ঢাকা ০৮:০১ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ২৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo পলকের বার্তা: ভয় দেখিয়ে নয়, ভালবাসা দিয়ে জয় করতে হয় Logo বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ Logo অপারেশন ডেভিল হান্টের নামে বিরোধীমত দমন করা হচ্ছে: জিএম কাদের Logo প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি Logo জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় খালাস পেলেন মাহমুদুর রহমান Logo ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে হাড় পাওয়ার কথা জানাল সিআইডি Logo শাহবাগে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ Logo ৪র্থ নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির জাতীয় বিতর্ক উৎসব এর সমাপনী অনুষ্ঠিত Logo ফেনী জেলা যুবদলের নবগঠিত আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল Logo ৬৪ জেলায় সমাবেশের পূর্ণাঙ্গ কর্মসূচি ঘোষণা বিএনপির

কুমিল্লায় প্রবাসী স্বামীর ওপর অভিমান করে গৃহবধূর আত্মহত্যা

কুমিল্লায় প্রবাসী স্বামীর ওপর অভিমান করে গৃহবধূর আত্মহত্যা

কুমিল্লার লালমাই উপজেলায় প্রবাসী স্বামীর ওপর অভিমান করে তানজিনা আক্তার (২৭) নামে এক নারী আত্মহত্যা করেছেন। আজ রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে লালমাই থানার পুলিশ স্বামীর বসতঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

নিহত তানজিনা উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের আশকামতা গ্রামের সৌদি প্রবাসী নাছির উদ্দিনের স্ত্রী এবং জয়নগর গ্রামের সিরাজুল হকের মেয়ে।

পরিবার সূত্রে জানা গেছে, দুই বছর আগে পারিবারিকভাবে তানজিনার বিয়ে হয়।

দাম্পত্য জীবনে তাদের কোনো সন্তান নেই। নিহতের পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা যায়, রবিবার সকালে তানজিনা কিছু জরুরি কেনাকাটার জন্য স্বামী ও শাশুড়ির অনুমতি না নিয়ে স্থানীয় বাগমারা বাজারে যান। বাজার থেকে বাড়িতে ফিরে আসলে ফোনে (ইমুতে) এর কারণ জানতে চান প্রবাসী স্বামী। এনিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে স্বামীর আচরণে ক্ষুব্ধ হয়ে অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে স্বামীর বসতঘরের আড়ায় ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন স্ত্রী। খবর পেয়ে লালমাই থানার সেকেন্ড অফিসার আবদুল্লাহ আল ফারুক নারী পুলিশের সহায়তায় ঝুলন্ত মরদেহটি উদ্ধার ও সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

নিহতের বোন জেসমিন আক্তার বলেন, কি কারণে আমার বোন আত্মহত্যা করেছে আমরা জানি না। রবিবার দুপুরে গিয়ে দেখি আমার বোন বসতঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে আছে।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধারের ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পলকের বার্তা: ভয় দেখিয়ে নয়, ভালবাসা দিয়ে জয় করতে হয়

কুমিল্লায় প্রবাসী স্বামীর ওপর অভিমান করে গৃহবধূর আত্মহত্যা

আপডেট সময় ১১:৪০:২৬ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫

কুমিল্লার লালমাই উপজেলায় প্রবাসী স্বামীর ওপর অভিমান করে তানজিনা আক্তার (২৭) নামে এক নারী আত্মহত্যা করেছেন। আজ রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে লালমাই থানার পুলিশ স্বামীর বসতঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

নিহত তানজিনা উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের আশকামতা গ্রামের সৌদি প্রবাসী নাছির উদ্দিনের স্ত্রী এবং জয়নগর গ্রামের সিরাজুল হকের মেয়ে।

পরিবার সূত্রে জানা গেছে, দুই বছর আগে পারিবারিকভাবে তানজিনার বিয়ে হয়।

দাম্পত্য জীবনে তাদের কোনো সন্তান নেই। নিহতের পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা যায়, রবিবার সকালে তানজিনা কিছু জরুরি কেনাকাটার জন্য স্বামী ও শাশুড়ির অনুমতি না নিয়ে স্থানীয় বাগমারা বাজারে যান। বাজার থেকে বাড়িতে ফিরে আসলে ফোনে (ইমুতে) এর কারণ জানতে চান প্রবাসী স্বামী। এনিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে স্বামীর আচরণে ক্ষুব্ধ হয়ে অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে স্বামীর বসতঘরের আড়ায় ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন স্ত্রী। খবর পেয়ে লালমাই থানার সেকেন্ড অফিসার আবদুল্লাহ আল ফারুক নারী পুলিশের সহায়তায় ঝুলন্ত মরদেহটি উদ্ধার ও সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

নিহতের বোন জেসমিন আক্তার বলেন, কি কারণে আমার বোন আত্মহত্যা করেছে আমরা জানি না। রবিবার দুপুরে গিয়ে দেখি আমার বোন বসতঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে আছে।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধারের ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।