ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হিজাব পরায় ছাত্রীদের বের করে দেওয়ার অভিযোগ, শিক্ষিকা বরখাস্ত Logo পাঁচ মাসে ১ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেয়েছে বাংলাদেশ: বিডা Logo বুধবার থেকে ভারতের পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ, নোটিশ জারি করল যুক্তরাষ্ট্র Logo প্রকৌশলী রোকন হত্যার হুমকির প্রতিবাদে রুয়েটিয়ানদের স্মারকলিপি প্রদান ও আল্টিমেটাম Logo আমি বিবাহিত, সেটা ফেসবুকে প্রমাণ করার কিছু নেই: অপু বিশ্বাস Logo বাংলাদেশি বংশোদ্ভূত শরিফুল হলেন যুক্তরাষ্ট্রের ব্রিগেডিয়ার জেনারেল Logo আইআইইউসিতে ক্লাসরুম সংকট নিরসন, ল্যাব স্থাপন সহ ৭ দফা দাবিতে উপাচার্য বরাবর স্বারক লিপি প্রদান Logo ৪০ দেশের প্রতিনিধি দলের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন Logo ফজলুর রহমানের দলীয় পদ ৩ মাসের জন্য স্থগিত করলো বিএনপি Logo শোকজের জবাবে যা লিখলেন ফজলুর রহমান

আখেরি মোনাজাতে সম্পন্ন হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ

আখেরি মোনাজাতে সম্পন্ন হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ

গাজীপুরের টঙ্গীতে মুসলিম উম্মাহর ঐক্য, রহমত, মাগফিরাত ও বিশ্ব শান্তি কামনায় শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। গতকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৮ মিনিটে শুরু হয়ে ১২টা ২৭ মিনিটে শেষ হয় ১৯ মিনিটের আখেরি মোনাজাত। এটি পরিচালনা করেন বাংলাদেশের মাওলানা মুহাম্মদ জুবায়ের আহমেদ।

এ বছর ৫৮তম বিশ্ব ইজতেমা তিন ধাপে অনুষ্ঠিত হচ্ছে। শুরায়ে নেজামের (জুবায়ের অনুসারী) তত্ত্বাবধানে আয়োজিত প্রথম দুই ধাপের ইজতেমা শেষ হলো আখেরি মোনাজাতের মাধ্যমে।

মোনাজাতের আগে হেদায়েতি বয়ান করেন ভারতের মাওলানা আব্দুর রহমান, যার হিন্দি বয়ানের বাংলা তরজমা করেন বাংলাদেশের মাওলানা আব্দুল মতিন। বেলা সাড়ে ১১টার দিকে নসিহতমূলক বক্তব্য দেন ভারতের মাওলানা ইব্রাহিম দেউলা, যার বাংলা অনুবাদ করেন মাওলানা জুবায়ের আহমেদ।

মোনাজাতে বাংলা, আরবি, হিন্দি ও উর্দু ভাষায় দুনিয়ার পথভ্রষ্ট মুসলমানদের হেদায়েত, পাপের ক্ষমা এবং তাবলিগের কাজে আত্মনিয়োগের তৌফিক চেয়ে মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। লাখো মুসল্লি ‘আমিন, আমিন, আল্লাহুম্মা আমিন’ ধ্বনি তোলেন, আর কান্নায় ভেঙে পড়েন।

ভোর থেকেই ঢাকা-গাজীপুরসহ আশপাশের জেলা থেকে মুসল্লিরা হেঁটে ইজতেমা ময়দানে আসতে থাকেন। ময়দানে জায়গা না পেয়ে রাস্তাঘাট, ফুটওভার ব্রিজ, বাসাবাড়ি, মার্কেটের ছাদ, নৌকা ও যানবাহনের ওপর অবস্থান নেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. নাজমুল করিম খান জানান, শান্তিপূর্ণভাবে ইজতেমার প্রথম পর্ব শেষ হয়েছে। মুসল্লিদের নির্বিঘ্ন চলাচলের জন্য ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক যানজটমুক্ত রাখা হয়।

আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে ভারতের মাওলানা সাদ অনুসারীদের আয়োজনে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা শুরু হবে, যা ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে।

এবারের ইজতেমার শেষ দিন ২০২৬ সালের বিশ্ব ইজতেমার তারিখও ঘোষণা করা হয়েছে। শুরায়ে নেজামের তত্ত্বাবধানে আগামী বছর ২-৪ জানুয়ারি প্রথম ধাপ এবং ৯-১১ জানুয়ারি দ্বিতীয় ধাপে ইজতেমা অনুষ্ঠিত হবে।

জনপ্রিয় সংবাদ

হিজাব পরায় ছাত্রীদের বের করে দেওয়ার অভিযোগ, শিক্ষিকা বরখাস্ত

আখেরি মোনাজাতে সম্পন্ন হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ

আপডেট সময় ১০:৪৪:৪১ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫

গাজীপুরের টঙ্গীতে মুসলিম উম্মাহর ঐক্য, রহমত, মাগফিরাত ও বিশ্ব শান্তি কামনায় শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। গতকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৮ মিনিটে শুরু হয়ে ১২টা ২৭ মিনিটে শেষ হয় ১৯ মিনিটের আখেরি মোনাজাত। এটি পরিচালনা করেন বাংলাদেশের মাওলানা মুহাম্মদ জুবায়ের আহমেদ।

এ বছর ৫৮তম বিশ্ব ইজতেমা তিন ধাপে অনুষ্ঠিত হচ্ছে। শুরায়ে নেজামের (জুবায়ের অনুসারী) তত্ত্বাবধানে আয়োজিত প্রথম দুই ধাপের ইজতেমা শেষ হলো আখেরি মোনাজাতের মাধ্যমে।

মোনাজাতের আগে হেদায়েতি বয়ান করেন ভারতের মাওলানা আব্দুর রহমান, যার হিন্দি বয়ানের বাংলা তরজমা করেন বাংলাদেশের মাওলানা আব্দুল মতিন। বেলা সাড়ে ১১টার দিকে নসিহতমূলক বক্তব্য দেন ভারতের মাওলানা ইব্রাহিম দেউলা, যার বাংলা অনুবাদ করেন মাওলানা জুবায়ের আহমেদ।

মোনাজাতে বাংলা, আরবি, হিন্দি ও উর্দু ভাষায় দুনিয়ার পথভ্রষ্ট মুসলমানদের হেদায়েত, পাপের ক্ষমা এবং তাবলিগের কাজে আত্মনিয়োগের তৌফিক চেয়ে মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। লাখো মুসল্লি ‘আমিন, আমিন, আল্লাহুম্মা আমিন’ ধ্বনি তোলেন, আর কান্নায় ভেঙে পড়েন।

ভোর থেকেই ঢাকা-গাজীপুরসহ আশপাশের জেলা থেকে মুসল্লিরা হেঁটে ইজতেমা ময়দানে আসতে থাকেন। ময়দানে জায়গা না পেয়ে রাস্তাঘাট, ফুটওভার ব্রিজ, বাসাবাড়ি, মার্কেটের ছাদ, নৌকা ও যানবাহনের ওপর অবস্থান নেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. নাজমুল করিম খান জানান, শান্তিপূর্ণভাবে ইজতেমার প্রথম পর্ব শেষ হয়েছে। মুসল্লিদের নির্বিঘ্ন চলাচলের জন্য ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক যানজটমুক্ত রাখা হয়।

আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে ভারতের মাওলানা সাদ অনুসারীদের আয়োজনে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা শুরু হবে, যা ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে।

এবারের ইজতেমার শেষ দিন ২০২৬ সালের বিশ্ব ইজতেমার তারিখও ঘোষণা করা হয়েছে। শুরায়ে নেজামের তত্ত্বাবধানে আগামী বছর ২-৪ জানুয়ারি প্রথম ধাপ এবং ৯-১১ জানুয়ারি দ্বিতীয় ধাপে ইজতেমা অনুষ্ঠিত হবে।