আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করে ১,৩০৮ জনকে গ্রেপ্তার করেছে। আজ রবিবার (৯ ফেব্রুয়ারি) পুলিশ সদর দপ্তর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
সূত্র জানায়, গত রাত থেকে আজ দুপুর পর্যন্ত চলমান অভিযানে মহানগর এলাকায় ২৭৪ জন এবং রেঞ্জভুক্ত এলাকায় ১,০৩৪ জন গ্রেপ্তার হয়েছেন।
এর আগে দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে গতকাল সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভায় শনিবার এই সিদ্ধান্ত হয়।