ঢাকা ০৫:১২ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo “নতুন জাহিলিয়াতের বিরুদ্ধে ছাত্র জনতা রাজপথে সজাগ” : শিবির নেতা হেলাল  Logo ছাত্রদল নেতার পরিবার থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ বিএনপির সভাপতির বিরুদ্ধে Logo দেশবাসী চাঁদাবাজদের ক্ষমতায় দেখতে চায় না Logo যুবদল নেতা হত্যা ও খতিবের ওপর হামলায় জামায়াত আমিরের কড়া বার্তা Logo বিএনপি থেকে পদত্যাগ করেছে ড.ফয়জুল হক Logo মিটফোর্ডে হত্যার ঘটনায় মুন্সীগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ Logo এবার ছাত্রদল থেকে পদত্যাগ করলেন মৌলভীবাজার জেলা শাখার সদস্য রাব্বি Logo সিরিয়ার কৃষিজমিতে আগুন ধরিয়ে দিলো দখলদার ইসরায়েলি বাহিনী Logo মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ডের বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে: আইন উপদেষ্টা Logo হাসিনা কন্যা পুতুলকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠালো ডব্লিউএইচও

প্রশাসনের অসহযোগিতায় সিলেটে বইমেলা স্থগিত ঘোষণা

প্রশাসনে অসহযোগিতায় সিলেটে বইমেলা স্থগিত ঘোষণা

প্রকাশকদের সংগঠন প্রকাশক পরিষদ সিলেটের উদ্যোগে আয়োজিত হতে যাওয়া ‘সিলেট একুশে বইমেলা-২০২৫’ একদিন আগে স্থগিত ঘোষণা করা হয়েছে। সিলেট সিটি করপোরেশন (সিসিক) ও প্রশাসনে ‘অসহযোগিতা’র কারণে বাধ্য হয়ে মেলা স্থগিত করতে হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

বুধবার (৫ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি বিষয়টি জানানো হয়েছে প্রকাশক পরিষদ সিলেটের পক্ষ থেকে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বই মেলা আয়োজনের জন্য শহীদ মিনার বরাদ্দ চেয়ে গত বছরের ৯ সেপ্টেম্বর সিলেট সিটি করপোরেশন বরাবর আবেদন করে প্রকাশনা পরিষদ সিলেট।

তখন ২৫ জানুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত বরাদ্দ চেয়েছিলেন আয়োজকরা। আবেদনপত্র গ্রহণ করার কয়েকদিন পর আরো একটি সংগঠন মেলা করতে শহীদ মিনার বরাদ্দ চাইলে সিসিক প্রকাশনা পরিষদকে ডেকে অবগত করে। পরে সিসিকের সঙ্গে বৈঠকের পর সিসিকের তৎকালীন প্রশাসক অন্য সংগঠনকে ১ থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত মেলার জন্য বরাদ্দ দিয়ে প্রকাশক পরিষদ সিলেটকে ৬ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত মেলা আয়োজনের প্রস্তাব দেন। জটিলতা এড়াতে প্রকাশক পরিষদ সেটি মেনে নেয়।

কিন্তু পরবর্তীসময়ে অপর পক্ষকে মেলা করতে দিলেও প্রকাশনা পরিষদকে বইমেলার ক্ষেত্রে শেষ মুহূর্তে সিলেট সিটি করপোরেশন ও পুলিশ প্রশাসন রহস্যজনক কারণে আমাদের বইমেলা আয়োজনের অনুমতি দেয়নি।

এ বিষয়ে যোগাযোগ করলে প্রকাশক পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক, কবি ও নাট্যকার সুফি সুফিয়ান বইমেলা স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘সিসিক বইমেলার বরাদ্দ দিয়ে অদৃশ্য কারণে আবার বাতিল করেছে। এ জন্য সব প্রস্তুতি সম্পন্ন করে আমরা সিসিকের অসহযোগিতার কারণে মেলা স্থগিত করতে বাধ্য হয়েছি।

তিনি অভিযোগ করে বলেন, ‘সিটি করপোরেশনে বরাদ্দের জন্য আবেদন করলে তারা বরাদ্দ দিলে পুলিশকে অবগত করতে হয়। কিন্তু আমাদের ক্ষেত্রে সিটি করপোরেশন হঠাৎ নতুন নিয়ম করেছে। তারা আমাদের শহীদ মিনার বরাদ্দ দেওয়া অনুমতিপত্রে লিখে দিয়েছে পুলিশ ক্লিয়ারেন্স সাপেক্ষে অনুমতি দেওয়া হলো। এরকম নিয়ম পূর্বে দেখা যায়নি।’

তিনি আরও বলেন, ‘আমরা পুলিশের কাছে গেছি। পুলিশ বলেছে, বরাদ্দ দেবে কিনা সেটা সিটি করপোরেশনের বিষয়। বরাদ্দের কাগজ পেলে ক্লিয়ারেন্সের বিষয় আমরা দেখব। এভাবে দুইপক্ষের কাছে ছুটতে ছুটতে আমরা মেলা স্থগিতের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।’

জনপ্রিয় সংবাদ

“নতুন জাহিলিয়াতের বিরুদ্ধে ছাত্র জনতা রাজপথে সজাগ” : শিবির নেতা হেলাল 

প্রশাসনের অসহযোগিতায় সিলেটে বইমেলা স্থগিত ঘোষণা

আপডেট সময় ১১:১৪:০৫ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫

প্রকাশকদের সংগঠন প্রকাশক পরিষদ সিলেটের উদ্যোগে আয়োজিত হতে যাওয়া ‘সিলেট একুশে বইমেলা-২০২৫’ একদিন আগে স্থগিত ঘোষণা করা হয়েছে। সিলেট সিটি করপোরেশন (সিসিক) ও প্রশাসনে ‘অসহযোগিতা’র কারণে বাধ্য হয়ে মেলা স্থগিত করতে হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

বুধবার (৫ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি বিষয়টি জানানো হয়েছে প্রকাশক পরিষদ সিলেটের পক্ষ থেকে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বই মেলা আয়োজনের জন্য শহীদ মিনার বরাদ্দ চেয়ে গত বছরের ৯ সেপ্টেম্বর সিলেট সিটি করপোরেশন বরাবর আবেদন করে প্রকাশনা পরিষদ সিলেট।

তখন ২৫ জানুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত বরাদ্দ চেয়েছিলেন আয়োজকরা। আবেদনপত্র গ্রহণ করার কয়েকদিন পর আরো একটি সংগঠন মেলা করতে শহীদ মিনার বরাদ্দ চাইলে সিসিক প্রকাশনা পরিষদকে ডেকে অবগত করে। পরে সিসিকের সঙ্গে বৈঠকের পর সিসিকের তৎকালীন প্রশাসক অন্য সংগঠনকে ১ থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত মেলার জন্য বরাদ্দ দিয়ে প্রকাশক পরিষদ সিলেটকে ৬ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত মেলা আয়োজনের প্রস্তাব দেন। জটিলতা এড়াতে প্রকাশক পরিষদ সেটি মেনে নেয়।

কিন্তু পরবর্তীসময়ে অপর পক্ষকে মেলা করতে দিলেও প্রকাশনা পরিষদকে বইমেলার ক্ষেত্রে শেষ মুহূর্তে সিলেট সিটি করপোরেশন ও পুলিশ প্রশাসন রহস্যজনক কারণে আমাদের বইমেলা আয়োজনের অনুমতি দেয়নি।

এ বিষয়ে যোগাযোগ করলে প্রকাশক পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক, কবি ও নাট্যকার সুফি সুফিয়ান বইমেলা স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘সিসিক বইমেলার বরাদ্দ দিয়ে অদৃশ্য কারণে আবার বাতিল করেছে। এ জন্য সব প্রস্তুতি সম্পন্ন করে আমরা সিসিকের অসহযোগিতার কারণে মেলা স্থগিত করতে বাধ্য হয়েছি।

তিনি অভিযোগ করে বলেন, ‘সিটি করপোরেশনে বরাদ্দের জন্য আবেদন করলে তারা বরাদ্দ দিলে পুলিশকে অবগত করতে হয়। কিন্তু আমাদের ক্ষেত্রে সিটি করপোরেশন হঠাৎ নতুন নিয়ম করেছে। তারা আমাদের শহীদ মিনার বরাদ্দ দেওয়া অনুমতিপত্রে লিখে দিয়েছে পুলিশ ক্লিয়ারেন্স সাপেক্ষে অনুমতি দেওয়া হলো। এরকম নিয়ম পূর্বে দেখা যায়নি।’

তিনি আরও বলেন, ‘আমরা পুলিশের কাছে গেছি। পুলিশ বলেছে, বরাদ্দ দেবে কিনা সেটা সিটি করপোরেশনের বিষয়। বরাদ্দের কাগজ পেলে ক্লিয়ারেন্সের বিষয় আমরা দেখব। এভাবে দুইপক্ষের কাছে ছুটতে ছুটতে আমরা মেলা স্থগিতের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।’