কুমিল্লার লালমাই উপজেলায় প্রবাসী স্বামীর ওপর অভিমান করে তানজিনা আক্তার (২৭) নামে এক নারী আত্মহত্যা করেছেন। আজ রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে লালমাই থানার পুলিশ স্বামীর বসতঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
নিহত তানজিনা উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের আশকামতা গ্রামের সৌদি প্রবাসী নাছির উদ্দিনের স্ত্রী এবং জয়নগর গ্রামের সিরাজুল হকের মেয়ে।
পরিবার সূত্রে জানা গেছে, দুই বছর আগে পারিবারিকভাবে তানজিনার বিয়ে হয়।
দাম্পত্য জীবনে তাদের কোনো সন্তান নেই। নিহতের পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা যায়, রবিবার সকালে তানজিনা কিছু জরুরি কেনাকাটার জন্য স্বামী ও শাশুড়ির অনুমতি না নিয়ে স্থানীয় বাগমারা বাজারে যান। বাজার থেকে বাড়িতে ফিরে আসলে ফোনে (ইমুতে) এর কারণ জানতে চান প্রবাসী স্বামী। এনিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে স্বামীর আচরণে ক্ষুব্ধ হয়ে অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে স্বামীর বসতঘরের আড়ায় ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন স্ত্রী। খবর পেয়ে লালমাই থানার সেকেন্ড অফিসার আবদুল্লাহ আল ফারুক নারী পুলিশের সহায়তায় ঝুলন্ত মরদেহটি উদ্ধার ও সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
নিহতের বোন জেসমিন আক্তার বলেন, কি কারণে আমার বোন আত্মহত্যা করেছে আমরা জানি না। রবিবার দুপুরে গিয়ে দেখি আমার বোন বসতঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে আছে।
লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধারের ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।