ঢাকা ০৩:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মোহাম্মদপুরে বিএনপির দুই নেতা বহিষ্কার Logo সুপার ফোরে উঠতে পারে বাংলাদেশ, আশাবাদী শোয়েব মালিক Logo চিরনিদ্রায় শায়িত জাবি শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস Logo বিশ্ববিদ্যালয় নির্বাচন জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না: দুলু Logo জাকসু: অব্যবস্থাপনা ও ফলাফল প্রকাশে বিলম্বের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ Logo লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি, সরে দাঁড়ালেন জাকসু নির্বাচন কমিশনার Logo অবশেষে নেপালের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন সুশীলা কার্কি, রাতেই শপথ Logo চাঁদা না দেওয়ায় ইমামকে হত্যাচেষ্টা, থানায় অভিযোগ Logo ম্যানুয়াল পদ্ধতিতেই চলবে ভোট গণনা, ফলাফল আজকের মধ্যেই Logo জামায়াতে যোগ দিলেন বিএনপি ও জাতীয় পার্টির ৫০ নেতাকর্মী

আমদানির পরও আলু বিক্রি হচ্ছে না সরকারি দামে

আমদানির পরও আলু বিক্রি হচ্ছে না সরকারি দামে। চার দিন ধরে দেশের বাজারে আমদানি করা আলু বিক্রি হচ্ছে। এতে দাম একটু কমেছে, কিন্তু এখনো সরকারনির্ধারিত দামে আলু পাওয়া যাচ্ছে না। খুচরা বাজারে ক্রেতাদের বাড়তি দাম দিয়ে আলু কিনতে হচ্ছে। বাজারে পুরোনো আলুর পাশাপাশি নতুন আলু পাওয়া যাচ্ছে, যদিও তা সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আমদানি করা আলু বাজারে আসার পর দেশের বাজারে আলুর দাম কমতে শুরু করেছে। তবে দাম যে খুব বেশি কমেছে, তা বলা যাবে না। বাজারে আলুর দাম কেজিপ্রতি ১০ টাকার মতো কমেছে। অর্থাৎ এখনো তা সরকারনির্ধারিত দামের কাছাকাছি আসতে পারেনি।

আলুর সরকারনির্ধারিত দাম কেজিপ্রতি ৩৫ থেকে ৩৬ টাকা। কিন্তু বাজার থেকে এখনো কেজিপ্রতি ৫৫ থেকে ৬০ টাকা দরে আলু কিনতে হচ্ছে ক্রেতাদের। অধিকাংশ ক্ষেত্রে ক্রেতাদের ৬০ টাকা কেজিতেই আলু কিনতে হচ্ছে।

সরকার খুচরা বাজারের পাশাপাশি হিমাগার পর্যায়েও আলুর দাম কেজিপ্রতি সর্বোচ্চ ২৭ টাকা নির্ধারণ করে দিয়েছে। এদিকে বাজারে নতুন আলুও আসতে শুরু করেছে—এই আলুর দাম কেজিপ্রতি ১৪০ থেকে ১৬০ টাকা।

হাতিরপুল বাজারের এক মুদি দোকানি বলেন, ভারতীয় আলু বাজারে আসার পর পাইকারিতে দাম কমতে শুরু করেছে। খুচরায় আলুর দাম একটু কম রাখা যাচ্ছে। তবে সরকার যে দাম ঠিক করে দিয়েছে, দাম এখনো তার ধারে কাছে আসেনি। দাম যে হারে বেড়েছিল, সে হারে কমছে না।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, দাম নিয়ন্ত্রণ করতে সরকার গত ৩০ অক্টোবর আলু আমদানির অনুমতি দেওয়ার তিন দিনের মাথায় দেশে আমদানির আলু আসতে শুরু করে। গতকাল রোববার পর্যন্ত আলু এসেছে ১ হাজার ৬৯৯ টন। সরকার এখন পর্যন্ত আলু আমদানির অনুমতি দিয়েছে ১ লাখ ৯ হাজার ৪১৬ টন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মোহাম্মদপুরে বিএনপির দুই নেতা বহিষ্কার

আমদানির পরও আলু বিক্রি হচ্ছে না সরকারি দামে

আপডেট সময় ০৩:৪৮:২২ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩

আমদানির পরও আলু বিক্রি হচ্ছে না সরকারি দামে। চার দিন ধরে দেশের বাজারে আমদানি করা আলু বিক্রি হচ্ছে। এতে দাম একটু কমেছে, কিন্তু এখনো সরকারনির্ধারিত দামে আলু পাওয়া যাচ্ছে না। খুচরা বাজারে ক্রেতাদের বাড়তি দাম দিয়ে আলু কিনতে হচ্ছে। বাজারে পুরোনো আলুর পাশাপাশি নতুন আলু পাওয়া যাচ্ছে, যদিও তা সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আমদানি করা আলু বাজারে আসার পর দেশের বাজারে আলুর দাম কমতে শুরু করেছে। তবে দাম যে খুব বেশি কমেছে, তা বলা যাবে না। বাজারে আলুর দাম কেজিপ্রতি ১০ টাকার মতো কমেছে। অর্থাৎ এখনো তা সরকারনির্ধারিত দামের কাছাকাছি আসতে পারেনি।

আলুর সরকারনির্ধারিত দাম কেজিপ্রতি ৩৫ থেকে ৩৬ টাকা। কিন্তু বাজার থেকে এখনো কেজিপ্রতি ৫৫ থেকে ৬০ টাকা দরে আলু কিনতে হচ্ছে ক্রেতাদের। অধিকাংশ ক্ষেত্রে ক্রেতাদের ৬০ টাকা কেজিতেই আলু কিনতে হচ্ছে।

সরকার খুচরা বাজারের পাশাপাশি হিমাগার পর্যায়েও আলুর দাম কেজিপ্রতি সর্বোচ্চ ২৭ টাকা নির্ধারণ করে দিয়েছে। এদিকে বাজারে নতুন আলুও আসতে শুরু করেছে—এই আলুর দাম কেজিপ্রতি ১৪০ থেকে ১৬০ টাকা।

হাতিরপুল বাজারের এক মুদি দোকানি বলেন, ভারতীয় আলু বাজারে আসার পর পাইকারিতে দাম কমতে শুরু করেছে। খুচরায় আলুর দাম একটু কম রাখা যাচ্ছে। তবে সরকার যে দাম ঠিক করে দিয়েছে, দাম এখনো তার ধারে কাছে আসেনি। দাম যে হারে বেড়েছিল, সে হারে কমছে না।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, দাম নিয়ন্ত্রণ করতে সরকার গত ৩০ অক্টোবর আলু আমদানির অনুমতি দেওয়ার তিন দিনের মাথায় দেশে আমদানির আলু আসতে শুরু করে। গতকাল রোববার পর্যন্ত আলু এসেছে ১ হাজার ৬৯৯ টন। সরকার এখন পর্যন্ত আলু আমদানির অনুমতি দিয়েছে ১ লাখ ৯ হাজার ৪১৬ টন।