ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo “নতুন জাহিলিয়াতের বিরুদ্ধে ছাত্র জনতা রাজপথে সজাগ” : শিবির নেতা হেলাল  Logo ছাত্রদল নেতার পরিবার থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ বিএনপির সভাপতির বিরুদ্ধে Logo দেশবাসী চাঁদাবাজদের ক্ষমতায় দেখতে চায় না Logo যুবদল নেতা হত্যা ও খতিবের ওপর হামলায় জামায়াত আমিরের কড়া বার্তা Logo বিএনপি থেকে পদত্যাগ করেছে ড.ফয়জুল হক Logo মিটফোর্ডে হত্যার ঘটনায় মুন্সীগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ Logo এবার ছাত্রদল থেকে পদত্যাগ করলেন মৌলভীবাজার জেলা শাখার সদস্য রাব্বি Logo সিরিয়ার কৃষিজমিতে আগুন ধরিয়ে দিলো দখলদার ইসরায়েলি বাহিনী Logo মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ডের বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে: আইন উপদেষ্টা Logo হাসিনা কন্যা পুতুলকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠালো ডব্লিউএইচও

ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

  • মোশারফ হোসেন
  • আপডেট সময় ০৮:০৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫
  • 83

ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আগামী এপ্রিলে ঢাকায় আসতে পারেন।

এ তথ্য জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, “আমরা এখনও তারিখ ঠিক করিনি, তবে আমরা আশা করছি উনি ঢাকায় আসবেন, এবং কিছুটা সময় লাগবে।

আমার অনুমান, হয়তো এপ্রিল মাসের কোনো এক সময় আসবেন, এর আগে নয়। কাজেই এখনো প্রচুর সময় আছে। আরেক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, ‘পাকিস্তানের সঙ্গে আমাদের ৫৩-৫৪ বছরের অমীমাংসিত বিষয় আছে। এগুলো আমরা নিশ্চয়ই সেখানে উল্লেখ করব।

কিন্তু বিষয়টা হচ্ছে, সম্পর্ক এগিয়ে নেওয়া, যদি শুধু ওই ইস্যুগুলোতে দাঁড়িয়ে থাকে তাহলে তাদের ও আমাদের কোনো লাভ নেই। পাকিস্তানের সঙ্গে সম্পর্ককে অন্য একটি দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের আদলে দেখার পরামর্শ দিয়ে উপদেষ্টা বলেন, ‘আমরা অবশ্যই আমাদের স্বার্থ রক্ষার চেষ্টা করব, উদ্ধারের চেষ্টা করব। পাশাপাশি আমরা চাইব, বাংলাদেশের সঙ্গে যেমন অন্য দেশের যেমন সম্পর্ক, পাকিস্তানের সঙ্গেও ঠিক সে রকম এ থাকবে। আলাদা করে সেই সম্পর্কটা খারাপ করার কোনো কারণ আমি দেখি না।

জনপ্রিয় সংবাদ

“নতুন জাহিলিয়াতের বিরুদ্ধে ছাত্র জনতা রাজপথে সজাগ” : শিবির নেতা হেলাল 

ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৮:০৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আগামী এপ্রিলে ঢাকায় আসতে পারেন।

এ তথ্য জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, “আমরা এখনও তারিখ ঠিক করিনি, তবে আমরা আশা করছি উনি ঢাকায় আসবেন, এবং কিছুটা সময় লাগবে।

আমার অনুমান, হয়তো এপ্রিল মাসের কোনো এক সময় আসবেন, এর আগে নয়। কাজেই এখনো প্রচুর সময় আছে। আরেক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, ‘পাকিস্তানের সঙ্গে আমাদের ৫৩-৫৪ বছরের অমীমাংসিত বিষয় আছে। এগুলো আমরা নিশ্চয়ই সেখানে উল্লেখ করব।

কিন্তু বিষয়টা হচ্ছে, সম্পর্ক এগিয়ে নেওয়া, যদি শুধু ওই ইস্যুগুলোতে দাঁড়িয়ে থাকে তাহলে তাদের ও আমাদের কোনো লাভ নেই। পাকিস্তানের সঙ্গে সম্পর্ককে অন্য একটি দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের আদলে দেখার পরামর্শ দিয়ে উপদেষ্টা বলেন, ‘আমরা অবশ্যই আমাদের স্বার্থ রক্ষার চেষ্টা করব, উদ্ধারের চেষ্টা করব। পাশাপাশি আমরা চাইব, বাংলাদেশের সঙ্গে যেমন অন্য দেশের যেমন সম্পর্ক, পাকিস্তানের সঙ্গেও ঠিক সে রকম এ থাকবে। আলাদা করে সেই সম্পর্কটা খারাপ করার কোনো কারণ আমি দেখি না।