ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আমিরে জামায়াত দেশের চিকিৎসা ব্যবস্থায় আস্থা রাখায় কৃতজ্ঞ চিকিৎসকরা Logo জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন Logo গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট Logo ঢাকা কলেজে অনুষ্ঠিত হলো বেসিক মানবাধিকার বিষয়ক কর্মশালা Logo ছাত্রদলের সমাবেশ ঘিরে নেতাকর্মীদের জন্য গুরুত্বপূর্ণ ৬ নির্দেশনা Logo আমীরে জামায়াতের  হার্টে ৪ ব্লক, শনিবার বাইপাস সার্জারি Logo শাহবাগ মোড়ে জুলাই যোদ্ধাদের ২ গ্রুপের সংঘর্ষ Logo আওয়ামি সংশ্লিষ্টতার অভিযোগে সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন Logo জামায়াত আমির ডা. শফিকুর রহমানের বাইপাস সার্জারি আগামীকাল Logo রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করলো ভারত

ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

  • মোশারফ হোসেন
  • আপডেট সময় ০৮:০৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫
  • 91

ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আগামী এপ্রিলে ঢাকায় আসতে পারেন।

এ তথ্য জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, “আমরা এখনও তারিখ ঠিক করিনি, তবে আমরা আশা করছি উনি ঢাকায় আসবেন, এবং কিছুটা সময় লাগবে।

আমার অনুমান, হয়তো এপ্রিল মাসের কোনো এক সময় আসবেন, এর আগে নয়। কাজেই এখনো প্রচুর সময় আছে। আরেক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, ‘পাকিস্তানের সঙ্গে আমাদের ৫৩-৫৪ বছরের অমীমাংসিত বিষয় আছে। এগুলো আমরা নিশ্চয়ই সেখানে উল্লেখ করব।

কিন্তু বিষয়টা হচ্ছে, সম্পর্ক এগিয়ে নেওয়া, যদি শুধু ওই ইস্যুগুলোতে দাঁড়িয়ে থাকে তাহলে তাদের ও আমাদের কোনো লাভ নেই। পাকিস্তানের সঙ্গে সম্পর্ককে অন্য একটি দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের আদলে দেখার পরামর্শ দিয়ে উপদেষ্টা বলেন, ‘আমরা অবশ্যই আমাদের স্বার্থ রক্ষার চেষ্টা করব, উদ্ধারের চেষ্টা করব। পাশাপাশি আমরা চাইব, বাংলাদেশের সঙ্গে যেমন অন্য দেশের যেমন সম্পর্ক, পাকিস্তানের সঙ্গেও ঠিক সে রকম এ থাকবে। আলাদা করে সেই সম্পর্কটা খারাপ করার কোনো কারণ আমি দেখি না।

জনপ্রিয় সংবাদ

আমিরে জামায়াত দেশের চিকিৎসা ব্যবস্থায় আস্থা রাখায় কৃতজ্ঞ চিকিৎসকরা

ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৮:০৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আগামী এপ্রিলে ঢাকায় আসতে পারেন।

এ তথ্য জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, “আমরা এখনও তারিখ ঠিক করিনি, তবে আমরা আশা করছি উনি ঢাকায় আসবেন, এবং কিছুটা সময় লাগবে।

আমার অনুমান, হয়তো এপ্রিল মাসের কোনো এক সময় আসবেন, এর আগে নয়। কাজেই এখনো প্রচুর সময় আছে। আরেক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, ‘পাকিস্তানের সঙ্গে আমাদের ৫৩-৫৪ বছরের অমীমাংসিত বিষয় আছে। এগুলো আমরা নিশ্চয়ই সেখানে উল্লেখ করব।

কিন্তু বিষয়টা হচ্ছে, সম্পর্ক এগিয়ে নেওয়া, যদি শুধু ওই ইস্যুগুলোতে দাঁড়িয়ে থাকে তাহলে তাদের ও আমাদের কোনো লাভ নেই। পাকিস্তানের সঙ্গে সম্পর্ককে অন্য একটি দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের আদলে দেখার পরামর্শ দিয়ে উপদেষ্টা বলেন, ‘আমরা অবশ্যই আমাদের স্বার্থ রক্ষার চেষ্টা করব, উদ্ধারের চেষ্টা করব। পাশাপাশি আমরা চাইব, বাংলাদেশের সঙ্গে যেমন অন্য দেশের যেমন সম্পর্ক, পাকিস্তানের সঙ্গেও ঠিক সে রকম এ থাকবে। আলাদা করে সেই সম্পর্কটা খারাপ করার কোনো কারণ আমি দেখি না।