ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ২৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শেখ হাসিনা দালাই লামা নন, ভারতের উচিত তাকে সমর্থন বন্ধ করা: দ্য প্রিন্ট Logo ইসরায়েলে ৭৪০ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন ট্রাম্পের Logo গাজীপুরে হামলায় আহতদের দেখতে ঢামেকে স্বরাষ্ট্র উপদেষ্টা Logo সাভারে দোকানে মিলল ৭০ মরা মুরগি, পালালেন মালিক Logo ড. ইউনূসের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, জড়িত ভারতের মিডিয়া Logo ছাত্র-জনতার ওপর হামলা প্রতিবাদে বিক্ষোভের ডাক দিয়েছে নাগরিক কমিটি Logo গাজীপুরের ঘটনায় সারজিসের কড়া স্ট্যাটাস Logo আজ পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করবে ছয় সংস্কার কমিশন Logo ট্রাম্পের সঙ্গে বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ তুলতে পারে মোদি Logo সাকিবিয়ান-তামিমিয়ান,মাশরাফিয়ান নয়, বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসুন : তামিম

সাভারে দোকানে মিলল ৭০ মরা মুরগি, পালালেন মালিক

সাভারে দোকানে মিলল ৭০ মরা মুরগি, পালালেন মালিক

‘আমির এন্টারপ্রাইজ’ নামের সাভারের গেন্ডা এলাকার এক ব্যবসাপ্রতিষ্ঠানে মিলল ৭০টি মরা মুরগি। আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ওই ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সরকার।

এ সময় ওই প্রতিষ্ঠান থেকে ৭০টি মরা জব্দ করা হয়। এ সময় দোকানের মালিক জাহাঙ্গীর আলম পালিয়ে যান। মরা মুরগি বিক্রির দায়ে ‘আমির এন্টারপ্রাইজ’-এর ম্যানেজারকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় আরো এক লাখ টাকা জরিমানা করা হয় তাকে।

কারাদণ্ডপ্রাপ্ত ম্যানেজারের নাম ইয়ামিন হোসেন বাবু (৩২)। তিনি বগুড়া জেলার সোনাতলা থানার ছিছারপাড়া গ্রামের মৃত আজিজার প্রধানের ছেলে।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সরকার বলেন, স্থানীয় ও ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে সাভারের গেন্ডা এলাকার ওই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে ৭০টি মরা মুরগি জব্দ করা হয়। এসময় প্রতিষ্ঠানের মালিক জাহাঙ্গীর আলম পালিয়ে যায়।

পরে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা ধার্য করে তা আদায় করা হয়। এছাড়া প্রতিষ্ঠানের ম্যানেজার মো. বাবুকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে অভিযানে সহায়তা করেন বলেও জানান এই কর্মকর্তা।

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনা দালাই লামা নন, ভারতের উচিত তাকে সমর্থন বন্ধ করা: দ্য প্রিন্ট

সাভারে দোকানে মিলল ৭০ মরা মুরগি, পালালেন মালিক

আপডেট সময় ০২:২৬:১৭ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫

‘আমির এন্টারপ্রাইজ’ নামের সাভারের গেন্ডা এলাকার এক ব্যবসাপ্রতিষ্ঠানে মিলল ৭০টি মরা মুরগি। আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ওই ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সরকার।

এ সময় ওই প্রতিষ্ঠান থেকে ৭০টি মরা জব্দ করা হয়। এ সময় দোকানের মালিক জাহাঙ্গীর আলম পালিয়ে যান। মরা মুরগি বিক্রির দায়ে ‘আমির এন্টারপ্রাইজ’-এর ম্যানেজারকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় আরো এক লাখ টাকা জরিমানা করা হয় তাকে।

কারাদণ্ডপ্রাপ্ত ম্যানেজারের নাম ইয়ামিন হোসেন বাবু (৩২)। তিনি বগুড়া জেলার সোনাতলা থানার ছিছারপাড়া গ্রামের মৃত আজিজার প্রধানের ছেলে।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সরকার বলেন, স্থানীয় ও ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে সাভারের গেন্ডা এলাকার ওই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে ৭০টি মরা মুরগি জব্দ করা হয়। এসময় প্রতিষ্ঠানের মালিক জাহাঙ্গীর আলম পালিয়ে যায়।

পরে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা ধার্য করে তা আদায় করা হয়। এছাড়া প্রতিষ্ঠানের ম্যানেজার মো. বাবুকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে অভিযানে সহায়তা করেন বলেও জানান এই কর্মকর্তা।