ চাই যেখানে আমাদের সন্তানেরা সৎ পথে উপার্জনের মাধ্যমে দেশের জন্য এবং সর্বোপরি বিশ্বের জন্য অবদান রাখবে। শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি তাদের সুকুমার বৃত্তিগুলোকে জাগ্রত করুক এ প্রত্যাশা করছি।”

৪র্থ বারের মতো আয়োজিত এই প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে ডিবেটার্স অব চিটাগং ইউনিভার্সিটি এবং রানার্সআপ হয়েছে আহসানউল্ল্যাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি। কলেজ পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রামের হাজেরা তজু ডিগ্রি কলেজ ডিবেটিং ক্লাব, রানার্সআপ ফেনী সরকারি কলেজ ডিবেটিং ক্লাব। স্কুল পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে গভর্মেন্ট মুসলিম হাই স্কুল, চট্টগ্রাম ও রার্নাসআপ কুমিল্লা মর্ডান হাইস্কুল।

উল্লেখ্য, ‘চিন্তার চিলেকোঠায় উঠুক আলোর মিছিল’ স্লোগানকে প্রতিপাদ্য করে ৬ ফেব্রুয়ারী শুরু হয় ৪র্থ নোবিপ্রবি জাতীয় বিতর্ক প্রতিযোগিতা। এতে বিশ্ববিদ্যালয় পর্যায়ে মোট ৩২টি বিশ্ববিদ্যালয়ের ৯৬ জন বিতার্কিকের অংশগ্রহণে ৬ রাউন্ডে বিতর্ক অনুষ্ঠিত হয়। এছাড়া স্কুল কলেজ পর্যায়ে ১৮ টি দল অংশগ্রহণ করে। বিতর্ক পরিচালনায় ৪২জন বিচারক এবং ২ শতাধিক প্রতিযোগী এই আয়োজনে যুক্ত ছিল।