ঢাকা ১২:১১ অপরাহ্ন, রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ২৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ইসরায়েলি বিমান হামলায় লেবাননে নিহত ৬

ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চলা যুদ্ধবিরতির মধ্যে পূর্ব লেবাননে বিমান হামলা চালিয়েছে দখলদার বাহিনী। এতে অন্তত ছয়জন নিহত এবং দুজন আহত হয়েছেন।

লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে যে শনিবার পূর্ব বেকা অঞ্চলের জেন্নাতা শহরের কাছে শারা এলাকায় একটি ড্রোন হামলা করে। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে লক্ষ্যবস্তুগুলো হিজবুল্লাহর অপারেটিভ বলে দাবি করেছে। বাহিনীটি বলেছে, “কৌশলগত অস্ত্র উৎপাদন ও সংরক্ষণের জন্য সাইটগুলোর মধ্যে একটিতে হামলা হয়েছে”।

প্রসঙ্গত, গত বছরের ২৭ নভেম্বর স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি হয়, যা শেষ হয় ২৬ জানুয়ারি। পরে যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়ে ১৮ ফেব্রুয়ারি নির্ধারণ করে যুক্তরাষ্ট্র। এই চুক্তির প্রথম ৬০ দিনের মধ্যে ইসরায়েল দক্ষিণ লেবানন থেকে তার সৈন্য প্রত্যাহারে বিলম্ব করেছে। নেতানিয়াহুর দেশের দাবি, চুক্তিটি লেবানন দ্বারা সম্পূর্ণরূপে প্রয়োগ করা হয়নি।

এদিকে ইসরায়েল পূর্ব বেকা উপত্যকায়ও আক্রমণ শুরু করেছে, যা সাধারণত হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসাবে বিবেচিত হয়। গত ৩১ জানুয়ারি, ইসরায়েলি সেনাবাহিনী সিরিয়ার সীমান্তের কাছে হিজবুল্লাহর একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়, এতে কমপক্ষে দুইজন নিহত হয়েছিল।

হিজবুল্লাহ কর্মকর্তা ইব্রাহিম মুসাভি তখন বিমান হামলার নিন্দা করে বলেছিলেন, এই হামলা “খুব বিপজ্জনক এবং স্পষ্ট আগ্রাসন”। এছাড়া লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলা বন্ধ করার আহ্বানও জানিয়েছিলেন তিনি।

সূত্র : আল জাজিরা

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইসরায়েলি বিমান হামলায় লেবাননে নিহত ৬

আপডেট সময় ০৮:৪৭:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫

ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চলা যুদ্ধবিরতির মধ্যে পূর্ব লেবাননে বিমান হামলা চালিয়েছে দখলদার বাহিনী। এতে অন্তত ছয়জন নিহত এবং দুজন আহত হয়েছেন।

লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে যে শনিবার পূর্ব বেকা অঞ্চলের জেন্নাতা শহরের কাছে শারা এলাকায় একটি ড্রোন হামলা করে। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে লক্ষ্যবস্তুগুলো হিজবুল্লাহর অপারেটিভ বলে দাবি করেছে। বাহিনীটি বলেছে, “কৌশলগত অস্ত্র উৎপাদন ও সংরক্ষণের জন্য সাইটগুলোর মধ্যে একটিতে হামলা হয়েছে”।

প্রসঙ্গত, গত বছরের ২৭ নভেম্বর স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি হয়, যা শেষ হয় ২৬ জানুয়ারি। পরে যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়ে ১৮ ফেব্রুয়ারি নির্ধারণ করে যুক্তরাষ্ট্র। এই চুক্তির প্রথম ৬০ দিনের মধ্যে ইসরায়েল দক্ষিণ লেবানন থেকে তার সৈন্য প্রত্যাহারে বিলম্ব করেছে। নেতানিয়াহুর দেশের দাবি, চুক্তিটি লেবানন দ্বারা সম্পূর্ণরূপে প্রয়োগ করা হয়নি।

এদিকে ইসরায়েল পূর্ব বেকা উপত্যকায়ও আক্রমণ শুরু করেছে, যা সাধারণত হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসাবে বিবেচিত হয়। গত ৩১ জানুয়ারি, ইসরায়েলি সেনাবাহিনী সিরিয়ার সীমান্তের কাছে হিজবুল্লাহর একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়, এতে কমপক্ষে দুইজন নিহত হয়েছিল।

হিজবুল্লাহ কর্মকর্তা ইব্রাহিম মুসাভি তখন বিমান হামলার নিন্দা করে বলেছিলেন, এই হামলা “খুব বিপজ্জনক এবং স্পষ্ট আগ্রাসন”। এছাড়া লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলা বন্ধ করার আহ্বানও জানিয়েছিলেন তিনি।

সূত্র : আল জাজিরা