ঢাকা ০৬:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo টিএসসিতে শিবিরের এই আয়োজনের দায় ভিসি ও প্রক্টর এড়াতে পারে না: নাছির Logo সিভাসুতে বিচারহীনতার প্রতিবাদে মুখে লাল কাপড় পেঁচিয়ে অবস্থান কর্মসূচি Logo ‘প্রধান উপদেষ্টার ঘোষণায় নির্বাচন নিয়ে দোদুল্যমানতা কেটে গেছে’ Logo ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তিতে বিএনপির বিজয় র‍্যালি: গণতন্ত্র পুনরুদ্ধারে নতুন প্রত্যয় Logo ফতহে গণভবনের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রশিবিরের র‍্যালি অনুষ্ঠিত Logo সাংবাদিকদের বিএনপির নয়, দেশ ও জনগণের হতে হবে: আমীর খসরু Logo এদেশের মানুষ চাঁদাবাজদের সাথে আর জোট দেখতে চায় না-অধ্যক্ষ মোস্তফা কামাল Logo আগামীর শাসকদের হাসিনার পরিণতি মনে রাখতে হবে: আসিফ মাহমুদ Logo ফেব্রুয়ারিতে নির্বাচন করতে সিইসিকে চিঠি দেবেন প্রধান উপদেষ্টা Logo বিএনপির আয়োজনে ৫ আগস্ট বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে

আমদানির পরও আলু বিক্রি হচ্ছে না সরকারি দামে

আমদানির পরও আলু বিক্রি হচ্ছে না সরকারি দামে। চার দিন ধরে দেশের বাজারে আমদানি করা আলু বিক্রি হচ্ছে। এতে দাম একটু কমেছে, কিন্তু এখনো সরকারনির্ধারিত দামে আলু পাওয়া যাচ্ছে না। খুচরা বাজারে ক্রেতাদের বাড়তি দাম দিয়ে আলু কিনতে হচ্ছে। বাজারে পুরোনো আলুর পাশাপাশি নতুন আলু পাওয়া যাচ্ছে, যদিও তা সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আমদানি করা আলু বাজারে আসার পর দেশের বাজারে আলুর দাম কমতে শুরু করেছে। তবে দাম যে খুব বেশি কমেছে, তা বলা যাবে না। বাজারে আলুর দাম কেজিপ্রতি ১০ টাকার মতো কমেছে। অর্থাৎ এখনো তা সরকারনির্ধারিত দামের কাছাকাছি আসতে পারেনি।

আলুর সরকারনির্ধারিত দাম কেজিপ্রতি ৩৫ থেকে ৩৬ টাকা। কিন্তু বাজার থেকে এখনো কেজিপ্রতি ৫৫ থেকে ৬০ টাকা দরে আলু কিনতে হচ্ছে ক্রেতাদের। অধিকাংশ ক্ষেত্রে ক্রেতাদের ৬০ টাকা কেজিতেই আলু কিনতে হচ্ছে।

সরকার খুচরা বাজারের পাশাপাশি হিমাগার পর্যায়েও আলুর দাম কেজিপ্রতি সর্বোচ্চ ২৭ টাকা নির্ধারণ করে দিয়েছে। এদিকে বাজারে নতুন আলুও আসতে শুরু করেছে—এই আলুর দাম কেজিপ্রতি ১৪০ থেকে ১৬০ টাকা।

হাতিরপুল বাজারের এক মুদি দোকানি বলেন, ভারতীয় আলু বাজারে আসার পর পাইকারিতে দাম কমতে শুরু করেছে। খুচরায় আলুর দাম একটু কম রাখা যাচ্ছে। তবে সরকার যে দাম ঠিক করে দিয়েছে, দাম এখনো তার ধারে কাছে আসেনি। দাম যে হারে বেড়েছিল, সে হারে কমছে না।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, দাম নিয়ন্ত্রণ করতে সরকার গত ৩০ অক্টোবর আলু আমদানির অনুমতি দেওয়ার তিন দিনের মাথায় দেশে আমদানির আলু আসতে শুরু করে। গতকাল রোববার পর্যন্ত আলু এসেছে ১ হাজার ৬৯৯ টন। সরকার এখন পর্যন্ত আলু আমদানির অনুমতি দিয়েছে ১ লাখ ৯ হাজার ৪১৬ টন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

টিএসসিতে শিবিরের এই আয়োজনের দায় ভিসি ও প্রক্টর এড়াতে পারে না: নাছির

আমদানির পরও আলু বিক্রি হচ্ছে না সরকারি দামে

আপডেট সময় ০৩:৪৮:২২ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩

আমদানির পরও আলু বিক্রি হচ্ছে না সরকারি দামে। চার দিন ধরে দেশের বাজারে আমদানি করা আলু বিক্রি হচ্ছে। এতে দাম একটু কমেছে, কিন্তু এখনো সরকারনির্ধারিত দামে আলু পাওয়া যাচ্ছে না। খুচরা বাজারে ক্রেতাদের বাড়তি দাম দিয়ে আলু কিনতে হচ্ছে। বাজারে পুরোনো আলুর পাশাপাশি নতুন আলু পাওয়া যাচ্ছে, যদিও তা সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আমদানি করা আলু বাজারে আসার পর দেশের বাজারে আলুর দাম কমতে শুরু করেছে। তবে দাম যে খুব বেশি কমেছে, তা বলা যাবে না। বাজারে আলুর দাম কেজিপ্রতি ১০ টাকার মতো কমেছে। অর্থাৎ এখনো তা সরকারনির্ধারিত দামের কাছাকাছি আসতে পারেনি।

আলুর সরকারনির্ধারিত দাম কেজিপ্রতি ৩৫ থেকে ৩৬ টাকা। কিন্তু বাজার থেকে এখনো কেজিপ্রতি ৫৫ থেকে ৬০ টাকা দরে আলু কিনতে হচ্ছে ক্রেতাদের। অধিকাংশ ক্ষেত্রে ক্রেতাদের ৬০ টাকা কেজিতেই আলু কিনতে হচ্ছে।

সরকার খুচরা বাজারের পাশাপাশি হিমাগার পর্যায়েও আলুর দাম কেজিপ্রতি সর্বোচ্চ ২৭ টাকা নির্ধারণ করে দিয়েছে। এদিকে বাজারে নতুন আলুও আসতে শুরু করেছে—এই আলুর দাম কেজিপ্রতি ১৪০ থেকে ১৬০ টাকা।

হাতিরপুল বাজারের এক মুদি দোকানি বলেন, ভারতীয় আলু বাজারে আসার পর পাইকারিতে দাম কমতে শুরু করেছে। খুচরায় আলুর দাম একটু কম রাখা যাচ্ছে। তবে সরকার যে দাম ঠিক করে দিয়েছে, দাম এখনো তার ধারে কাছে আসেনি। দাম যে হারে বেড়েছিল, সে হারে কমছে না।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, দাম নিয়ন্ত্রণ করতে সরকার গত ৩০ অক্টোবর আলু আমদানির অনুমতি দেওয়ার তিন দিনের মাথায় দেশে আমদানির আলু আসতে শুরু করে। গতকাল রোববার পর্যন্ত আলু এসেছে ১ হাজার ৬৯৯ টন। সরকার এখন পর্যন্ত আলু আমদানির অনুমতি দিয়েছে ১ লাখ ৯ হাজার ৪১৬ টন।