ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কমলাপুর থেকে নির্দিষ্ট সময়েই ছাড়ছে ট্রেন, নেই উপচে পড়া ভিড় Logo সবার আগে ঈদের তারিখ জানাল অস্ট্রেলিয়া Logo মিয়ানমারের মতো বাংলাদেশেও শক্তিশালী ভূমিকম্পের শঙ্কা Logo ঈদে ফাঁকা ঢাকার সুরক্ষায় সব ব্যবস্থা নেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo মিয়ানমারে নিহতের সংখ্যা ১০০০ ছাড়িয়েছে, আহত এক হাজার ৬৭০ Logo প্রধান উপদেষ্টাকে ডক্টরেট ডিগ্রি দিলো চীনের পিকিং বিশ্ববিদ্যালয় Logo যমুনা সেতুতে চলতি বছর টোল আদায়ে নতুন রেকর্ড Logo আর্জেন্টিনার কাছে হারের জেরে দরিভালকে বরখাস্ত করল ব্রাজিল Logo দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করেন,সংস্কার আপনাদের কাজ না: আমীর খসরু Logo মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৪৪, আহত ৭৩২ জন

প্রশাসনের অসহযোগিতায় সিলেটে বইমেলা স্থগিত ঘোষণা

প্রকাশকদের সংগঠন প্রকাশক পরিষদ সিলেটের উদ্যোগে আয়োজিত হতে যাওয়া ‘সিলেট একুশে বইমেলা-২০২৫’ একদিন আগে স্থগিত ঘোষণা করা হয়েছে। সিলেট সিটি করপোরেশন (সিসিক) ও প্রশাসনে ‘অসহযোগিতা’র কারণে বাধ্য হয়ে মেলা স্থগিত করতে হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

বুধবার (৫ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি বিষয়টি জানানো হয়েছে প্রকাশক পরিষদ সিলেটের পক্ষ থেকে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বই মেলা আয়োজনের জন্য শহীদ মিনার বরাদ্দ চেয়ে গত বছরের ৯ সেপ্টেম্বর সিলেট সিটি করপোরেশন বরাবর আবেদন করে প্রকাশনা পরিষদ সিলেট।

তখন ২৫ জানুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত বরাদ্দ চেয়েছিলেন আয়োজকরা। আবেদনপত্র গ্রহণ করার কয়েকদিন পর আরো একটি সংগঠন মেলা করতে শহীদ মিনার বরাদ্দ চাইলে সিসিক প্রকাশনা পরিষদকে ডেকে অবগত করে। পরে সিসিকের সঙ্গে বৈঠকের পর সিসিকের তৎকালীন প্রশাসক অন্য সংগঠনকে ১ থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত মেলার জন্য বরাদ্দ দিয়ে প্রকাশক পরিষদ সিলেটকে ৬ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত মেলা আয়োজনের প্রস্তাব দেন। জটিলতা এড়াতে প্রকাশক পরিষদ সেটি মেনে নেয়।

কিন্তু পরবর্তীসময়ে অপর পক্ষকে মেলা করতে দিলেও প্রকাশনা পরিষদকে বইমেলার ক্ষেত্রে শেষ মুহূর্তে সিলেট সিটি করপোরেশন ও পুলিশ প্রশাসন রহস্যজনক কারণে আমাদের বইমেলা আয়োজনের অনুমতি দেয়নি।

এ বিষয়ে যোগাযোগ করলে প্রকাশক পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক, কবি ও নাট্যকার সুফি সুফিয়ান বইমেলা স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘সিসিক বইমেলার বরাদ্দ দিয়ে অদৃশ্য কারণে আবার বাতিল করেছে। এ জন্য সব প্রস্তুতি সম্পন্ন করে আমরা সিসিকের অসহযোগিতার কারণে মেলা স্থগিত করতে বাধ্য হয়েছি।

তিনি অভিযোগ করে বলেন, ‘সিটি করপোরেশনে বরাদ্দের জন্য আবেদন করলে তারা বরাদ্দ দিলে পুলিশকে অবগত করতে হয়। কিন্তু আমাদের ক্ষেত্রে সিটি করপোরেশন হঠাৎ নতুন নিয়ম করেছে। তারা আমাদের শহীদ মিনার বরাদ্দ দেওয়া অনুমতিপত্রে লিখে দিয়েছে পুলিশ ক্লিয়ারেন্স সাপেক্ষে অনুমতি দেওয়া হলো। এরকম নিয়ম পূর্বে দেখা যায়নি।’

তিনি আরও বলেন, ‘আমরা পুলিশের কাছে গেছি। পুলিশ বলেছে, বরাদ্দ দেবে কিনা সেটা সিটি করপোরেশনের বিষয়। বরাদ্দের কাগজ পেলে ক্লিয়ারেন্সের বিষয় আমরা দেখব। এভাবে দুইপক্ষের কাছে ছুটতে ছুটতে আমরা মেলা স্থগিতের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।’

জনপ্রিয় সংবাদ

কমলাপুর থেকে নির্দিষ্ট সময়েই ছাড়ছে ট্রেন, নেই উপচে পড়া ভিড়

প্রশাসনের অসহযোগিতায় সিলেটে বইমেলা স্থগিত ঘোষণা

আপডেট সময় ১১:১৪:০৫ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫

প্রকাশকদের সংগঠন প্রকাশক পরিষদ সিলেটের উদ্যোগে আয়োজিত হতে যাওয়া ‘সিলেট একুশে বইমেলা-২০২৫’ একদিন আগে স্থগিত ঘোষণা করা হয়েছে। সিলেট সিটি করপোরেশন (সিসিক) ও প্রশাসনে ‘অসহযোগিতা’র কারণে বাধ্য হয়ে মেলা স্থগিত করতে হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

বুধবার (৫ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি বিষয়টি জানানো হয়েছে প্রকাশক পরিষদ সিলেটের পক্ষ থেকে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বই মেলা আয়োজনের জন্য শহীদ মিনার বরাদ্দ চেয়ে গত বছরের ৯ সেপ্টেম্বর সিলেট সিটি করপোরেশন বরাবর আবেদন করে প্রকাশনা পরিষদ সিলেট।

তখন ২৫ জানুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত বরাদ্দ চেয়েছিলেন আয়োজকরা। আবেদনপত্র গ্রহণ করার কয়েকদিন পর আরো একটি সংগঠন মেলা করতে শহীদ মিনার বরাদ্দ চাইলে সিসিক প্রকাশনা পরিষদকে ডেকে অবগত করে। পরে সিসিকের সঙ্গে বৈঠকের পর সিসিকের তৎকালীন প্রশাসক অন্য সংগঠনকে ১ থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত মেলার জন্য বরাদ্দ দিয়ে প্রকাশক পরিষদ সিলেটকে ৬ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত মেলা আয়োজনের প্রস্তাব দেন। জটিলতা এড়াতে প্রকাশক পরিষদ সেটি মেনে নেয়।

কিন্তু পরবর্তীসময়ে অপর পক্ষকে মেলা করতে দিলেও প্রকাশনা পরিষদকে বইমেলার ক্ষেত্রে শেষ মুহূর্তে সিলেট সিটি করপোরেশন ও পুলিশ প্রশাসন রহস্যজনক কারণে আমাদের বইমেলা আয়োজনের অনুমতি দেয়নি।

এ বিষয়ে যোগাযোগ করলে প্রকাশক পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক, কবি ও নাট্যকার সুফি সুফিয়ান বইমেলা স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘সিসিক বইমেলার বরাদ্দ দিয়ে অদৃশ্য কারণে আবার বাতিল করেছে। এ জন্য সব প্রস্তুতি সম্পন্ন করে আমরা সিসিকের অসহযোগিতার কারণে মেলা স্থগিত করতে বাধ্য হয়েছি।

তিনি অভিযোগ করে বলেন, ‘সিটি করপোরেশনে বরাদ্দের জন্য আবেদন করলে তারা বরাদ্দ দিলে পুলিশকে অবগত করতে হয়। কিন্তু আমাদের ক্ষেত্রে সিটি করপোরেশন হঠাৎ নতুন নিয়ম করেছে। তারা আমাদের শহীদ মিনার বরাদ্দ দেওয়া অনুমতিপত্রে লিখে দিয়েছে পুলিশ ক্লিয়ারেন্স সাপেক্ষে অনুমতি দেওয়া হলো। এরকম নিয়ম পূর্বে দেখা যায়নি।’

তিনি আরও বলেন, ‘আমরা পুলিশের কাছে গেছি। পুলিশ বলেছে, বরাদ্দ দেবে কিনা সেটা সিটি করপোরেশনের বিষয়। বরাদ্দের কাগজ পেলে ক্লিয়ারেন্সের বিষয় আমরা দেখব। এভাবে দুইপক্ষের কাছে ছুটতে ছুটতে আমরা মেলা স্থগিতের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।’