ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ২৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর গাজায় গুলি, নিহত ৪

গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলি সেনাবাহিনী গুলি ছুড়েছে। এতে চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় হাসপাতাল সূত্রের বরাতে আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।

সূত্রটি জানিয়েছে, রোববার (৯ ফেব্রুয়ারি) শহরের পূর্বে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনী গুলি চালানোর পর তিনজনের মৃতদেহ গাজা শহরের ব্যাপটিস্ট হাসপাতালে আনা হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কুয়েত রাউন্ডঅ্যাবাউটে তাদের এলাকায় ফিরে যাওয়ার সময় একদল ফিলিস্তিনিকে লক্ষ্য করে গুলি চালায় ইসরায়েলি সেনারা। এ দলটি গাজা শহরের পূর্বে অবস্থানরত ইউনিটের সেনা।
এর আগে উত্তর গাজাকে দক্ষিণ থেকে পৃথককারী নেটজারিম করিডোর থেকে সেনাবাহিনী সরে যায়। এরপর সেখানকার বাসিন্দারা ফিরে আসা শুরু করে। এমনই এক ফিলিস্তিনি তাদের এলাকা দেখার জন্য আসার পথে গুলির কবলে পড়লেন।

অপরদিকে দক্ষিণ গাজার খান ইউনিসের পূর্বে আল-কারারায় ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে একজন বয়স্ক ফিলিস্তিনি নারী নিহত হয়েছেন।

ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে, তাদের সেনারা সন্দেহভাজনদের ওপর গুলি চালিয়েছে। কারণ অজ্ঞাতরা গাজা শহরের পূর্বে নাহাল ওজের কাছে সেনা অবস্থানের দিকে এগিয়ে আসছিল। নিরাপত্তার স্বার্থেই গুলি চালাতে বাধ্য হয়েছে বলে দাবি সেনাদের।

১৯ জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকা সত্ত্বেও নতুন মৃত্যুর ঘটনা ঘটল। ফলে ইসরায়েলের গণহত্যার শিকার মানুষদের সংখ্যা ৪৮,২০০ জনে দাঁড়াল।

এদিকে গাজাবাসী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে উদ্বিগ্ন। তিনি বলেছেন, যুদ্ধ শেষ হওয়ার পর ইসরায়েল গাজা যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করবে। উপত্যকাটি দখলে নিতে কোনো মার্কিন সেনার প্রয়োজন হবে না। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ট্রুথ সোশ্যাল ওয়েব প্ল্যাটফর্মে এমন মন্তব্য করেছেন তিনি।

গাজা উপত্যকা দখল করে ‘মধ্যপ্রাচ্যের মনোরম স্থান’ হিসেবে গড়ে তোলার প্রস্তাব দেন ট্রাম্প। তার পরিকল্পনার ঘোষণায় বিশ্বব্যাপী নিন্দার ঝড় বইছে। এর একদিন পরই তিনি আবারও একই ধরনের কথা বললেন। এদিকে ইসরায়েল তার সেনাবাহিনীকে গাজা ফিলিস্তিনিদের স্বেচ্ছায় প্রস্থানে কাজ করার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে।

জনপ্রিয় সংবাদ

টিভিতে যা দেখবেন আজ

যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর গাজায় গুলি, নিহত ৪

আপডেট সময় ১১:০২:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫

গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলি সেনাবাহিনী গুলি ছুড়েছে। এতে চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় হাসপাতাল সূত্রের বরাতে আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।

সূত্রটি জানিয়েছে, রোববার (৯ ফেব্রুয়ারি) শহরের পূর্বে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনী গুলি চালানোর পর তিনজনের মৃতদেহ গাজা শহরের ব্যাপটিস্ট হাসপাতালে আনা হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কুয়েত রাউন্ডঅ্যাবাউটে তাদের এলাকায় ফিরে যাওয়ার সময় একদল ফিলিস্তিনিকে লক্ষ্য করে গুলি চালায় ইসরায়েলি সেনারা। এ দলটি গাজা শহরের পূর্বে অবস্থানরত ইউনিটের সেনা।
এর আগে উত্তর গাজাকে দক্ষিণ থেকে পৃথককারী নেটজারিম করিডোর থেকে সেনাবাহিনী সরে যায়। এরপর সেখানকার বাসিন্দারা ফিরে আসা শুরু করে। এমনই এক ফিলিস্তিনি তাদের এলাকা দেখার জন্য আসার পথে গুলির কবলে পড়লেন।

অপরদিকে দক্ষিণ গাজার খান ইউনিসের পূর্বে আল-কারারায় ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে একজন বয়স্ক ফিলিস্তিনি নারী নিহত হয়েছেন।

ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে, তাদের সেনারা সন্দেহভাজনদের ওপর গুলি চালিয়েছে। কারণ অজ্ঞাতরা গাজা শহরের পূর্বে নাহাল ওজের কাছে সেনা অবস্থানের দিকে এগিয়ে আসছিল। নিরাপত্তার স্বার্থেই গুলি চালাতে বাধ্য হয়েছে বলে দাবি সেনাদের।

১৯ জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকা সত্ত্বেও নতুন মৃত্যুর ঘটনা ঘটল। ফলে ইসরায়েলের গণহত্যার শিকার মানুষদের সংখ্যা ৪৮,২০০ জনে দাঁড়াল।

এদিকে গাজাবাসী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে উদ্বিগ্ন। তিনি বলেছেন, যুদ্ধ শেষ হওয়ার পর ইসরায়েল গাজা যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করবে। উপত্যকাটি দখলে নিতে কোনো মার্কিন সেনার প্রয়োজন হবে না। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ট্রুথ সোশ্যাল ওয়েব প্ল্যাটফর্মে এমন মন্তব্য করেছেন তিনি।

গাজা উপত্যকা দখল করে ‘মধ্যপ্রাচ্যের মনোরম স্থান’ হিসেবে গড়ে তোলার প্রস্তাব দেন ট্রাম্প। তার পরিকল্পনার ঘোষণায় বিশ্বব্যাপী নিন্দার ঝড় বইছে। এর একদিন পরই তিনি আবারও একই ধরনের কথা বললেন। এদিকে ইসরায়েল তার সেনাবাহিনীকে গাজা ফিলিস্তিনিদের স্বেচ্ছায় প্রস্থানে কাজ করার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে।