ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলাভবনের নিচতলার একটি শৌচাগার থেকে ককটেলসদৃশ দুটি বস্তু উদ্ধার করা হয়েছে।
সোমবার (৬ নভেম্বর) বেলা পৌনে ১১টার দিকে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা বস্তু দুটি উদ্ধার করে নিয়ে যান। পুলিশ বলছে, এগুলো আসলে কী, তা পরীক্ষা-নিরীক্ষার পর বলা যাবে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সকাল ১০টার পরপর কলাভবনের নিচতলার একটি শৌচাগারের ভেতরে ককটেলসদৃশ বস্তু দুটি দেখতে পান নিরাপত্তাকর্মী আলী হোসেন। তিনি সঙ্গে সঙ্গে বিষয়টি প্রক্টর মাকসুদুর রহমানকে জানান। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তা শাহবাগ থানা-পুলিশকে জানায়। পুলিশের একটি দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যায়। পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা বস্তু দুটি উদ্ধার করেন।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর মোহাম্মদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের শৌচাগার থেকে ককটেলসদৃশ দুটি বস্তু উদ্ধার করা হয়েছে। বস্তু দুটি আসলেই ককটেল কি না, তা পরীক্ষা-নিরীক্ষার পর জানা যাবে।