ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গুজরাটে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ১৮ জনের মৃত্যু Logo চীনে সেভেন সিস্টার্স নিয়ে যা বলেছিলেন ড. ইউনূস? যেজন্য হতভম্ব ভারত Logo জামায়াতের ঈদ উপলক্ষে প্রীতি ভোজের ঘটনায় বিএনপি – যুবলীগের হামলা Logo শহীদ নাসিব হাসান রিহান-এর পরিবারের সদস্যদের সাথে আমীরে জামায়াতের ঈদ কুশল বিনিময় Logo ড. ইউনূসকে শেহবাজের ফোন, পাকিস্তান সফরের আমন্ত্রণ Logo মিয়ানমারে ভূমিকম্প: ২ হাজার ছাড়াল নিহতের সংখ্যা Logo গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: খালেদা জিয়া Logo ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের পদত্যাগ Logo ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’স্লোগান, বিএনপির সাথে সংঘর্ষ গুলিবিদ্ধ ১ Logo আইপিএলসহ টিভিতে যা দেকবেন আজ

আখেরি মোনাজাতে সম্পন্ন হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ

গাজীপুরের টঙ্গীতে মুসলিম উম্মাহর ঐক্য, রহমত, মাগফিরাত ও বিশ্ব শান্তি কামনায় শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। গতকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৮ মিনিটে শুরু হয়ে ১২টা ২৭ মিনিটে শেষ হয় ১৯ মিনিটের আখেরি মোনাজাত। এটি পরিচালনা করেন বাংলাদেশের মাওলানা মুহাম্মদ জুবায়ের আহমেদ।

এ বছর ৫৮তম বিশ্ব ইজতেমা তিন ধাপে অনুষ্ঠিত হচ্ছে। শুরায়ে নেজামের (জুবায়ের অনুসারী) তত্ত্বাবধানে আয়োজিত প্রথম দুই ধাপের ইজতেমা শেষ হলো আখেরি মোনাজাতের মাধ্যমে।

মোনাজাতের আগে হেদায়েতি বয়ান করেন ভারতের মাওলানা আব্দুর রহমান, যার হিন্দি বয়ানের বাংলা তরজমা করেন বাংলাদেশের মাওলানা আব্দুল মতিন। বেলা সাড়ে ১১টার দিকে নসিহতমূলক বক্তব্য দেন ভারতের মাওলানা ইব্রাহিম দেউলা, যার বাংলা অনুবাদ করেন মাওলানা জুবায়ের আহমেদ।

মোনাজাতে বাংলা, আরবি, হিন্দি ও উর্দু ভাষায় দুনিয়ার পথভ্রষ্ট মুসলমানদের হেদায়েত, পাপের ক্ষমা এবং তাবলিগের কাজে আত্মনিয়োগের তৌফিক চেয়ে মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। লাখো মুসল্লি ‘আমিন, আমিন, আল্লাহুম্মা আমিন’ ধ্বনি তোলেন, আর কান্নায় ভেঙে পড়েন।

ভোর থেকেই ঢাকা-গাজীপুরসহ আশপাশের জেলা থেকে মুসল্লিরা হেঁটে ইজতেমা ময়দানে আসতে থাকেন। ময়দানে জায়গা না পেয়ে রাস্তাঘাট, ফুটওভার ব্রিজ, বাসাবাড়ি, মার্কেটের ছাদ, নৌকা ও যানবাহনের ওপর অবস্থান নেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. নাজমুল করিম খান জানান, শান্তিপূর্ণভাবে ইজতেমার প্রথম পর্ব শেষ হয়েছে। মুসল্লিদের নির্বিঘ্ন চলাচলের জন্য ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক যানজটমুক্ত রাখা হয়।

আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে ভারতের মাওলানা সাদ অনুসারীদের আয়োজনে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা শুরু হবে, যা ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে।

এবারের ইজতেমার শেষ দিন ২০২৬ সালের বিশ্ব ইজতেমার তারিখও ঘোষণা করা হয়েছে। শুরায়ে নেজামের তত্ত্বাবধানে আগামী বছর ২-৪ জানুয়ারি প্রথম ধাপ এবং ৯-১১ জানুয়ারি দ্বিতীয় ধাপে ইজতেমা অনুষ্ঠিত হবে।

জনপ্রিয় সংবাদ

গুজরাটে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ১৮ জনের মৃত্যু

আখেরি মোনাজাতে সম্পন্ন হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ

আপডেট সময় ১০:৪৪:৪১ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫

গাজীপুরের টঙ্গীতে মুসলিম উম্মাহর ঐক্য, রহমত, মাগফিরাত ও বিশ্ব শান্তি কামনায় শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। গতকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৮ মিনিটে শুরু হয়ে ১২টা ২৭ মিনিটে শেষ হয় ১৯ মিনিটের আখেরি মোনাজাত। এটি পরিচালনা করেন বাংলাদেশের মাওলানা মুহাম্মদ জুবায়ের আহমেদ।

এ বছর ৫৮তম বিশ্ব ইজতেমা তিন ধাপে অনুষ্ঠিত হচ্ছে। শুরায়ে নেজামের (জুবায়ের অনুসারী) তত্ত্বাবধানে আয়োজিত প্রথম দুই ধাপের ইজতেমা শেষ হলো আখেরি মোনাজাতের মাধ্যমে।

মোনাজাতের আগে হেদায়েতি বয়ান করেন ভারতের মাওলানা আব্দুর রহমান, যার হিন্দি বয়ানের বাংলা তরজমা করেন বাংলাদেশের মাওলানা আব্দুল মতিন। বেলা সাড়ে ১১টার দিকে নসিহতমূলক বক্তব্য দেন ভারতের মাওলানা ইব্রাহিম দেউলা, যার বাংলা অনুবাদ করেন মাওলানা জুবায়ের আহমেদ।

মোনাজাতে বাংলা, আরবি, হিন্দি ও উর্দু ভাষায় দুনিয়ার পথভ্রষ্ট মুসলমানদের হেদায়েত, পাপের ক্ষমা এবং তাবলিগের কাজে আত্মনিয়োগের তৌফিক চেয়ে মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। লাখো মুসল্লি ‘আমিন, আমিন, আল্লাহুম্মা আমিন’ ধ্বনি তোলেন, আর কান্নায় ভেঙে পড়েন।

ভোর থেকেই ঢাকা-গাজীপুরসহ আশপাশের জেলা থেকে মুসল্লিরা হেঁটে ইজতেমা ময়দানে আসতে থাকেন। ময়দানে জায়গা না পেয়ে রাস্তাঘাট, ফুটওভার ব্রিজ, বাসাবাড়ি, মার্কেটের ছাদ, নৌকা ও যানবাহনের ওপর অবস্থান নেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. নাজমুল করিম খান জানান, শান্তিপূর্ণভাবে ইজতেমার প্রথম পর্ব শেষ হয়েছে। মুসল্লিদের নির্বিঘ্ন চলাচলের জন্য ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক যানজটমুক্ত রাখা হয়।

আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে ভারতের মাওলানা সাদ অনুসারীদের আয়োজনে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা শুরু হবে, যা ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে।

এবারের ইজতেমার শেষ দিন ২০২৬ সালের বিশ্ব ইজতেমার তারিখও ঘোষণা করা হয়েছে। শুরায়ে নেজামের তত্ত্বাবধানে আগামী বছর ২-৪ জানুয়ারি প্রথম ধাপ এবং ৯-১১ জানুয়ারি দ্বিতীয় ধাপে ইজতেমা অনুষ্ঠিত হবে।