ঢাকা ০৮:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচের আগে দিল্লিতে ভয়াবহ বায়ুদূষণ

ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ ও শ্রীলঙ্কা দিল্লিতে মুখোমুখি হবে। কিন্তু তার আগে ভারতের রাজধানীতে আরও ভয়াবহ হয়ে উঠেছে বায়ুদূষণ। পরিস্থিতি মোকাবিলায় উচ্চপর্যায়ের জরুরি বৈঠক ডেকেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

সোমবার (৬ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবর অনুসারে, টানা পঞ্চমদিনের মতো দিল্লির বাতাসের মান (এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই) ‘গুরুতর’ মাত্রায় রয়েছে। শহরটিতে গড় একিউআই রেকর্ড করা হয়েছে ৪৮৮।

সোমবার বাংলাদেশ সময় দুপুর ২টা ৪০ মিনিটে দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে লঙ্কানদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। কিন্তু তার আগে দু’দলের অনুশীলনেই বাগড়া দিয়েছে বায়ুদূষণ। দিল্লির বিষাক্ত বাতাসের কারণে গত শুক্রবার অনুশীলন বাতিল করেছে বাংলাদেশ। শনিবার একই ঘোষণা দেয় শ্রীলঙ্কাও।

দূষণ পরিস্থিতির উন্নতি না হওয়ায় দিল্লিতে পঞ্চম শ্রেণি পর্যন্ত সব স্কুল আগামী ১০ নভেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে স্থানীয় সরকার। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির স্কুলগুলো বন্ধ রাখা বাধ্যতামূলক না হলেও অনলাইনে পাঠদানের পরামর্শ দেওয়া হয়েছে।

গত কয়েকদিন ধরেই বিষাক্ত ধোঁয়াশায় ছেয়ে রয়েছে গোটা দিল্লি। এটি শিশু এবং বয়স্কদের শ্বাসকষ্ট ও চোখের নানা রোগ সৃষ্টি করতে পারে বলে সতর্ক করেছেন চিকিৎসকরা।

চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বেড়ে নিহতের সংখ্যা এখন ২০৪

বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচের আগে দিল্লিতে ভয়াবহ বায়ুদূষণ

আপডেট সময় ০১:৩১:৪৪ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩

ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ ও শ্রীলঙ্কা দিল্লিতে মুখোমুখি হবে। কিন্তু তার আগে ভারতের রাজধানীতে আরও ভয়াবহ হয়ে উঠেছে বায়ুদূষণ। পরিস্থিতি মোকাবিলায় উচ্চপর্যায়ের জরুরি বৈঠক ডেকেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

সোমবার (৬ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবর অনুসারে, টানা পঞ্চমদিনের মতো দিল্লির বাতাসের মান (এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই) ‘গুরুতর’ মাত্রায় রয়েছে। শহরটিতে গড় একিউআই রেকর্ড করা হয়েছে ৪৮৮।

সোমবার বাংলাদেশ সময় দুপুর ২টা ৪০ মিনিটে দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে লঙ্কানদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। কিন্তু তার আগে দু’দলের অনুশীলনেই বাগড়া দিয়েছে বায়ুদূষণ। দিল্লির বিষাক্ত বাতাসের কারণে গত শুক্রবার অনুশীলন বাতিল করেছে বাংলাদেশ। শনিবার একই ঘোষণা দেয় শ্রীলঙ্কাও।

দূষণ পরিস্থিতির উন্নতি না হওয়ায় দিল্লিতে পঞ্চম শ্রেণি পর্যন্ত সব স্কুল আগামী ১০ নভেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে স্থানীয় সরকার। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির স্কুলগুলো বন্ধ রাখা বাধ্যতামূলক না হলেও অনলাইনে পাঠদানের পরামর্শ দেওয়া হয়েছে।

গত কয়েকদিন ধরেই বিষাক্ত ধোঁয়াশায় ছেয়ে রয়েছে গোটা দিল্লি। এটি শিশু এবং বয়স্কদের শ্বাসকষ্ট ও চোখের নানা রোগ সৃষ্টি করতে পারে বলে সতর্ক করেছেন চিকিৎসকরা।