নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুম আহমেদ রাজের বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে কুতুবপুরের রসুলপুর এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
স্থানীয়রা অভিযোগ করেছেন, মাসুম আহমেদ রাজ ইন্টারনেট ব্যবসা দখলের চেষ্টা চালাচ্ছেন। তার অনুসারীরা লাইনের তার কেটে দিয়ে গত তিন দিন ধরে এলাকায় ইন্টারনেট সংযোগ বন্ধ রেখেছেন। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহকরা।
এ সময় ভুক্তভোগী এলাকাবাসী জানায়, গত ৫ আগস্ট আওয়ামী লীগের পতন হওয়ার পর থেকেই মধ্য রসুলপুরসহ পুরো রসুলপুর এলাকায় চাঁদাবাজি, দখলদারি, মাদক, সন্ত্রাসীসহ নানা অপকর্ম করে বেড়াচ্ছে মাসুম আহমেদ রাজের বাহিনী। এলাকায় চুরি, ছিনতাই এমনকি ড্রেনের মেইন হল পর্যন্ত চুরি করে নিয়ে গেছে তার লোকজন।
তারা আরো জানায, গত ২ ফেব্রুয়ারি রসুলপুরে একটি ইন্টারনেট ব্যবসার দখল এবং নেটের তারসহ পুরো এলাকার নেট বন্ধ করে দিয়েছে মাসুম আহমেদ রাজ ও তার বাহিনী। তিনি বিভিন্নভাবে এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা করে আসছেন। রসুলপুর এলাকায় গাড়ি ঢুকতে চাঁদা দিতে হয় তাকে। তিনি বিএনপির পদবি ব্যবহার করে নানা অপকর্ম করে বেড়াচ্ছেন।
তার বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয় আমরা সেই দাবি করছি। এ বিষয়ে মাসুম আহমেদ রাজ বলেন, ‘যারা বিগত সময় আওয়ামী লীগ করত, আওয়ামী লীগের দোসর ছিল, তারাই এখন আমার বিরুদ্ধে লেগেছে। আমি এলাকায় কোনো ইন্টারনেট বন্ধ করিনি। আমার ছেলেরা নতুন করে ইন্টারনেট ব্যবসা দেবে তা তাদের সহ্য হচ্ছে না।তারা এখন আমার বিরুদ্ধে এই অপপ্রচার চালিয়ে যাচ্ছে।’