ঢাকা ০১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ২৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo প্রতিষ্ঠাবার্ষিকী তে প্রকাশ্যে এলো পাবিপ্রবি ছাত্রশিবির Logo যশোরেও শেখ মুজিবের ম্যুরাল, ভাস্কর্য ও নামফলক ভাঙচুর Logo মধ্যরাতে ববির শিক্ষার্থীরা স্বৈরাচার শেখ হাসিনার নামফলক ভেঙে দিল Logo রাষ্ট্রে হাসিনা সরকারের দোসরদের থাকা কি ফ্যাসিবাদের চিহ্ন নয়? ফজল আনসারী Logo ‘হাসিনা তার প্রভু রাষ্ট্রে পালিয়ে গিয়ে দেশে গুপ্ত হামলা চালাচ্ছে’ Logo সকাল থেকে আবারও ভাঙা হচ্ছে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি Logo আজ থেকে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড ওয়ানডে সিরিজ Logo বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে মুজিবের ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি Logo হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর চিটাগাং কিংস Logo যেকোনো মূল্যে স্বৈরাচারের বিচার করতে হবে: তারেক রহমান

যশোরেও শেখ মুজিবের ম্যুরাল, ভাস্কর্য ও নামফলক ভাঙচুর

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৩৯:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫
  • 20

যশোরে জেলা পরিষদ, সদর উপজেলা পরিষদ, যশোর পৌরসভায় নির্মিত শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ও মনিহার এলাকায় বিজয় স্তম্ভের প্রাচীরসহ অন্তত ৭ জায়গায় নামফলক ভাঙচুর করেছেন ছাত্র-জনতা।

গতকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বলেছেন, প্রথমে বিক্ষুব্ধ ছাত্র-জনতা এসে হাতুড়ি দিয়ে পিটিয়ে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে শেখ মুজিবুর রহমানের ম্যুরালটি ভেঙে ফেলে। ১০ থেকে ১২টি মোটরসাইকেলে করে ২৫-৩০ জন যুবক সেখানে আসে। তাদের হাতে লোহার পাইপ, হাতুড়ি ও শাবল ছিল। এরপর তারা জেলা পরিষদ চত্বরে শেখ মুজিবের ম্যুরালও ভেঙে ফেলে। পরে তারা পুরোনো কসবার কেন্দ্রীয় শহীদ মিনারে উদ্বোধক হিসেবে থাকা শেখ হাসিনার নামফলক ভাঙচুর করে।

পরে তারা শহরের অন্তত সাত থেকে আটটি সরকারি প্রতিষ্ঠানে যেখানে শেখ হাসিনার নামফলক ছিল সেসব ভেঙে দেয়। মুক্তিযুদ্ধের ‘বিজয় স্তম্ভে’ থাকা শেখ মুজিবের ম্যুরাল ও সেখানকার নামফলক ভাঙা হয়েছে।

যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, কয়েকটি স্থানে ভাঙচুর হয়েছে বলে শুনেছি। কে বা কারা করেছে সেটা জানা নেই।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোরের আহ্বায়ক রাশেদ খানের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল করা হলেও সেটি রিসিভ হয়নি।

জনপ্রিয় সংবাদ

প্রতিষ্ঠাবার্ষিকী তে প্রকাশ্যে এলো পাবিপ্রবি ছাত্রশিবির

যশোরেও শেখ মুজিবের ম্যুরাল, ভাস্কর্য ও নামফলক ভাঙচুর

আপডেট সময় ১০:৩৯:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫

যশোরে জেলা পরিষদ, সদর উপজেলা পরিষদ, যশোর পৌরসভায় নির্মিত শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ও মনিহার এলাকায় বিজয় স্তম্ভের প্রাচীরসহ অন্তত ৭ জায়গায় নামফলক ভাঙচুর করেছেন ছাত্র-জনতা।

গতকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বলেছেন, প্রথমে বিক্ষুব্ধ ছাত্র-জনতা এসে হাতুড়ি দিয়ে পিটিয়ে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে শেখ মুজিবুর রহমানের ম্যুরালটি ভেঙে ফেলে। ১০ থেকে ১২টি মোটরসাইকেলে করে ২৫-৩০ জন যুবক সেখানে আসে। তাদের হাতে লোহার পাইপ, হাতুড়ি ও শাবল ছিল। এরপর তারা জেলা পরিষদ চত্বরে শেখ মুজিবের ম্যুরালও ভেঙে ফেলে। পরে তারা পুরোনো কসবার কেন্দ্রীয় শহীদ মিনারে উদ্বোধক হিসেবে থাকা শেখ হাসিনার নামফলক ভাঙচুর করে।

পরে তারা শহরের অন্তত সাত থেকে আটটি সরকারি প্রতিষ্ঠানে যেখানে শেখ হাসিনার নামফলক ছিল সেসব ভেঙে দেয়। মুক্তিযুদ্ধের ‘বিজয় স্তম্ভে’ থাকা শেখ মুজিবের ম্যুরাল ও সেখানকার নামফলক ভাঙা হয়েছে।

যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, কয়েকটি স্থানে ভাঙচুর হয়েছে বলে শুনেছি। কে বা কারা করেছে সেটা জানা নেই।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোরের আহ্বায়ক রাশেদ খানের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল করা হলেও সেটি রিসিভ হয়নি।