ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কমলাপুর থেকে নির্দিষ্ট সময়েই ছাড়ছে ট্রেন, নেই উপচে পড়া ভিড় Logo সবার আগে ঈদের তারিখ জানাল অস্ট্রেলিয়া Logo মিয়ানমারের মতো বাংলাদেশেও শক্তিশালী ভূমিকম্পের শঙ্কা Logo ঈদে ফাঁকা ঢাকার সুরক্ষায় সব ব্যবস্থা নেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo মিয়ানমারে নিহতের সংখ্যা ১০০০ ছাড়িয়েছে, আহত এক হাজার ৬৭০ Logo প্রধান উপদেষ্টাকে ডক্টরেট ডিগ্রি দিলো চীনের পিকিং বিশ্ববিদ্যালয় Logo যমুনা সেতুতে চলতি বছর টোল আদায়ে নতুন রেকর্ড Logo আর্জেন্টিনার কাছে হারের জেরে দরিভালকে বরখাস্ত করল ব্রাজিল Logo দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করেন,সংস্কার আপনাদের কাজ না: আমীর খসরু Logo মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৪৪, আহত ৭৩২ জন

জাবি ছাত্রদলের বিরুদ্ধে ফুচকার দোকানে চাঁদা দাবির অভিযোগ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৩০:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
  • 0 Views

চলমান ভর্তি পরীক্ষার সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভ্রাম্যমাণ ফুচকা-চটপটির দোকানে চাঁদা দাবির অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে।

রোববার (৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা চলাকালে বটতলা এলাকায় কয়েকটি ভ্রাম্যমাণ দোকানে বিভিন্ন হারে চাঁদা দাবি করেন তারা।

ভর্তি পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং নিরাপত্তার স্বার্থে যেকোনো ধরনের ভ্রাম্যমাণ দোকান বসানোর অনুমতি দেয়া হবে না বলে বিজ্ঞপ্তি দেয় প্রশাসন।

ফুচকার দোকান বসানোর ফলে প্রশাসনের ঝামেলা তারা দেখবে শর্তে চা-পানির টাকা দাবি করেন ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী।

ভুক্তভোগী দোকানদার সূত্রে জানা যায়, রোববার ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী এসব দোকানদারদের কাছে যান। সেখানে তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চলাকালে ভ্রাম্যমাণ দোকান চালানো করা বন্ধ আছে বলে জানান। তবে তাদের প্রতিদিন এক হাজার ৫০০ টাকা করে টাকা দিলে নির্বিঘ্নে ব্যবসা করতে পারবেন এবং কোনো ধরনের সমস্যা হলে তারা (নেতারা) দেখবেন বলে আশ্বাস দেন। তবে দোকানদাররা টাকা দিতে অস্বীকৃতি জানালে, অভিযুক্তরা পরে যেকোনো সময় টাকা নিতে আসবেন বলে জানান।

বিষয়টি ছাত্রদলের অভ্যন্তরে জানাজানি হলে কয়েকজন নেতাকর্মী এসব দোকানদারদের কাছে যান এবং সন্দেহভাজন ব্যক্তিদের ছবি দেখান। এর মধ্যে অর্থনীতি বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের সদস্য গোলাম রাব্বানী অর্নবকে শনাক্ত করেন দোকানদাররা।

অর্নবের সঙ্গে আরও দুজন ছিলেন বলে জানান তারা, তবে বাকিদের শনাক্ত করতে পারেননি ওই দোকানিরা।

জনপ্রিয় সংবাদ

কমলাপুর থেকে নির্দিষ্ট সময়েই ছাড়ছে ট্রেন, নেই উপচে পড়া ভিড়

জাবি ছাত্রদলের বিরুদ্ধে ফুচকার দোকানে চাঁদা দাবির অভিযোগ

আপডেট সময় ০৮:৩০:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫

চলমান ভর্তি পরীক্ষার সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভ্রাম্যমাণ ফুচকা-চটপটির দোকানে চাঁদা দাবির অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে।

রোববার (৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা চলাকালে বটতলা এলাকায় কয়েকটি ভ্রাম্যমাণ দোকানে বিভিন্ন হারে চাঁদা দাবি করেন তারা।

ভর্তি পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং নিরাপত্তার স্বার্থে যেকোনো ধরনের ভ্রাম্যমাণ দোকান বসানোর অনুমতি দেয়া হবে না বলে বিজ্ঞপ্তি দেয় প্রশাসন।

ফুচকার দোকান বসানোর ফলে প্রশাসনের ঝামেলা তারা দেখবে শর্তে চা-পানির টাকা দাবি করেন ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী।

ভুক্তভোগী দোকানদার সূত্রে জানা যায়, রোববার ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী এসব দোকানদারদের কাছে যান। সেখানে তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চলাকালে ভ্রাম্যমাণ দোকান চালানো করা বন্ধ আছে বলে জানান। তবে তাদের প্রতিদিন এক হাজার ৫০০ টাকা করে টাকা দিলে নির্বিঘ্নে ব্যবসা করতে পারবেন এবং কোনো ধরনের সমস্যা হলে তারা (নেতারা) দেখবেন বলে আশ্বাস দেন। তবে দোকানদাররা টাকা দিতে অস্বীকৃতি জানালে, অভিযুক্তরা পরে যেকোনো সময় টাকা নিতে আসবেন বলে জানান।

বিষয়টি ছাত্রদলের অভ্যন্তরে জানাজানি হলে কয়েকজন নেতাকর্মী এসব দোকানদারদের কাছে যান এবং সন্দেহভাজন ব্যক্তিদের ছবি দেখান। এর মধ্যে অর্থনীতি বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের সদস্য গোলাম রাব্বানী অর্নবকে শনাক্ত করেন দোকানদাররা।

অর্নবের সঙ্গে আরও দুজন ছিলেন বলে জানান তারা, তবে বাকিদের শনাক্ত করতে পারেননি ওই দোকানিরা।