ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গুজরাটে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ১৮ জনের মৃত্যু Logo চীনে সেভেন সিস্টার্স নিয়ে যা বলেছিলেন ড. ইউনূস? যেজন্য হতভম্ব ভারত Logo জামায়াতের ঈদ উপলক্ষে প্রীতি ভোজের ঘটনায় বিএনপি – যুবলীগের হামলা Logo শহীদ নাসিব হাসান রিহান-এর পরিবারের সদস্যদের সাথে আমীরে জামায়াতের ঈদ কুশল বিনিময় Logo ড. ইউনূসকে শেহবাজের ফোন, পাকিস্তান সফরের আমন্ত্রণ Logo মিয়ানমারে ভূমিকম্প: ২ হাজার ছাড়াল নিহতের সংখ্যা Logo গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: খালেদা জিয়া Logo ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের পদত্যাগ Logo ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’স্লোগান, বিএনপির সাথে সংঘর্ষ গুলিবিদ্ধ ১ Logo আইপিএলসহ টিভিতে যা দেকবেন আজ

সমাবেশে দাওয়াত না দেওয়ায় বিএনপির দুই গ্রুপের ব্যাপক সংঘর্ষ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৪৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫
  • 0 Views

পটুয়াখালীর বাউফলে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের বাংলাবাজার চৌমাথার কাছে এই সংঘর্ষ ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন—পৌর ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল ফাহাদ, ৭নং ওয়ার্ডের ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজিদ (২০), ৬নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক অন্তর (২১), ৮নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক রেদোয়ান (২০), বরিশাল মহানগর ছাত্রদলের সদস্য ইলিয়াস (২৭) ও ছাত্রদল নেতা কাওসার (২৭)

আহতদের বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের কারণে এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

আহত ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল ফাহাদ বলেন, ৮ ফেব্রুয়ারি আমাদের সমাবেশে সফল করার লক্ষ্যে নাজিরপুর ইউনিয়নে পোস্টার লাগাতে যাই। সেখানে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনায়েত হোসেন খানের নেতৃত্বে তার ছেলেরা আমাদের ওপর অতর্কিত হামলা চালান। তখন তিনি বলেন, তাকে দাওয়াত করা হয়নি, এখানে কোনো পোস্টার লাগানো যাবে না।

প্রত্যক্ষদর্শীদের মতে, সাবেক এমপি শহিদুল আলম তালুকদারের সমর্থকরা জনসভার পোস্টার লাগানোর সময়, কেন্দ্রীয় নেতা এ কে এম ফারুক আহমেদ তালুকদারের সমর্থকদের একটি দল অস্ত্র নিয়ে হামলা চালায়। সংঘর্ষে গুরুতর আহতরা বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুর রফ বলেন, এখন পর্যন্ত সাতজনকে চিকিৎসা দেওয়া হয়েছে। আঘাতের চিহ্ন যা পেয়েছি লিখে রেখেছি।

অন্যদিকে, নাজিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনায়েত হোসেন খান এই অভিযোগ অস্বীকার করে বলেন, ফাহাদের নেতৃত্বে একটি মোটরসাইকেল মহড়ার সময় তার ছেলেদের ওপর হামলা করছে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আতিকুল ইসলাম বলেন, আগামী ৮ ফেব্রুয়ারি বিএনপির প্রোগ্রামের পোস্টার লাগানোকে কেন্দ্র করে একটি সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

গুজরাটে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ১৮ জনের মৃত্যু

সমাবেশে দাওয়াত না দেওয়ায় বিএনপির দুই গ্রুপের ব্যাপক সংঘর্ষ

আপডেট সময় ১১:৪৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫

পটুয়াখালীর বাউফলে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের বাংলাবাজার চৌমাথার কাছে এই সংঘর্ষ ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন—পৌর ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল ফাহাদ, ৭নং ওয়ার্ডের ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজিদ (২০), ৬নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক অন্তর (২১), ৮নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক রেদোয়ান (২০), বরিশাল মহানগর ছাত্রদলের সদস্য ইলিয়াস (২৭) ও ছাত্রদল নেতা কাওসার (২৭)

আহতদের বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের কারণে এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

আহত ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল ফাহাদ বলেন, ৮ ফেব্রুয়ারি আমাদের সমাবেশে সফল করার লক্ষ্যে নাজিরপুর ইউনিয়নে পোস্টার লাগাতে যাই। সেখানে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনায়েত হোসেন খানের নেতৃত্বে তার ছেলেরা আমাদের ওপর অতর্কিত হামলা চালান। তখন তিনি বলেন, তাকে দাওয়াত করা হয়নি, এখানে কোনো পোস্টার লাগানো যাবে না।

প্রত্যক্ষদর্শীদের মতে, সাবেক এমপি শহিদুল আলম তালুকদারের সমর্থকরা জনসভার পোস্টার লাগানোর সময়, কেন্দ্রীয় নেতা এ কে এম ফারুক আহমেদ তালুকদারের সমর্থকদের একটি দল অস্ত্র নিয়ে হামলা চালায়। সংঘর্ষে গুরুতর আহতরা বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুর রফ বলেন, এখন পর্যন্ত সাতজনকে চিকিৎসা দেওয়া হয়েছে। আঘাতের চিহ্ন যা পেয়েছি লিখে রেখেছি।

অন্যদিকে, নাজিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনায়েত হোসেন খান এই অভিযোগ অস্বীকার করে বলেন, ফাহাদের নেতৃত্বে একটি মোটরসাইকেল মহড়ার সময় তার ছেলেদের ওপর হামলা করছে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আতিকুল ইসলাম বলেন, আগামী ৮ ফেব্রুয়ারি বিএনপির প্রোগ্রামের পোস্টার লাগানোকে কেন্দ্র করে একটি সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।