ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ২৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

গ্যাসলাইট নিয়ে খেলতে গিয়ে আগুন লেগে ১০টি ঘর পুড়ে ছাই

গ্যাসলাইট নিয়ে খেলতে গিয়ে আগুন লেগে ১০টি ঘর পুড়ে ছাই

ফরিদপুরের সালথায় শিশুরা গ্যাসলাইট নিয়ে খেলতে গিয়ে চার কৃষকের বাড়িতে আগুন লেগে অন্তত ১০টি ঘরসহ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার বিকালে উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা মৃধাপাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে বিপুল পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, শনিবার বিকালে পুরুরা মৃধাপাড়া গ্রামের আহম্মেদ মোল্যার বসতঘরের পাশে বসে গ্যাসলাইট নিয়ে খেলছিল ২-৩ জন শিশু। একপর্যায় ওই শিশুদের হাতে থাকা গ্যাসলাইটের ফায়ারে আহম্মদ মোল্যার ঘরের বেড়ায় আগুন ধরে যায়। পরে ওই আগুন আশপাশের বসতঘরসহ রান্নাঘরে ছড়িয়ে পড়ে। সালথায় গ্যাসলাইট নিয়ে খেলতে গিয়ে আগুন, ১০টি ঘর পুড়ে ছাই

খবর পেয়ে সালথা ফায়ার সার্ভিসের একটি দল ও স্থানীয়দের যৌথ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ততক্ষণে আহম্মদ মোল্যার ৪টি, আসাদ মোল্যার ২টি, মোস্তফা মোল্যার ৩টি, আমিনুর মোল্যার ১টি ঘর আগুনে সম্পূর্ণ পুড়ে যায়। এ ছাড়া এসব ঘরে থাকা নগদ টাকা ও আসবাবপত্রসহ ধান-পাট পুড়ে ছাই হয়ে যায়। এতে সব মিলিয়ে অন্তত ৩০-৩৫ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়ে বলে দাবি করেন তারা।

এদিকে স্থানীয়রা বলেন, আগুনে ক্ষতিগ্রস্তরা সবাই কৃষক। কৃষিকাজ করেই চলে তাদের সংসার। হঠাৎ আগুনে সর্বস্ব হারিয়ে পাগলপ্রায় অসহায় পরিবারগুলো। তাদের গায়ের কাপড় ছাড়া আর কিছুই রইলো না। এখন থেকে তাদের খোলা আকাশের নিচে বসবাস করতে হবে।

সালথা উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার মো. রাজু আহমেদ বলেন, আমরা খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। তবে ততক্ষণে ৪ পরিবারের ১০ মত ঘর পুড়ে গেছে।

জনপ্রিয় সংবাদ

গ্যাসলাইট নিয়ে খেলতে গিয়ে আগুন লেগে ১০টি ঘর পুড়ে ছাই

আপডেট সময় ১১:৪২:২৫ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫

ফরিদপুরের সালথায় শিশুরা গ্যাসলাইট নিয়ে খেলতে গিয়ে চার কৃষকের বাড়িতে আগুন লেগে অন্তত ১০টি ঘরসহ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার বিকালে উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা মৃধাপাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে বিপুল পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, শনিবার বিকালে পুরুরা মৃধাপাড়া গ্রামের আহম্মেদ মোল্যার বসতঘরের পাশে বসে গ্যাসলাইট নিয়ে খেলছিল ২-৩ জন শিশু। একপর্যায় ওই শিশুদের হাতে থাকা গ্যাসলাইটের ফায়ারে আহম্মদ মোল্যার ঘরের বেড়ায় আগুন ধরে যায়। পরে ওই আগুন আশপাশের বসতঘরসহ রান্নাঘরে ছড়িয়ে পড়ে। সালথায় গ্যাসলাইট নিয়ে খেলতে গিয়ে আগুন, ১০টি ঘর পুড়ে ছাই

খবর পেয়ে সালথা ফায়ার সার্ভিসের একটি দল ও স্থানীয়দের যৌথ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ততক্ষণে আহম্মদ মোল্যার ৪টি, আসাদ মোল্যার ২টি, মোস্তফা মোল্যার ৩টি, আমিনুর মোল্যার ১টি ঘর আগুনে সম্পূর্ণ পুড়ে যায়। এ ছাড়া এসব ঘরে থাকা নগদ টাকা ও আসবাবপত্রসহ ধান-পাট পুড়ে ছাই হয়ে যায়। এতে সব মিলিয়ে অন্তত ৩০-৩৫ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়ে বলে দাবি করেন তারা।

এদিকে স্থানীয়রা বলেন, আগুনে ক্ষতিগ্রস্তরা সবাই কৃষক। কৃষিকাজ করেই চলে তাদের সংসার। হঠাৎ আগুনে সর্বস্ব হারিয়ে পাগলপ্রায় অসহায় পরিবারগুলো। তাদের গায়ের কাপড় ছাড়া আর কিছুই রইলো না। এখন থেকে তাদের খোলা আকাশের নিচে বসবাস করতে হবে।

সালথা উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার মো. রাজু আহমেদ বলেন, আমরা খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। তবে ততক্ষণে ৪ পরিবারের ১০ মত ঘর পুড়ে গেছে।